IPL Player Auction 2025: সবকিছু ঠিকঠাক থাকলে এবার আইপিএলের নিলামের আগে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি পাঁচজন করে ক্রিকেটার রিটেন করতে পারবে। তবে আরটিএম (রাইট টু ম্যাচ) কার্ড ব্যবহার করার অপশন সম্ভবত থাকছে না নিলামে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানানো হচ্ছে এমনটাই।
এর অর্থ মুম্বই ইন্ডিয়ান্স তাঁদের কোর ক্রিকেটারদের পুল- রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদবদের ধরে রাখতে পারবে। কয়েকদিন আগেই বোর্ডের সদর দফতরে দশ ফ্র্যাঞ্চাইজিদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বোর্ড কর্তারা। সেখানে মূল আলোচ্য বিষয় ছিল প্লেয়ারদের রিটেনারশিপ।
প্রায় সমস্ত ফ্র্যাঞ্চাইজিই নূন্যতম ৫-৬ করে ক্রিকেটার ধরে রাখার পক্ষে সওয়াল করেছিল। যাতে ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়। জানা যাচ্ছে, সমস্ত ফ্র্যাঞ্চাইজিদের বক্তব্য খতিয়ে দেখার পর বোর্ড পাঁচজন করে ক্রিকেটার রিটেন করার পক্ষেই সবুজ সংকেত দেয়। যাতে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির ব্র্যান্ড ভ্যালু সুরক্ষিত থাকে।
জানা গিয়েছে, আইপিএলের সূচনা লগ্ন থেকে রয়েছে যে ফ্র্যাঞ্চাইজিরা, তারা চেয়েছিল প্রত্যেক চার-পাঁচ বছর অন্তর যেন মেগা নিলাম আয়োজন করা হয়। বড় তারকাদের যাতে নিলামের টেবিলে হারাতে না হয়, সেইজন্য তাঁরা মেগা নিলাম এক বছর পিছিয়ে দেওয়ার পক্ষে সওয়াল করেছিল।
আরও পড়ুন: রিঙ্কু-শ্রেয়সেই আস্থা, তবু নিলামের আগেই KKR-এ ছাঁটাই পরপর নাইট! ভাঙা হচ্ছে গোটা স্কোয়াড-ই
শেষবার মেগা দুই নিলাম হয়েছিল চার বছর অন্তরে- ২০১৮ এবং ২০২২-এ। কেকেআরের মালিক শাহরুখ খান-ও এবার মেগা নিলাম এক বছর পিছিয়ে যাওয়ার পক্ষেই সওয়াল করেছিলেন। কেকেআর ছাড়াও মেগা নিলাম স্থগিত করে দেওয়ার পক্ষে ছিল সিএসকে, হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস, গুজরাট টাইটান্স শিবির-ও।
২০২২ সালের নিলামে ফ্র্যাঞ্চাইজিদের চারজন করে ক্রিকেটার রিটেন করার অপশন ছিল। এর মধ্যে সর্বাধিক তিনজন দেশি এবং দুজন বিদেশি ক্রিকেটার রিটেন করার নিয়ম ছিল। তবে এবার কতজন বিদেশি ক্রিকেটার রিটেন করতে পারবে দশ ফ্র্যাঞ্চাইজি, তা নিশ্চিত করে বলা হয়নি। জানা যায়নি, রিটেনশন মূল্য হিসাবে কত টাকা স্যালারি ক্যাপ থাকছে ক্রিকেটারদের জন্য।
মুম্বই ইন্ডিয়ান্স আবার-ও আলোচনায়
পাঁচজন করে ক্রিকেটার রিটেন করার সবুজ সংকেত মিলতেই সকলের নজরে ফের একবার মুম্বই ইন্ডিয়ান্স। গত এক দশকে মুম্বই ফ্র্যাঞ্চাইজি নিজেদের কোর ক্রিকেটারদের ধরে রাখতে সমর্থ হয়েছিল। তবে গত সিজনে হার্দিকের নেতৃত্বে চরম হতাশাজনক পারফর্ম করায় মুম্বই এবার নিজেদের দল কীভাবে সাজায়, সেদিকে নজর থাকবে।
২০২২-এ মুম্বই যখন নিজেদের চার ক্রিকেটারকে রিটেন করেছিল, সেই সময়ে রোহিত শর্মা ছিলেন রিটেনশনের তালিকায় একনম্বরে (১৬ কোটি টাকা বেতন)। তারপর ছিলেন যথাক্রমে জসপ্রীত বুমরা (১২ কোটি), সূর্যকুমার যাদব (৮ কোটি) এবং কায়রণ পোলার্ড (৬ কোটি)।
এবার বুমরা এবং সূর্যকুমার দুজনের দাম-ই আকাশ ছুঁতে চলেছে। তাঁদের কত কোটিতে ফ্র্যাঞ্চাইজিতে রাখা হয়, সেই বিষয়টিও দেখার। বোর্ডের তরফে সরকারিভাবে রিটেনশন বিষয়ে জানানোর পরেই সমস্ত ফ্র্যাঞ্চাইজিতে নিলাম নিয়ে অঙ্ক কষা শুরু হয়ে যাবে।
READ THE FULL ARTICLE IN ENGLISH