KKR second home venue after Kolkata: কলকাতার পর এবার আগরতলা। ২০২৫ আইপিএলে নাইট সমর্থকদের নতুন ভেন্যু উপহার দিতে চলেছে কেকেআর। কলকাতার পর দলের দ্বিতীয় ভেন্যু হিসেবে থাকবে এই শহর। ২০১৭ থেকে নরসিংহগড়ে একটি আন্তর্জাতিক স্টেডিয়াম তৈরি হচ্ছে। এর আনুমানিক ব্যয় ১৮৫ কোটি টাকা। এই স্টেডিয়াম এখনও পুরোপুরি খেলার জন্য তৈরি হয়নি। সেই স্টেডিয়ামকে লক্ষ্য করেই দলের দ্বিতীয় ভেন্যু ঠিক করতে চলেছে কেকেআর।
ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিসিএ) কর্তা একথা স্বীকারও করেছেন। এই ব্যাপারে টিসিএ সচিব সুবার্তা দে সংবাদ সংস্থাকে বলেছেন, 'আইপিএল চেয়ারম্যান অরুণকুমার ধুমাল সম্প্রতি আগরতলার উপকণ্ঠে নরসিংহগড়ে প্রস্তাবিত আন্তর্জাতিক স্টেডিয়াম পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন যে যদি স্টেডিয়ামটি আগামী বছরের ফেব্রুয়ারির আগে তৈরি হয়ে যায়, তবে তা কেকেআরের দ্বিতীয় হোম গ্রাউন্ড করা যেতে পারে।'
ধুমল বলেন, 'প্রস্তাবিত স্টেডিয়ামে আইপিএল ম্যাচ আয়োজনের সুবর্ণ সুযোগ আছে। তাই আমরা নির্মাণকাজ ত্বরান্বিত করতে এবং ফেব্রুয়ারি ২০২৫-এর মধ্যে তা শেষ করতে এক নামী নির্মাণ সংস্থাকে ডেকেছি। টিসিএ নির্মাণকাজ পর্যালোচনা করবে। যদি নির্মাণ সংস্থা সময়সীমার মধ্যে কাজ শেষ করতে ব্যর্থ হয়, তবে আমরা কাজ বন্ধ করে দেব। অবশিষ্ট কাজ নতুন সংস্থাকে দিয়ে করাব।'
আরও পড়ুন- পাকিস্তানে কোহলি-রোহিত শর্মার প্রচুর ফ্যান রয়েছে! বড় মন্তব্যে এবার ঝড় তুললেন ওয়াসিম আক্রম
এই স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের সময়সীমা মাত্র ২২ মাস হলেও নির্মাণ সংস্থা গত সাত বছরেও তা শেষ করতে পারেনি। এখনও পর্যন্ত মাত্র ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে বলেই সুবার্তা দে জানিয়েছেন। তিনি বলেন, 'বৃহস্পতিবার এখানে টিসিএর সাধারণ সভায় এই ব্যাপারে আলোচনা হয়েছে। স্টেডিয়ামের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করানোর ব্যাপারে সর্বাত্মক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা যদি আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে স্টেডিয়ামের কাজ শেষ করতে পারি, নরসিংগড় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কেকেআর-এর অন্তত দুটি আইপিএল ম্যাচ হবে বলেই আমরা আশাবাদী।'