Rishabh Pant in Delhi Capitals IPL auction 2025 : নিলামের আগে আইপিএল দুনিয়ার কমন প্রশ্ন ছিল, হঠাৎ কী হল, যার জন্য ঋষভ পন্থকে রিটেন করল না দিল্লি ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজির সহ-অংশীদার পারথ জিন্দাল বলেছেন, নেতৃত্ব নিয়ে ফ্র্যাঞ্চাইজি এবং ঋষভ পন্থের মতাদর্শের পার্থক্য ছিল।
জেড্ডার মেগা নিলামের আগে পন্থকে রিটেন না করলেও দিল্লি ক্যাপিটালস ২০.৭৫ কোটি টাকা পর্যন্ত পন্থের জন্য বিড করেছিল। আরটিএম কার্ড-ও ব্যবহার করেছিল। শেষ পর্যন্ত ২৭ কোটি টাকা নিয়ে লখনৌ ঝাঁপিয়ে পড়ার আগে পাততাড়ি গোটায় দিল্লি।
আইপিএল ইতিহাসের সবথেকে দামি চুক্তিতে রেকর্ড গড়ে ফেলেছেন পন্থ। তারপরই রয়েছেন দিল্লি ক্যাপিটালস-এর অন্য এক নেতা শ্রেয়স আইয়ার (২৬.৭৫ কোটি)। নিজেদের প্রাক্তন দুই নেতার জন্য দিল্লি ক্যাপিটালস নিলামে লড়লেও জিন্দাল জানিয়েছেন, বাজেট ছাড়িয়ে গিয়েছিল দুজনের দর।
আরও পড়ুন: ধোনির CSK-কে জেতাতে নামত চেন্নাইয়ের আম্পায়ার, নিলামেও হত ফিক্সিং! IPL নিলাম শেষেই পরমাণু বোমা মোদির
নেতৃত্ব এবং অর্থের কারণেই কি পন্থের দিল্লি-ত্যাগ? জিন্দাল ইএসপিএন ক্রিকইনফোকে জানিয়েছেন, "ফ্র্যাঞ্চাইজি কীভাবে পরিচালনা করা হবে সেই নিয়ে পন্থের সঙ্গে আমাদের ভাবনাচিন্তা, দর্শন আলাদা হয়ে গিয়েছিল। এই কারণেই ওঁর প্রস্থান। এর সঙ্গে আর্থিক কোনও সম্পর্ক নেই। টাকা নিয়ে আসলে ঋষভের কোনও সমস্যাই ছিল না। মনে হয় আমাদের তিনজনের (জিন্দাল, কিরণ গান্ধী এবং ঋষভ পন্থ) ওয়েভলেন্থ একই জায়গায় ছিল না। শেষে ও সিদ্ধান্ত নিয়ে ফেলে। আমরা সবপ্রকার চেষ্টা করেছিলাম। কিন্তু ও ততক্ষণে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলে।"
সুনীল গাভাসকার পন্থের দিল্লি-ত্যাগ নিয়ে অনুমান করেন, আর্থিক সমস্যাই হয়ত মূল কারণ। তবে পন্থ টুইটারে লিখে দেন, "আমার রিটেনশনের ক্ষেত্রে অর্থ কোনও ব্যাপার ছিল না।। এটুকু নিশ্চিত করে বলতে পারি।"
জাতীয় দলের নেতৃত্ব প্রদানের ইচ্ছা
পন্থের দিল্লি ক্যাপিটালস-এর সহ মালিক আরও বলেছেন, নিলামে পন্থকে হারানো বড় ধাক্কা। "ওঁকে আমি নিজের ভাইয়ের মতই ভালোবাসি। একদম শেষ দিনে ও সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। আমরা সর্বোতভাবে চেষ্টা করেছিলাম। তবে ও ততক্ষণে সিদ্ধান্ত নিয়ে ফেলে। সেই সিদ্ধান্তকে আমাদের সম্মান জানাতেই হত।"
জিন্দাল আরও জানিয়েছেন, পন্থের নেতৃত্ব প্রদান নিয়ে ফ্র্যাঞ্চাইজি পরামর্শ দিয়েছিল। তবে সেটা মোটেও পন্থের দিল্লি ছাড়ার কারণ নয়। "আমরা ওঁর নেতৃত্ব নিয়ে ফিডব্যাক দিই। কীভাবে ও নেতা হিসেবে উন্নতি করতে পারে, সেই বিষয়েই ছিল আমাদের পরামর্শ। ওঁর উচ্চাকাঙ্খা, গন্তব্য নিয়ে আমাদের স্পষ্ট ধারণা ছিল। ও আমাদের স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছিল ও জাতীয় দলের নেতা হতে চায়। সেটার শুরুয়াত হবে আইপিএল দলের নেতৃত্ব প্রদানের মাধ্যমে।"
২০২২-এ দুর্ঘটনার আগে পর্যন্ত পন্থ জাতীয় দলের সমস্ত ফরম্যাটের সহ অধিনায়ক হওয়ার জন্য অলিখিত ফেভারিট ছিলেন। দিল্লির তারকা কিপার ব্যাটার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজে নেতৃত্বও দেন। যা শেষমেশ ২-২'এ ড্র হয়েছিল।