Advertisment

KKR likely playing XI after IPL 2025 Auction: সল্ট-নারিন জুটি অতীত! KKR-এ এবার বদলাচ্ছে ওপেনিং, নিলামের পরেই নাইটদের এগারোয় বিরাট চমক

KKR Predicted XI, IPL 2025 Auction: নিলামের পর কেমন হচ্ছে কেকেআরের একাদশ, দেখে নিন। এবারে দলের একাদশ কেমন হবে, তা নিয়ে এখন থেকেই ভাবছেন নাইট-ভক্তরা।

author-image
IE Bangla Sports Desk
New Update
KKR, কেকেআর

KKR: কেকেআরের সম্ভাব্য একাদশ। (ছবি- টুইটার)

KKR IPL 2025 Auction: নিলামে বিস্তর বদলেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। চতুর্থ আইপিএল শিরোপা লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে দল। আইপিএল ইতিহাসে সবচেয়ে ভালো দল হিসেবে আসন্ন আইপিএলে নিজেদের  প্রতিষ্ঠিত করতে চান কেকেআর কর্তারা। ২০২৪ সালে তাদের দুর্দান্ত তৃতীয় চ্যাম্পিয়নশিপ জয়ের পর এবারের নিলামে দলে কিছু পরিবর্তন আনা হয়েছে। গতবার শ্রেয়স আইয়ারের নেতৃত্বে সানরাইজার্স হায়দ্রাবাদকে আট উইকেটে হারিয়েছিল কেকেআর। 

Advertisment

এবার কেকেআর শ্রেয়সকে ছেড়ে দিলেও অন্য আইয়ার, ভেঙ্কটেশকে নিলামের প্রথম দিনই রেকর্ডভাঙা ২৩.৭৫ কোটি টাকায় ফিরিয়ে এনেছে। আক্রমনাত্মক ওপেনার তথা উইকেটরক্ষক কুইন্টন ডি কককে ৩.৬ কোটি টাকায় নিয়ে তারা নিজেদের ব্যাটিং লাইনআপকেও শক্তিশালী করেছে। মিচেল স্টার্ককে ছেড়ে দিয়ে, কেকেআর পেস আক্রমণে এনেছে বাঁ-হাতি স্পেন্সার জনসনকে। সঙ্গে থাকছে হর্ষিত রানা ও বৈভব অরোরা। 

আইপিএল ২০২৫ নিলামের আগে, কেকেআর কৌশলগতভাবে ছ'জন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছিল। তাঁরা হলেন: হর্ষিত রানা (৪ কোটি টাকা), রমনদীপ সিং (৪ কোটি টাকা), রিংকু সিং (১৩ কোটি টাকা), বরুণ চক্রবর্তী (১২ কোটি টাকা), সুনীল নারিন (১২ কোটি টাকা) ও আন্দ্রে রাসেল (১২ কোটি টাকা)।

আইপিএল ২০২৫-এ কেকেআরের সম্ভাব্য একাদশ: কুইন্টন ডি কক, সুনীল নারিন, আংকৃশ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল, রিংকু সিং, স্পেন্সার জনসন, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা।

আরও পড়ুন- নায়িকার খোলা পিঠ-ই পছন্দের! এই সুন্দরীই কি সিরাজের প্রেয়সী! ঝড় উঠল এক ছবিতেই

আইপিএল ২০২৫-এ কেকেআরের স্কোয়াড: 
রিংকু সিং, কুইন্টন ডি কক, রাহমানুল্লাহ গুরবাজ, আংকৃশ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল, অ্যানরিচ নর্টজে, হর্ষিত রানা, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা, মায়াঙ্ক মারখণ্ডে, রোভম্যান পাওয়েল, মণীশ পাণ্ডে, স্পেন্সার জনসন, লভনীত সিসোদিয়া, অজিঙ্কা রাহানে, অনুকূল রায়, মইন আলি, ঊমরান মালিক।

এবার কেকেআরের মেন্টর বদলে যাচ্ছে। সাপোর্টিং স্টাফদের কয়েকজনও বদলে যাচ্ছে। যার ফলে, কেকেআর অনেকটাই নতুন দল হিসেবে খেলবে। এই ভাঙাচোরা দল আসন্ন আইপিএলে কেমন খেলে, সেদিকে সবারই নজর থাকবে। এমনিতে কোনও দল আইপিএল জেতার পরের বছরই আইপিএল জয়ী হয়েছে, তেমন নজির নেই। সেক্ষেত্রে কেকেআরের ফল কেমন হয়, সেদিকে বিশেষ নজর থাকবে কলকাতা নাইট রাইডার্সের ভক্তদের ।

KKR Kolkata Knight Riders IPL auction ipl auction Rinku Singh Mega Auction Venkatesh Iyer
Advertisment