Advertisment

KL Rahul on LSG Exit: গোয়েঙ্কার জন্যই কি লখনৌ ছাড়লেন, স্পষ্ট জবাবে বিতর্কের সুনামি এবার KL রাহুলের

IPL 2025: আইপিএল নিলামের আগেই বিতর্কের দাবানল এবার রাহুলের, নিশানায় সঞ্জীব গোয়েঙ্কা। সব ফাঁস করে দিলেন লখনউ সুপার জায়ান্টের প্রাক্তন দলনেতা।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
KL Rahul, Sanjiv Goenka, কেএল রাহুল, সঞ্জীব গোয়েঙ্কা,

KL Rahul-Sanjiv Goenka: কেএল রাহুল ও সঞ্জীব গোয়েঙ্কা। (ছবি সৌজন্য- আইপিএলের স্পোর্টজপিক)

KL Rahul on LSG Exit: আইপিএলে লখনউ সুপার জায়ান্ট থেকে তাঁর সরে যাওয়া নিয়ে এবার মুখ খুললেন সদ্যপ্রাক্তন দলনেতা কেএল রাহুল। কেন তিনি লখনউ ছাড়লেন, সেই ব্যাপারে এক সাক্ষাৎকারে তিনি নিজের মনের কথা জানিয়েছেন। রাহুল বলেছেন, 'আমি স্বাধীনতা চেয়েছিলাম।' আর, সেই কারণেই তিনি এলএসজি ছেড়েছেন বলেও জানিয়েছেন এই ক্রিকেটার।

Advertisment

রাহুলের এলএসজি ত্যাগ ক্রিকেট দুনিয়ায় সমালোচনার ঝড় তুলেছে। গত আইপিএল থেকেই শোনা যাচ্ছিল রাহুল এলএসজি ছাড়তে পারেন। ২০২৪ আইপিএল চলাকালীন সানরাইজার্স হায়দরাবাদের কাছে এলএসজির পরাজয়ের পর সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে রাহুলের একটি ছবি ভাইরাল হয়। যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সঞ্জীব গোয়েঙ্কা রাহুলকে বকাবকি করছেন। আর, রাহুল তা মনমরা কর্মীর মত বাধ্য হয়ে সব শুনছেন। সেই ছবিটা সমালোচনার ঝড় তুলেছিল ক্রিকেট দুনিয়ায়। 

তারপরও সঞ্জীব গোয়েঙ্কা যখন বারবার রাহুলকে তাঁদের ঘরের ছেলে বলে দাবি করে যাচ্ছিলেন, সেই সময় রাহুলের অবস্থান নিয়ে ধন্দ তৈরি হয়েছিল। কিন্তু, শেষ পর্যন্ত এলএসজি তাঁকে রিটেনশনে না রাখায় এলএসজির সঙ্গে রাহুলের দূরত্বটা স্পষ্ট হয়ে যায়। প্রশ্ন ওঠে, দল তাঁকে মুক্তি দিল? নাকি তিনি নিজেই এলএসজি ছাড়লেন? এই প্রসঙ্গে সাক্ষাৎকারে রাহুল জানিয়েছেন, তিনি অন্য কোনও ফ্র্যাঞ্চাইজি খুঁজছিলেন। 

এই ব্যাপারে রাহুল ওই সাক্ষাৎকারে বলেছেন, 'আমি নতুন করে শুরু করতে চাই। আমি আমার অপশনগুলো দেখতে চাই। এমন জায়গায় গিয়ে খেলতে চাই, যেখানে আমি স্বাধীনতা পাব। দলের পরিবেশটা একটু আরামদায়ক হবে। কিছু সময় অন্যত্র গিয়ে ভালো কিছুর চেষ্টা করতে হয়। আমি কিছুদিন ধরেই টি২০ দলেরও বাইরে।'

দু'বছর ভারতীয় টি২০ দলের বাইরে থাকার পর রাহুল চাইছেন আসন্ন আইপিএলে ভালো পারফর্ম করে টি২০ জাতীয় দলে ফিরতে। তিনি আশাবাদী, যে সেটা পারবেন। এই ব্যাপারে রাহুল বলেন, 'আমি জানি যে আমি এখন কোথায় আছি। আর জাতীয় দলে ফিরতে হলে আমাকে কী করতে হবে। আমি আইপিএল মরশুমের দিকে তাকিয়ে আছি। সেটাই আমাকে জাতীয় দলে ফিরতে সাহায্য করতে পারে। নিশ্চিতভাবে জাতীয় টি২০ দলে ফেরাটাই আমার লক্ষ্য।'

আরও পড়ুন- 'কাঁটা লাগা' নায়িকার সঙ্গে অশ্লীল জড়াজড়ি পৃথ্বীর! জন্মদিনের ড্যান্স পার্টিতে আগুনে বিতর্কে সুপারস্টার

রাহুল তিন বছর এলএসজির অধিনায়ক ছিলেন। এবার তিনি ফের নিলামে উঠছেন। ২৪ আর ২৫ নভেম্বর জেড্ডায় বসছে ২০২৫ আইপিএল নিলামের আসর। সেখানে রাহুল কোন দলে যান, সেদিকে নজর থাকছে ক্রিকেটপ্রেমীদের।

IPL KL Rahul LSG Sanjiv Goenka
Advertisment