Advertisment

IPL 2025 Auction: নিলামে নাম না তুলেও ইউ টার্ন! ১৫০ কিমির পেসার শেষ মুহূর্তে নাম লেখালেন IPL-এ

Jofra Archer in IPL auction: ইংল্যান্ডের তারকা পেসার জোফ্রা আর্চার আইপিএলে কখনই নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারেননি। এবার কি বদনাম ঘোচাতে পারবেন তিনি!

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
NULL

IPL auction: আর ৪৮ ঘন্টা পরেই শুরু হয়ে যাচ্ছে আইপিএলের নিলাম (বিসিসিআই)

Jofra Archer in IPL auction: আইপিএল নিলাম থেকে প্রাথমিকভাবে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। তবে হঠাৎ করেই ইউ টার্ন নিলেন ইংল্যান্ডের তারকা পেসার জোফ্রা আর্চার। জানিয়ে দিলেন নভেম্বরের ২৪ এবং ২৫ তারিখে সৌদি আরবের জেড্ডায় অনুষ্ঠিত হতে চলা আইপিএল নিলামে থাকছে তাঁর নাম।

Advertisment

গত কয়েক বছর ধরেই চোট আঘাতে বিপর্যস্ত আর্চার। আগামী এসেজের আগে নিজের প্রস্তুতি সেরে রাখতে প্রাথমিকভাবে তিনি আইপিএল নিলাম থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। এর অর্থ আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী, আগামী নিলামেও তাহলে তিনি অংশ নিতে পারতেন না।

সূত্রের খবর অনুযায়ী, মার্ক উড এবং জোফ্রা আর্চারকে আইপিএলে খেলার জন্য প্ৰথমে ছাড়পত্র দেওয়া হয়নি। ইসিবি এই মুহূর্তে এসেজে ফোকাস করছে। ইসিবির এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন আর্চার। তারপরেই ছাড়পত্র দিতে বাধ্য হয় ইসিবি। তবে মার্ক উড নিলাম থেকে নাম সরিয়ে নেওয়ার সিদ্ধান্তেই সায় দিয়েছেন।

আরও পড়ুন: ইডেনে সৌরভের সঙ্গেই এবার চাকদার কিংবদন্তি! বড় সিদ্ধান্ত নিয়ে ঝড় তুললেন সিএবি কর্তারা

ক্রিকেট ব্রডকাস্টার ম্যাট কবির ফ্লয়েড 'ইটস নট জাস্ট ক্রিকেট পডকাস্ট'-এ বলেছেন, "নিলামের দীর্ঘ তালিকাতে প্ৰথমে ছিলেন না মার্ক উড এবং জোফ্রা আর্চার। পরে বাছাই তালিকাতেও রাখা হয়নি দুজনকে। শোনা যাচ্ছে, ইসিবি নাকি দুজনকে ছাড়পত্র দেয়নি। আরও শুনতে পাচ্ছি, বিসিসিআই, ইসিবি এবং এজেন্টস-এর মধ্যে নাকি দর কষাকষি চলছে এই বিষয়ে।"

মুম্বই ইন্ডিয়ান্স ২০২২-এর আইপিএল মেগা নিলামে আর্চারকে ৮ কোটি টাকা খরচ করে কিনেছিল। প্ৰথম সিজনে পুরোপুরি অনুপস্থিত থাকার পর ইংরেজ পেসার পরের সিজনে খেলেছেন মাত্র ৪ ম্যাচ। তারপর দেশে ফিরে যান কনুইয়ের চোট সারানোর জন্য। গত শুক্রবার বিসিসিআইয়ের তরফে যে ৫৭৪জন ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়েছে, সেই তালিকায় যুক্ত হবে আর্চারের নাম।

এঁদের মধ্যে ৩৬৬ জন ভারতীয় এবং ২০৮ জন বিদেশি ক্রিকেটার। এর মধ্যে আবার তিনজন আইসিসির সদস্য দেশের ক্রিকেটারও রয়েছেন। আনক্যাপড ক্রিকেটারদের মধ্যে ভারতীয় এবং বিদেশি ক্রিকেটারদের সংখ্যা যথাক্রমে ৩১৮ এবং ১২জন।

নিলামে ৩৫ জন ইংরেজ ক্রিকেটারের মধ্যেই থাকবে আর্চারের নাম। সবমিলিয়ে সমস্ত ফ্র্যাঞ্চাইজি ২০৪টি শূন্যস্থান পূরণের জন্য ক্রিকেটার কিনবে। সব ফ্র্যাঞ্চাইজিতে বিদেশি শূন্যস্থানের সংখ্যা ৭০টি। ক্রিকেটারদের সর্বোচ্চ বেস প্রাইস ২ কোটি। এই লিস্টে রয়েছেন ৮১ জন ক্রিকেটার।

READ THE FULL ARTICLE IN ENGLISH

cricket England IPL Cricket News ipl auction England Cricket Team
Advertisment