Advertisment

KL Rahul in IPL 2025: বারবার চ্যাম্পিয়ন IPL ফ্র্যাঞ্চাইজির সঙ্গে গোপন বোঝাপড়া! KL রাহুলের বড় তথ্য ফাঁস

IPL 2025 auction: কেএল রাহুলের ভবিষ্যৎ ফ্র্যাঞ্চাইজির নাম ঠিক হয়ে গেল নিলামের আগেই। এবার স্বাধীনভাবে খেলতে নতুন দলে এলএসজির প্রাক্তন অধিনায়ক।

author-image
IE Bangla Sports Desk
New Update
KL Rahul, IPL Trophy, কেএল রাহুল, আইপিএল ট্রফি,

KL Rahul-IPL Trophy: রাহুলকে রিটেনশনে রাখেনি লখনউ। (ছবি- আইপিএল)

IPL 2025: টিম ইন্ডিয়ার তারকা উইকেটরক্ষক-ব্যাটার কেএল রাহুল আইপিএল ২০২৫-এ মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিতে পারেন। এমনটাই দাবি করা হয়েছে এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে। সেখানে দাবি করা হয়েছে যে, মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল নিলাম ২০২৫-এ কেএল রাহুলের জন্য দর হাঁকতে পারে। কারণ, তারা উইকেটকিপার খুঁজছে। কেএল রাহুলকে লখনউ সুপার জায়ান্ট আইপিএল ২০২৫ মরশুমে ধরে রাখেনি। তার মানে হল যে তিনি সেই সব মার্কি খেলোয়াড়দের একজন, যাঁদের আসন্ন নিলামে বড় দামে কেনা হবে। 

Advertisment

তারই মধ্যে সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকাশ যে, কেএল রাহুল আইপিএলের আসন্ন মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিতে পারেন। পাঁচবারের চ্যাম্পিয়নরা একজন অভিজ্ঞ উইকেটকিপার খুঁজছে। তাদের এমন খেলোয়াড় চাই যে টপ অর্ডারেও ব্যাট করতে পারে। রাহুল মুম্বইয়ের সেই প্রত্যাশা পূরণ করতে পারেন।

ব্যাটিং অর্ডারে রাহুল যে কোনও পজিশনে ব্যাট করতে পারেন। সেই কারণেই তিনি মুম্বই ইন্ডিয়ান্সের পছন্দসই খেলোয়াড় হতে পারেন। আইপিএলে বেশিরভাগ সময় ওপেন করলেও রাহুল মিডল অর্ডারেও ভালো ব্যাট করেন। ২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (বর্তমানে বেঙ্গালুরু) দলের হয়ে তিনি আইপিএল খেলা শুরু করেন। সেই সময় মিডল অর্ডারে ব্যাট করতেন। পারফরম্যান্স বেশ ভালো ছিল। ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত তিনি আরসিবি (RCB)-র হয়ে খেলেছেন।

আইপিএল ২০১৬-য় তিনি ১৪ ম্যাচে ৪৪.১১ গড়ে এবং ১৪৬.৪৯ স্ট্রাইক রেটে ৩৯৭ রান করেছিলেন। রাহুল ওই মরসুমে মিডল অর্ডারে ব্যাট করেছেন, বেশিরভাগই ৪ নম্বরে। কারণ ক্রিস গেইল, বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্সের মত আরসিবির সেরা ব্যাটাররা প্রথম দিকে নামতেন। আইপিএলে রাহুল এখন পর্যন্ত ১৩২টি ম্যাচ খেলেছেন। গড় ৪৫.৪৭, স্ট্রাইক রেট ১৩৪.৬১, মোট রান ৪,৬৮৩। তিনি আইপিএল কেরিয়ারে ৪টি শতরান করেছেন। ৩৭টি হাফ সেঞ্চুরিও করেছেন। এখনও পর্যন্ত চারটি আইপিএল দলের হয়ে খেলেছেন- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সানরাইজার্স হায়দরাবাদ, কিংস ইলেভেন পঞ্জাব ও লখনউ সুপার জায়ান্টস।

আরও পড়ুন- স্বাধীনতা চেয়েছিলাম! সঞ্জীব গোয়েঙ্কাকে তোপ দেগে এবার ঝড় তুললেন কেএল রাহুল

আইপিএল ২০২৫-এ রাহুল ছাড়াও ঋষভ পন্থ, ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ার, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, আরশদীপ সিং, প্রসিধ কৃষ্ণর মত ভারতীয় খেলোয়াড়দের দাম বেশ উঠবে বলেই মত বিশেষজ্ঞদের। মুম্বই ইন্ডিয়ান্স এবার ঈশান কিষাণকে দলে রাখেনি। তাঁর জায়গাতেই রাহুলকে নেওয়ার কথা ভাবছে বলে জানা গিয়েছে। কিষাণের খারাপ ফর্মের জন্যই তাঁকে ছেড়ে দিয়েছে মুম্বই। ২০২২-এর মেগা নিলামে ১৫.২৫ কোটি টাকায় মুম্বইয়ে চুক্তিবদ্ধ হয়েছিল কিষাণ। আইপিএল ২০২২ এবং ২০২৩-এ ৩০০-র বেশি রান করেছে। কিন্তু, আইপিএল ২০২৪-এ কিষাণ একের পর এক ম্যাচে ব্যর্থ হয়েছে। সেই কারণেই এবার তাঁকে ধরে রাখল না মুম্বই।

Mumbai Indians IPL KL Rahul Team India
Advertisment