Advertisment

Sourav Ganguly on Sachin Tendulkar incident: শোয়েবের বলে পাঁজর ভেঙে গিয়েছিল, টুঁ শব্দ করেনি শচীন! ভয়ঙ্কর কাণ্ডের স্মৃতি রোমন্থন সৌরভের

Sourav Ganguly on Sachin Tendulkar incident involving Shoaib Akhtar: শচীনের পাঁজর ভেঙে দিয়েছিলেন শোয়েব, বড় তথ্য ফাঁস সৌরভের, কিংবদন্তি তুলে ধরলেন বিরাট তথ্য

author-image
IE Bangla Sports Desk
New Update
Sourav Ganguly, Sachin Tendulkar, সৌরভ গঙ্গোপাধ্যায়, শচীন তেন্ডুলকার

Sourav Ganguly-Sachin Tendulkar: শচীনের প্রশংসায় মুখর সৌরভ। (ছবি- এএনআই)

Sourav Ganguly on Sachin Tendulkar incident involving Shoaib Akhtar: পাঁজর ভেঙে গিয়েছিল। তারপরও ব্যাটিং চালিয়ে গিয়েছিলেন শচীন তেন্ডুলকার। শোয়েব আখতারের বিরুদ্ধে খেলার সময় শচীনের এই দৃঢ় মানসিকতা আজও ভোলেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। আর, সেই তথ্যই তিনি এবার সকলের সামনে তুলে ধরলেন। শচীনের সঙ্গে বহু ম্যাচ খেলেছেন সৌরভ। দু'জনেই ওপেনার হিসেবে খেলেছেন। দুই ক্রিকেটারই ভারতকে বহু ম্যাচ জিতিয়েছেন। ২০০৩ সালে সৌরভের নেতৃত্বে টিম ইন্ডিয়া বিশ্বকাপ ফাইনালে খেলেছিল। সেই ম্যাচে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল। ঠিক যেমন, গত বছর একদিনের বিশ্বকাপ ফাইনালে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে     হেরে গিয়েছিল, ঠিক তেমনই।

Advertisment

শচীন ও সৌরভের মধ্যে বন্ধুত্ব বহুদিনের। দু'জনেই ভারতীয় ক্রিকেটের স্তম্ভ। খেলার মাঠের পাশাপাশি মাঠের বাইরেও তাঁদের বন্ধুত্বের কথা সকলেই জানেন। দু'জনের এই বন্ধুত্বের ছাপ তাঁদের খেলাতেও পড়েছিল। দু'জনের ব্যক্তিত্বের ধাঁচ আলাদা হলেও তাঁরা একে অপরের প্রতি বরাবর সম্মান দেখিয়েছেন। অধিনায়ক থাকাকালীন সৌরভ বারবার শচীনের সঙ্গে আলোচনা করেই দল চালাতেন। শচীনকে তিনি বরাবরই সেরা খেলোয়াড়ের সম্মান দিয়েছেন। 

শুধু তাই নয়, সৌরভ বরাবর শচীনকে নীতিগত সমর্থন করেছেন। শচীনের গভীর চিন্তাশক্তির তিনি বরাবরই প্রশংসা করেছেন। আর, শচীনকে ভারতীয় দলের 'থিংক ট্যাংক' বলে দাবি করে এসেছেন। শচীন, সৌরভের সঙ্গে পাকিস্তানি পেসার শোয়েব আখতারের ময়দানি লড়াই ক্রিকেট দুনিয়ার চর্চিত বিষয়। শচীন ডানহাতি ব্যাটার। আর, সৌরভ বামহাতি ব্যাটার। দু'জনে নিজেদের মত করে বহুবার শোয়েব আখতারকে ২২ গজে সামলেছেন।

শচীন আর সৌরভ একসঙ্গে খেলতে নামলে শোয়েবের আক্রমণকে কৌশলে ভোঁতা করে দিতেন। আর, ভারতের রান ক্রমশ বাড়িয়ে নিয়ে যেতেন। বাম আর ডানের কম্বিনেশন থাকায় শোয়েবও সমস্যায় পড়তেন। আর, সেই কারণেই অন্য ব্যাটারদের সামনে যেভাবে তিনি বারবার ত্রাস হয়ে উঠেছেন, শচীন-সৌরভের সামনে শোয়েব সেভাবে পিচে আগুন জ্বালাতে পারেননি। সেই সৌরভের একটি ইনস্টাগ্রাম ভিডিও সামনে এসেছে। যা ভাইরাল হয়েছে। 

সেখানে সৌরভকে উপস্থাপক প্রশ্ন করেছিলেন, তিনি খেলোয়াড়দের মধ্যে কাকে সবচেয়ে বেশি পছন্দ করেন? জবাবে সৌরভ গঙ্গোপাধ্যায় শচীনের নাম বলেছেন। এই প্রসঙ্গে সৌরভ বলেছেন, 'শচীন, ও সবার চেয়ে আলাদা। আমি ওঁকে খুব কাছ থেকে দেখেছি। আমি ওঁকে শোয়েব আখতারের বলে চোট পেতে দেখেছি। কিন্তু, তারপরও ও যন্ত্রণায় ছটফট করেনি। রান করে গিয়েছে। পরের দিক দেখা যায়, শচীরের পাঁজরের দুটো জায়গায় ফ্র্যাকচার হয়ে গিয়েছে।'

আরও পড়ুন- সিরাজ লেজেন্ড বোলার, চুমু খেয়ে বললেন কোচ মর্কেল! অস্ট্রেলিয়ায় হুলুস্থুল কাণ্ডে হৈচৈ

এর পাশাপাশি সৌরভ বলেছেন, 'আমি শব্দটা পেয়েছিলাম। তারপর আমি ওঁর কাছে যাই। গিয়ে বলি, তুমি ঠিক আছ? ও বলেছিল, হ্যাঁ ঠিক আছি। পরের দিক দেখা যায় যে ওঁর দুটো ফ্র্যাকচার হয়েছে। ও তারপরও ভারতের হয়ে রান করেছিল। এটাই ওঁর বিশেষত্ব।' সৌরভ বহু ম্যাচে অধিনায়ক হিসেবে ভারতকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন। ২০০৩ বিশ্বকাপে সৌরভের নেতৃত্বে ভারত ফাইনালে উঠেছিল। আর, ওই বিশ্বকাপেই ৬৭৩ রান করে ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন শচীন।

Sourav Ganguly Cricket News Sachin Tendulkar Indian Cricket Team Shoaib Akhtar
Advertisment