Advertisment

Wasim Akram on India's Champions Trophy chances: পাকিস্তানে কোহলি-রোহিত শর্মার প্রচুর ফ্যান রয়েছে! বড় মন্তব্যে এবার ঝড় তুললেন ওয়াসিম আক্রম

Wasim Akram on India's Champions Trophy chances: পাকিস্তানে ভর্তি ভারতীয় সমর্থকরা, জল্পনা বাড়িয়ে বড় মন্তব্য কিংবদন্তি আক্রমের। বিরাট তারিফ ভারতীয় তারকাদের।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Rohit, Virat, Akram, রোহিত, বিরাট, আক্রম,

Rohit-Virat-Akram: বিশ্বের সর্বত্র ভারতীয় তারকাদের ফ্যান আছে, বুঝিয়ে দিলেন কিংবদন্তি পাকিস্তানি বোলার। (ছবি- টুইটার)

Wasim Akram on India's Champions Trophy chances: বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদবের ভক্ত পাকিস্তানেও আছে। বিরাট আপডেট দিলেন পাকিস্তানের কিংবদন্তি বোলার ওয়াসিম আক্রম। তিনি আশা প্রকাশ করেন যে, রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাবে। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানে। কিন্তু, ভারত রাজনৈতিক কারণে দীর্ঘদিন পাকিস্তানে খেলতে যায় না। সেই কারণে, তৃতীয় কোনও নিরপেক্ষ দেশে চ্যাম্পিয়ন্স ট্রফির কিছু ম্যাচ হয়। এতে পাকিস্তান ক্রিকেট বোর্ড আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই পরিস্থিতিতেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে মুখ খুলে ভারতকে সেদেশে কার্যত ঘুরিয়ে আমন্ত্রণ জানালেন আক্রম।

Advertisment

মেলবোর্ন থেকে এক অনলাইন সাংবাদিক বৈঠকে আক্রম বলেন, 'আমি মনে করি যে ভারত সরকার এবং বিসিসিআই ইতিবাচক সাড়া দেবে। ভারতীয় দল সম্ভবত লাহোরে খেলবে। চাইলে সেই রাতেই টিম ইন্ডিয়া ভারতে ফিরতে পারবে। ভারতীয় দল যাতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেই জন্য আমি এই প্রস্তাব দিচ্ছি। আমি আপনাদের প্রতিশ্রুতি দিতে পারি যে তাঁদের দেখভালে কোনও ত্রুটি হবে না।' 

পাকিস্তানে ভারতীয় খেলোয়াড়দের বিরাট ফ্যানবেস বলে দাবি করে আক্রম বলেন, 'পাকিস্তানের তরুণ ক্রিকেট ভক্তরা বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদবের মত খেলোয়াড়দের শ্রদ্ধা করে। পাকিস্তানে ওঁদের প্রচুর ভক্ত আছে।' আক্রমের আগে সম্প্রতি, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি নিশ্চিত করেছেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-সহ আটটি দলই পাকিস্তানে খেলতে যাবে। এই ব্যাপারে করাচিতে নকভি বলেন, 'চিন্তা করবেন না, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে সব দলই পাকিস্তানে আসবে।' 

সাংবাদিক বৈঠকে চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়াও পাকিস্তানের সদ্য-নিযুক্ত একদিনের দলের অধিনায়ক মহম্মদ রিজওয়ানকে নিয়েও মুখ খুলেছেন আক্রম। তিনি বলেছেন, 'রিজওয়ান একজন অভিজ্ঞ খেলোয়াড়। তিনি তাঁর কেরিয়ারে বহুবার অধিনায়কত্ব করেছেন। পিএসএলে মুলতান সুলতানকে একটি ট্রফি জয়ে এবং দুটি ফাইনালে নেতৃত্ব দিয়েছেন। নেতৃত্বের ব্যাপারে তিনি রীতিমতো পরিপক্ক।'

পাকিস্তানের আসন্ন অস্ট্রেলিয়া সফর নিয়েও মুখ খুলেছেন আক্রম। তিনি বলেছেন, 'অধিনায়ক হিসেবে রিজওয়ানের এটাই প্রথম সফর। এই সফর রীতিমতো চ্যালেঞ্জিং। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানো সত্যিই কঠিন। বিশেষ করে একদিনের ক্রিকেটে হারানো তো আরও কঠিন। টি-২০ ক্রিকেটে তা-ও অস্ট্রেলিয়াকে হারানো যেতে পারে। কিন্তু, একদিনের ক্রিকেটে তা রীতিমতো চ্যালেঞ্জিং।' 

আরও পড়ুন- ইনিংস ডিক্লেয়ার করে ৩ দিনে ২ বার অলআউট! বাংলাদেশকে টেস্ট ইতিহাসে জঘন্যতমভাবে হারাল দক্ষিণ আফ্রিকা

এই পরিস্থিতিতে পাকিস্তান দলের প্রতি বিশেষ বার্তাও দিয়েছেন আক্রম। তিনি বলেছেন, 'পাকিস্তানের ক্রিকেটারদের এখন শুধু ক্রিকেটে মনোযোগ দেওয়া উচিত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরও ভালো খেলার চেষ্টা করা উচিত। অস্ট্রেলিয়ায় তিনটের মধ্যে যদি একটাও ওয়ানডে পাকিস্তান জিততে পারে, সেটাই হবে একটা বড় কৃতিত্ব।'

Virat Kohli pakistan Hardik Pandya Champions Trophy Rohit Sharma Pakistan Cricket Pakistan Cricket Team Wasim Akram Suryakumar Yadav
Advertisment