Advertisment

Rishabh Pant responds to Gavaskar: টাকার জন্য দিল্লি ক্যাপিটালস ছাড়িনি! গাভাসকার জবাব দিয়ে ঝামেলার ইঙ্গিতেই শিলমোহর পন্থের

IPL 2025 Auction: দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সংঘাতের কারণেই ফ্র্যাঞ্চাইজি ত্যাগ, বিস্ফোরক স্বীকারোক্তি পন্থের। সুনীল গাভাসকার অবশ্য অন্য কথা বলেছিলেন।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Sunil Gavaskar, Rishav Pant, সুনীল গাভাসকার, ঋষভ পন্থ,

Sunil Gavaskar-Rishav Pant: গাভাসকারের অভিযোগ অস্বীকার করেছেন ঋষভ। (ছবি- টুইটার)

Rishabh Pant responds to Gavaskar before IPL auction: সুনীল গাভাসকারের দাবিকে অস্বীকার করে আইপিএল নিলামের আগে প্রকাশ্যে দিল্লি ক্যাপিটালসের দিকে অভিযোগের আঙুল তুললেন তারকা ক্রিকেটার ঋষভ পন্থ। তাঁর দাবি, দিল্লি ক্যাপিটালস ছাড়ার পিছনে কোনও 'আর্থিক কারণ ছিল না।' ঋষভ এবার দিল্লি ক্যাপিটালসে থাকছেন না, সেটা একপ্রকার নিশ্চিত। আইপিএল ২০২৫-এ তিনি কোথায় খেলবেন, তা নিয়ে জল্পনা অব্যাহত। দিল্লি ক্যাপিটালস ঋষভকে ছেড়ে দিয়েছে। এমনটাই শোনা যাচ্ছে। যার ফলে, আরটিএম কার্ডের মাধ্যমে পন্থের দিল্লি ক্যাপিটালসে ফেরার সম্ভাবনাও আপাতত বিশ বাঁও জলে।

Advertisment

এর মধ্যেই কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকার বোঝাতে চেয়েছিলেন যে আর্থিক কারণেই পন্থ দিল্লি ক্যাপিটালস ছেড়েছেন। গাভাসকার এই প্রসঙ্গে বলেছেন, 'আমরা জানি না যে পন্থ কীভাবে দিল্লিতে ফিরবেন। তবে যেটা মনে হয়, তা হল- পন্থকে দিল্লি ফিরিয়ে নেওয়ার চেষ্টা করবে। খেলোয়াড়দের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিদের চাহিদামতো ফি নিয়ে আলোচনা কখনও বন্ধ হয়ে যায় না। এনিয়ে মতানৈক্য হতেই পারে। তবে আমার মনে হয় যে, দিল্লি পন্থকে ফিরে পাওয়ার জন্য ঝাঁপাবে। কারণ, তাদের একজন অধিনায়ক দরকার। পন্থ না খেললে দিল্লিকে নতুন অধিনায়কের খোঁজ করতে হবে। তাই আমার ধারণা, পন্থ দিল্লিতেই ফিরবে।' 

কিন্তু, পন্থ নিজে বলছেন, 'ব্যাপারটা তা নয়। টাকাপয়সা নিয়ে কোনও সমস্যা নেই।' দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্ট তথা এই আইপিএলে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে প্রায় একদশক কাটানোর পর, পন্থের এই পোস্ট তাঁর অসন্তোষেরই প্রকাশ বলে মনে করছেন নেটিজেনরা। ২০১৬ সালে অভিষেকের পর থেকে এই উইকেটরক্ষক দিল্লির হয়ে ১১১ বার খেলেছেন। বর্তমানে ৩,২৮৪ রান করে ফ্র্যাঞ্চাইজির সেরা স্কোরার। পন্থ ২০২১ সালে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হন। তারপর থেকে দিল্লি মাত্র একবার আইপিএল প্লে অফে পৌঁছেছে। 

আরও পড়ুন- অস্ট্রেলিয়ার কোচ হওয়ার থেকে IPL কোচিংয়ে পয়সা বেশি! বর্ডার গাভাসকার সিরিজ ছাড়লেন স্মিথদের কোচ

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, পন্থ কোথায় যেতে পারেন? দিল্লি অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ত্রিস্তান স্টাবস ও অভিষেক পোরেলকে ধরে রেখেছে। শোনা যাচ্ছে পন্থের বদলে শ্রেয়সকে অধিনায়ক করে ফেরাতে চলেছে দিল্লি। অধিনায়ক হিসেবে তাদের বিবেচনায় কেএল রাহুল ও ঈশান কিষানও আছেন বলেই জানা গিয়েছে। শোনা যাচ্ছে যে, পন্থ, রিকি পন্টিংয়ের সঙ্গে পঞ্জাব কিংসে যেতে পারেন। পঞ্জাব এবার বিরাট তহবিল নিয়ে নিলামে নামবে। পন্থ সেক্ষেত্রে ভালো দর পেতে পারেন।

Sunil Gavaskar Rishabh Pant Cricket News ipl auction IPL Delhi Capitals Axar Patel
Advertisment