CSK IPL 2025 Auction: সোমবারই শেষ হয়েছে দুই দিনের আইপিএল নিলাম। সোমবার আইপিএল মেগা নিলামের শেষে, চেন্নাই সুপার কিংস (সিএসকে) আগামী মরশুমের জন্য শক্তিশালী স্কোয়াড তৈরি করেছে। এবার জয়ী হলে তারা ষষ্ঠবার আইপিএল জিতবে। সিএসকে এবার যেমন নতুন খেলোয়াড়দের নিয়েছে। তেমনই অভিজ্ঞ খেলোয়াড়দেরও দলে ধরে রেখেছে। তারা বিশেষজ্ঞ বোলার, অলরাউন্ডার এবং ব্যাটারদের নিয়ে ভারসাম্যপূর্ণ স্কোয়াড তৈরি করেছে।
সিএসকে নিয়েছে আফগানিস্তানের বাঁহাতি স্পিনার নূর আহমেদকে। তাঁকে কিনেছে ১০ কোটি টাকায়। এটাই নিলামে সিএসকের সবচেয়ে বেশি দামে ক্রিকেটার কেনা। নিলামে সিএসকের দ্বিতীয় সবচেয়ে বেশি দামের ক্রিকেটার হলেন স্পিনার রবিচন্দ্রন। তাঁকে ৯.৭৫ কোটি টাকায় কিনেছে চেন্নাই। তিনি ১০ বছর পর চেন্নাই ফ্র্যাঞ্চাইজিতে ফিরবেন।
সিএসকে নিলামের আগেই পাঁচ গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ধরে রেখেছিল। তাঁরা হলেন তারকা ক্রিকেটার এমএস ধোনি। এছাড়া ধরে রাখা হয়েছে- অধিনায়ক রুতুরাজ গায়কওয়াড় (১৮ কোটি টাকা), তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (১৮ কোটি টাকা), পেসার মাথিশা পাথিরানা (১৩ কোটি টাকা) এবং অলরাউন্ডার শিবম দুবে (১২ কোটি টাকা)। পাশাপাশি সিএসকে নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়েকে ৬.২৫ কোটি টাকায় কিনেছে।
আইপিএল ২০২৫-এ সিএসকের সম্ভাব্য একাদশ
রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠী, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি, রবিচন্দ্রন অশ্বিন, নুর আহমেদ/নাথান এলিস, মাথিশা পাথিরানা।
আরও পড়ুন- ভনকে এবার মেসেজ করলেন সৌরভ! কাটা ঘায়ে নুনের ছিঁটে দিলেন ডলে ডলে
আইপিএল ২০২৫-এ সিএসকের ফুল স্কোয়াড
রুতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), এমএস ধোনি, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, মাথিশা পাথিরানা, নুর আহমেদ, রবিচন্দ্রন অশ্বিন, ডেভন কনওয়ে, সৈয়দ খলিল আহমেদ, রাচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠী, বিজয় শংকর, স্যাম কুরান, শাইক রশিদ, অংশুল কাম্বোজ, মুকেশ চৌধুরী, দীপক হুডা, গুরজাপনীত সিং, নাথান এলিস, জেমি ওভারটন, কমলেশ নগরকোটি, রামকৃষ্ণ ঘোষ, শ্রেয়াস গোপাল, বংশ বেদী, আন্দ্রে সিদ্ধার্থ।