KL Rahul IPL Auction 2025: আইপিএল নিলাম ২০২৫-এ কেএল রাহুল দিল্লি ক্যাপিটালসের কাছে ১৪ কোটি টাকায় বিক্রি হলেন। রবিবার আইপিএল মেগা নিলামে রাহুলকে ওই টাকায় কিনল ডিসি। লখনউ সুপার জায়ান্টসের প্রাক্তন অধিনায়ক রাহুলকে বেশ কয়েকটি দলই নিলামে চাইছিল।
তার মধ্যে শেষ হাসি হাসল দিল্লি ক্যাপিটালস। কলকাতা নাইট রাইডার্সও রাহুলের জন্য ২ কোটি টাকা বেস প্রাইস অফার করেছিল। ঝাঁপিয়ে পড়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও। তারা রাহুলের জন্য অফার দিয়েছিল ১০.৭৫ কোটি টাকা। বত্রিশ বছর বয়সী রাহুল বর্তমানে পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলছেন।
রবিবারই তিনি অস্ট্রেলিয়ায় ৭৭ রান করে আউট হয়েছেন। নিলামে রাহুলকে চাইছিল চেন্নাই সুপার কিংসও। যদিও এই টানাটানি হলেও গত মরশুমে রাহুলের আইপিএলে পারফরম্যান্স ঠিকঠাক ছিল না। তবে টুর্নামেন্টে রাহুল অতীতে বেশ ভালোই খেলেছেন। সেই কারণেই তাঁর প্রতি ফ্র্যাঞ্চাইজিগুলোর এত উৎসাহ বলেই মনে করছেন দর্শকরা।
ওপেনার হিসেবে ১৩৪.৬১ স্ট্রাইক রেটে রাহুল আইপিএল টুর্নামেন্টে মোট ৪,৬৮৩ রান তুলেছেন। তাঁর নামে ৪টি সেঞ্চুরিও আছে। ২০২০ সালে এক ম্যাচে তাঁর সর্বোচ্চ রান ছিল অপরাজিত ১৩২। সেই মরশুমে তিনি অরেঞ্জ কাপও জিতেছিলেন। যদিও আপাতত রাহুল জাতীয় টি২০ দলে নেই।
আরও পড়ুন: নিলামে ৬ দলের টানাটানি অর্শদীপকে! কোটি কোটি টাকায় সেরার সেরা স্পিডস্টার নাম লেখালেন এই দলেই
তবে, আন্তর্জাতিক টুর্নামেন্টে তাঁর নামে ২,২৬৫ রান রয়েছে। আন্তর্জাতিক টুর্নামেন্টে তাঁর স্ট্রাইক রেট ১৩৯.১২। তাঁর নামে দুটি সেঞ্চুরিও আছে। দীর্ঘদিন ধরেই টি২০ ফরম্যাটে ভালো খেলতে না পারায় রাহুল সমালোচনার মুখে পড়েছেন। তার মধ্যেই রবিবার অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়েছেন রাহুল।
যশস্বী জয়সওয়ালের সঙ্গে মিলে তিনি ওপেনিং জুটিতে ২০০-র বেশি রান তুলেছেন। যা অস্ট্রেলিয়ার মাটিতে কোনও ভারতীয় ওপেনিং জুটি টেস্ট ক্রিকেটে প্রথমবার করল। লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক হিসেবে তিনি মোটেও স্বাধীনতা পেতেন না বলে, সম্প্রতি রাহুল অভিযোগ করেছেন।
গত আইপিএলে তাঁর সঙ্গে ম্যাচ শেষের পর লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা প্রকাশ্যেই রীতিমতো অভদ্র আচরণ করেছিলেন। সেটা সকলেরই দৃষ্টিকটূ মনে হয়েছিল। তারপর গোয়েঙ্কা বিষয়টিকে স্বাভাবিক করার চেষ্টা কলেও তা হয়নি। শেষ পর্যন্ত এবারের নিলামের আগে রাহুলকে রিটেনশনে রাখেনি লখনউ সুপার জায়ান্টসও।
যা নিয়ে শুরু হয়েছিল তীব্র জল্পনা। শেষ পর্যন্ত রাহুল নতুন দল পেয়ে যাওয়ায় সকলের মুখে স্বস্তির হাসি ফিরল। দিল্লির অধিনায়ক ঋষভ পন্থও দল বদলেছেন। এই পরিস্থিতিতে দিল্লিরও একজন অধিনায়কের দরকার ছিল। রাহুল সেই অভাব পূরণ করতে পারবেন বলেই মনে করছেন তাঁর অনুরাগীরা।