KL Rahul on LSG Exit: আইপিএলে লখনউ সুপার জায়ান্ট থেকে তাঁর সরে যাওয়া নিয়ে এবার মুখ খুললেন সদ্যপ্রাক্তন দলনেতা কেএল রাহুল। কেন তিনি লখনউ ছাড়লেন, সেই ব্যাপারে এক সাক্ষাৎকারে তিনি নিজের মনের কথা জানিয়েছেন। রাহুল বলেছেন, 'আমি স্বাধীনতা চেয়েছিলাম।' আর, সেই কারণেই তিনি এলএসজি ছেড়েছেন বলেও জানিয়েছেন এই ক্রিকেটার।
রাহুলের এলএসজি ত্যাগ ক্রিকেট দুনিয়ায় সমালোচনার ঝড় তুলেছে। গত আইপিএল থেকেই শোনা যাচ্ছিল রাহুল এলএসজি ছাড়তে পারেন। ২০২৪ আইপিএল চলাকালীন সানরাইজার্স হায়দরাবাদের কাছে এলএসজির পরাজয়ের পর সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে রাহুলের একটি ছবি ভাইরাল হয়। যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সঞ্জীব গোয়েঙ্কা রাহুলকে বকাবকি করছেন। আর, রাহুল তা মনমরা কর্মীর মত বাধ্য হয়ে সব শুনছেন। সেই ছবিটা সমালোচনার ঝড় তুলেছিল ক্রিকেট দুনিয়ায়।
তারপরও সঞ্জীব গোয়েঙ্কা যখন বারবার রাহুলকে তাঁদের ঘরের ছেলে বলে দাবি করে যাচ্ছিলেন, সেই সময় রাহুলের অবস্থান নিয়ে ধন্দ তৈরি হয়েছিল। কিন্তু, শেষ পর্যন্ত এলএসজি তাঁকে রিটেনশনে না রাখায় এলএসজির সঙ্গে রাহুলের দূরত্বটা স্পষ্ট হয়ে যায়। প্রশ্ন ওঠে, দল তাঁকে মুক্তি দিল? নাকি তিনি নিজেই এলএসজি ছাড়লেন? এই প্রসঙ্গে সাক্ষাৎকারে রাহুল জানিয়েছেন, তিনি অন্য কোনও ফ্র্যাঞ্চাইজি খুঁজছিলেন।
এই ব্যাপারে রাহুল ওই সাক্ষাৎকারে বলেছেন, 'আমি নতুন করে শুরু করতে চাই। আমি আমার অপশনগুলো দেখতে চাই। এমন জায়গায় গিয়ে খেলতে চাই, যেখানে আমি স্বাধীনতা পাব। দলের পরিবেশটা একটু আরামদায়ক হবে। কিছু সময় অন্যত্র গিয়ে ভালো কিছুর চেষ্টা করতে হয়। আমি কিছুদিন ধরেই টি২০ দলেরও বাইরে।'
KL RAHUL WANTS TO RETURN INTO INDIAN T20I TEAM 🔥
— Johns. (@CricCrazyJohns) November 11, 2024
- The mission is on for IPL 2025....!!!!
Don’t miss this exclusive chat on November 12th, 10 PM, only on Star Sports! #IPLAuctionOnStar pic.twitter.com/EKAtV3F4R8
Listen to former LSG skipper @klrahul talk about his journey at Lucknow, his captaincy and much more only on #KLRahulUnpluggedOnStar! 🗣️
— Star Sports (@StarSportsIndia) November 11, 2024
Catch the FULL EPISODE 👉🏻 TUE 12 NOV, 10 PM (post the PKL match) on the Star Sports Network and the Star Sports YouTube channel! pic.twitter.com/Gki8SsZjjC
দু'বছর ভারতীয় টি২০ দলের বাইরে থাকার পর রাহুল চাইছেন আসন্ন আইপিএলে ভালো পারফর্ম করে টি২০ জাতীয় দলে ফিরতে। তিনি আশাবাদী, যে সেটা পারবেন। এই ব্যাপারে রাহুল বলেন, 'আমি জানি যে আমি এখন কোথায় আছি। আর জাতীয় দলে ফিরতে হলে আমাকে কী করতে হবে। আমি আইপিএল মরশুমের দিকে তাকিয়ে আছি। সেটাই আমাকে জাতীয় দলে ফিরতে সাহায্য করতে পারে। নিশ্চিতভাবে জাতীয় টি২০ দলে ফেরাটাই আমার লক্ষ্য।'
রাহুল তিন বছর এলএসজির অধিনায়ক ছিলেন। এবার তিনি ফের নিলামে উঠছেন। ২৪ আর ২৫ নভেম্বর জেড্ডায় বসছে ২০২৫ আইপিএল নিলামের আসর। সেখানে রাহুল কোন দলে যান, সেদিকে নজর থাকছে ক্রিকেটপ্রেমীদের।