/indian-express-bangla/media/media_files/2024/11/24/tu1ptlspbaAZXwRJJxLf.jpg)
Rishabh Pant: এবার লখনউয়ে যোগ দিয়েছেন পন্থ। (ছবি- ফাইল)
Rishabh Pant LSG salary and tex deduction: এবার তাঁর আইপিএল স্যালারি ২৭ কোটি টাকা। চমকে ওঠার মত এই টাকা থেকে ঠিক কত হাতে পাবেন ক্রিকেটার ঋষভ পন্থ? দিল্লি ক্যাপিটালসের প্রাক্তনী ঋষভ এবার লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) দলে যোগদান করেছেন। আইপিএল মেগা নিলামে তিনিই এবার সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন। দিল্লি ক্যাপিটালস তাঁকে রেখে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু, এলএসজির বিরাট দামের কাছে মাথা ঝোঁকাতে বাধ্য হয়েছে। দুর্ঘটনার জন্য একবছর ক্রিকেটের বাইরে ছিলেন এই খেলোয়াড়। কিন্তু, তারপরও কার্যত অসম্ভবকে সম্ভব করে তিনি ২০২৪-এ ক্রিজে ফিরেছেন। ১৪ মার্চ থেকে আসন্ন আইপিএল শুরু হবে। ঋষভ এলএসজির অধিনায়কের ভূমিকায় থাকবেন।
24th Nov: Highest-paid player in IPL history
— Lucknow Super Giants (@LucknowIPL) November 25, 2024
25th Nov: Wraps up a historical win in Perth
Rishabh Pant, ladies and gentlemen 💙 pic.twitter.com/NTas9iijdy
সৌদি আরবের জেড্ডায় এবার বসেছিল আইপিএল মেগা নিলামের আসর। ঋষভের মত এত টাকায় অতীতে কোনও খেলোয়াড় আইপিএলে চুক্তিবদ্ধ হয়েছিল। পন্থকে রেখে দেওয়ার জন্য তার আগের ক্লাব দিল্লি ক্যাপিটালস নিলামে রাইট টু ম্যাচ (আরটিএম) কার্ডও ব্যবহার করেছিল। কিন্তু, ২০.৭৫ কোটি টাকায় গিয়ে থেমে যায়। এলএসজি ২৭ কোটি টাকা দর দেওয়ায় দিল্লি ক্যাপিটালস শেষ পর্যন্ত হাত তুলে দেয়। ২০২২ সালে পন্থের সড়ক দুর্ঘটনা হয়েছিল। সেই সময়ও তিনি দিল্লিতেই ছিলেন। আর, ওই কারণেই তিনি ২০২৩ সালে দিল্লির হয়ে আইপিএল খেলতে পারেননি।
চুক্তির মূল্য প্রতিবছর ২৭ কোটি টাকা | এর মধ্যে ৮.১ কোটি টাকা কর কেটে নেবে ভারত সরকার |
পন্থ হাতে পাবেন ১৮.৯ কোটি টাকা |
শুধু আইপিএলই নয়। পন্থ ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটেও ফিরেছেন। সেখানেও তিনি রীতিমতো ভালো পারফরম্যান্স করছেন। এই পরিস্থিতিতে প্রশ্ন তৈরি হয়েছে, আইপিএলে ২৭ কোটি টাকায় চুক্তিবদ্ধ হলেও পন্থ করের টাকা কেটেকুটে হাতে কত পাবেন? লখনউ আগামী তিন বছর পন্থকে প্রতিবছর ২৭ কোটি টাকা করে দেবে। এর মধ্যে ৮.১ কোটি টাকা ভারত সরকারকে কর হিসেবে দিতে হবে। যার অর্থ, পন্থ আসন্ন আইপিএল মরশুম থেকে ১৮.৯ কোটি টাকা করে পাবে।