Mohammed Siraj dating rumour with Mahira Sharma: ক্রিকেটার মহম্মদ সিরাজ ও অভিনেত্রী মাহিরা শর্মার ডেটিংয়ের গুজবে সরব নেটপাড়া। মাহিরা শর্মা, এর আগে পরস ছাবরাকে ডেট করেছিলেন। বিগ বস ১৩-এ তাঁর উপস্থিতি রীতিমতো নজর কেড়েছে। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেটার মহম্মদ সিরাজও তাঁর পেশাগত ও ব্যক্তিগত জীবনের জন্য আলোচনার কেন্দ্রে রয়েছেন। তারকা পেসার ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকার টেস্ট সিরিজ খেলছেন। আইপিএল ২০২৫ নিলামে গুজরাট টাইটানস তাঁকে ১২.২৫ কোটি টাকায় কিনেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাঁকে ধরে না রাখার সিদ্ধান্ত নেওয়ার পরে গুজরাট সিরাজকে নেওয়ার সিদ্ধান্ত নেয়।
তবে, শুধু ক্রিকেটের জন্যই না। সিরাজ অন্য কারণেও আপাতত আলোচনার কেন্দ্রে। তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও নেটদুনিয়ায় জল্পনা তৈরি হয়েছে। এবার তাঁর সঙ্গে টেলিভিশন খ্যাত অভিনেত্রী ও বিগ বস খ্যাত মাহিরা শর্মার সম্পর্ক নিয়ে গুজব ছড়িয়েছে। অবশ্য, ২০২১ সালেই সিরাজের বাগদান হয়ে গিয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাঁর সাম্প্রতিক কার্যকলাপ সিরাজকে নিয়ে জল্পনাকে বাড়িয়ে তুলেছে। সিরাজের ভক্তরা ক্রিকেটার মাহিরা শর্মার ইনস্টাগ্রাম পোস্টকেও এক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। এই পোস্ট, দু'জনের মধ্যে ডেটিংয়ের গুজবকে আরও উসকে দিয়েছে।
যদিও, সিরাজ-মাহিরাকে কখনও একসঙ্গে দেখা যায়নি। তারপরও কিছু অনুরাগী দু'জনের সম্পর্ক নিয়ে বেশ উৎসাহী। দু'জনের মধ্যে বন্ধুত্বের সম্ভাবনা নিয়ে তাঁদের এই উৎসাহ। তবে, ভক্তদের একাংশের মতে, এটা স্রেফ একটা পছন্দের ব্যাপার। তার বেশি কিছু না। মাহিরা শর্মার সঙ্গে তাঁর প্রাক্তন বয়ফ্রেন্ড পারস ছাবরার সম্পর্কটা বিগ বস ১৩ রিয়ালিটি শোতে শুরু হয়েছিল। কিন্তু, সেই সম্পর্ক ২০২৩ সালে শেষ হয়ে যায়। এমনকী, মাহিরা পারসকে ইনস্টাগ্রামে আনফলোও করে দেন।
সিরাজ ২০২১ সালেই তাঁর বাগদানের কথা জানিয়েছেন। ২০২০ সালের নভেম্বরে সিরাজের বাবা মহম্মদ ঘাউস মারা যান। তারপর থেকেই তিনি কঠিন দিন যাপন করছিলেন। এই কঠিন সময়ে পাশে থাকার জন্য সিরাজ তাঁর মা এবং বাগদত্তাকে বিশেষ কৃতিত্ব দিয়েছেন। তাঁর দাবি, মা ও বাগদত্তাই তাঁকে ব্যক্তিগত জীবনে ওই কঠিন সময়ে ক্রিকেটে মনোযোগী থাকতে সাহায্য করেছেন।
আরও পড়ুন- ২৭ কোটি নয়, পন্থের IPL বেতন কমে দাঁড়াল ১৮ কোটিতে! কার পকেটে গেল নিলামের বিশাল টাকা
এবার সিরাজ আর মাহিরার কেউই অবশ্য তাঁদেরকে নিয়ে গুজবের ব্যাপারে মন্তব্যে রাজি হননি। অথচ, ইন্টারনেট দুনিয়ার একাংশ তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জনে ব্যস্ত। আপাতত, ভক্তরা অধীর আগ্রহে সিরাজকে গুজরাট টাইটানসের হয়ে খেলতে দেখার অপেক্ষায়। তার মধ্যেই এই ক্রিকেটারের ব্যক্তিগত জীবন সংবাদ শিরোনামে উঠে এসেছে, এটাই সবচেয়ে বড় কথা।