Advertisment

Ishan Kishan acquired by Sunrisers Hyderabad: বাংলাদেশের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করা ভারতীয় তারকা এবার হায়দরাবাদে, পেলেন ১১.৪০ কোটি

IPL Auction 2025: রবিবার আইপিএল নিলামে প্রত্যাশার তুলনায় কিছুটা কম দামই পেলেন ঈশান কিষান। মাত্র ১১.৪০ কোটিতে বিক্রি হলেন টিম ইন্ডিয়ায় ঝড় তোলা তারকা।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India vs Bangladesh IPL

IPL auction 2025: বিশ্বকাপে ভারত-বাংলাদেশ ম্যাচের এক মুহূর্ত এবং আইপিএলের নিলাম (আইসিসি এবং টুইটার)

Ishan Kishan in IPL Auction: মুম্বইয়ে ফেরা হল না। ঝাড়খণ্ডের তারকা উইকেটকিপার ব্যাটার ঈশান কিষান রবিবারের মেগা নিলামে ১১.৪০ কোটিতে যোগ দিলেন সানরাইজার্স হায়দরাবাদে। ঈশানকে নেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছিল তাঁর পূর্বতন ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স।

Advertisment

তবে ৩ কোটির বেশি দাম উঠে যাওয়ার পর নিজেদের সরিয়ে নেয় মুম্বই। দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংসের মধ্যে জোর লড়াই হয় ঈশানকে পাওয়ার জন্য। লড়াইয়ে শেষদিকে যোগ দেয় সানরাইজার্স হায়দরাবাদ।

শেষমেশ ১১.৪০ কোটিতে ঈশানকে তুলে নেয় তাঁরা। ২০১৬-য় আইপিএল নিলামে গুজরাট লায়ন্স ঈশানকে কিনেছিল তখনকার বেস প্রাইস ৩৫ লক্ষ টাকায়। তারপর মুম্বই ২০১৮-র নিলামে কিনে নেয় তারকাকে। এরপর টানা ছয় সিজন খেলেছিলেন চ্যাম্পিয়ন দলের হয়ে।

১০৫ আইপিএল ম্যাচে ঈশান কিষান ২৬৪৪ রান করেছেন। ১৩৫.৮৩ স্ট্রাইক রেটে। বহুবার কমলা টুপির দৌড়ে ছিলেন। বর্তমানে জাতীয় দলের বৃত্তের অনেকটাই বাইরে ছিটকে গিয়েছেন তিনি। টিম ইন্ডিয়ার হয়ে ৩২ টি২০ ম্যাচে ৭৯৬ রান করেছেন ১২৪.৩৭ স্ট্রাইক রেটে।

আরও পড়ুন: নিলামের আগেই ছেড়েছিল KKR! সেই প্লেয়ারকেই নাইটরা কিনল ২৩.৭৫ কোটি খরচ করে

২০২২-এ ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে ডাবল সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন। আপাতত আইপিএলে ভালো পারফর্ম করে জাতীয় দলের বন্ধ হয়ে যাওয়া দরজা আবার খুলতে চেষ্টা করবেন তিনি।

ওয়ানডে বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ ফরম্যাটে জাতীয় দলের হয়ে শেষবার খেলেছিলেন ঈশান কিষান। তারপরই জাতীয় দলে জায়গা হারান তিনি। দক্ষিণ আফ্রিকা সফর থেকে মানসিক অবসাদের কথা বলে দেশে ফিরে আসেন। তারপরে আর দেখা যায়নি জাতীয় দলের হয়ে। সম্প্রতি ভারতীয় এ দলের হয়ে অজি সফরে গিয়ে বল বদলানোয় অসন্তোষ প্রকাশ করে আম্পায়ারের রোষের মুখে পড়েছিলেন ম্যাকেতে।

IPL Ishan Kishan Sunrisers Hyderabad ipl auction
Advertisment