Advertisment

Venkatesh Iyer returns to KKR: নিলামের আগেই ছেড়েছিল KKR! সেই প্লেয়ারকেই নাইটরা কিনল ২৩.৭৫ কোটি খরচ করে

IPL Auction 2025: আইপিএলে ছয় তারকাকে ধরে রাখার জন্য ভেঙ্কটেশ আইয়ারকে রিলিজ করে দিতে হয়েছিল। সেই তারকাকেই বিরাট অর্থ খরচ করে কেকেআর শেষ পর্যন্ত কিনল।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
IPL, KKR, আইপিএল, কেকেআর

KKR in IPL 2024: চ্যাম্পিয়ন কেকেআর দল (বিসিসিআই)

Venkatesh Iyer in IPL Auction: আইপিএলের সেরা চমক হিসাবে আবির্ভাব ঘটল ভেঙ্কটেশ আইয়ারের। মধ্যপ্রদেশের তারকা অলরাউন্ডার জ্যাকপট জিতলেন। নিলামের আগে রিলিজ করে দেওয়া কেকেআর ভেঙ্কটেশ আইয়ারকে কিনল ২৩.৭৫ কোটি টাকা খরচ করে।

Advertisment

ক্যাপড অলরাউন্ডারদের ক্যাটাগরিতে ছিলেন ভেঙ্কটেশ। বেস প্রাইস ছিল ২ কোটি। নিজের বেস প্রাইসের ১১ গুন বেশি দামি বিক্রি হলেন তিনি। ভেঙ্কটেশকে কেনার জন্য লড়াইয়ে নেমেছিল আরসিবি এবং কেকেআর। তবে শেষ হাসি হাসল নাইট রাইডার্স-ই।

আরও পড়ুন: ঠিক হয়ে গেল গোয়েঙ্কার কাছে অপমানিত রাহুলের নতুন ঠিকানা, বিক্রি হলেন কোটি কোটি টাকায়

কেকেআর ছয় তারকাকে রিটেন করায় আরটিএম কার্ড ব্যবহারের সুবিধা পায়নি। তাই আইয়ারকে পুরোনো সংসারে ফেরাতে রীতিমতো বড় অঙ্কের অর্থ খরচ করতে হল শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিকে। ২০২১-এ কেকেআরের জার্সিতেই অভিষেক হয়েছিল ভেঙ্কটেশ আইয়ারের। সেই টিমের সঙ্গেই থাকবেন তিনি আপাতত।

২৯ বছরের তারকা অভিষেক সিজনেই ১০ ম্যাচ খেলে ৩৫০ রান করেছিলেন। সিএসকের কাছে ফাইনালে হেরে রানার্স আপ হয়েছিল কেকেআর। সেবার দুবাইয়ে আয়োজিত হয়েছিল আইপিএল। টানা চার সিজনে কেকেআর ৫১ ম্যাচে ১৩২৬ রান করেছেন, ১৩৭.১৩ স্ট্রাইক রেটে। নিয়েছেন ৩টে উইকেটও। ২০২৩-এ ভেঙ্কটেশ আইয়ার ব্রেন্ডন ম্যাককালামের ১৫ বছর পর কেকেআরের হয়ে আইপিএলে শতরান হাঁকান।

চলতি বছরেই কেকেআরকে ফাইনালে জেতানোর মঞ্চে বড় ভূমিকা নিয়েছিলেন ভেঙ্কটেশ আইয়ার। ১১৪ রান চেজ করতে নেমে ভেঙ্কটেশ ৫২ রানে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে অপরাজিত ছিলেন।

অভিষেক সিজনে ভেঙ্কটেশ আইয়ার ঝলমলে পারফরম্যান্সের পর জাতীয় দলে হার্দিক পান্ডিয়ার বিকল্প হিসেবে তাঁকে ভাবা হচ্ছিল। ৯টা টি২০ এবং ২টো ওয়ানডেও খেলেন। তবে জাতীয় দলে আইপিএলের ফর্ম ধরে রাখতে পারেননি। ৯ ম্যাচে মাত্র ১৫৭ রান করেছিলেন। নিয়েছিলেন ৫ উইকেট।

লাল বলের ক্রিকেটেও ভেঙ্কটেশের সাম্প্রতিক ফর্ম ভালো নয়। গত শনিবারই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মিজোরামের বিপক্ষে রাজকোটে মধ্যপ্রদেশের হয়ে খেলতে নেমে মাত্র ৩৬ করেছিলেন।

Kolkata Knight Riders IPL KKR ipl auction
Advertisment