/indian-express-bangla/media/media_files/2025/06/04/yskfSo8eMouHWaOVxiVP.jpg)
IPL 2025 Award Winners List: কে-কোন পুরস্কার জিতলেন দেখে নিন তালিকা
Complete List of IPL 2025 Award Winners: শেষ হল ২০২৫ আইপিএল টুর্নামেন্ট। ফাইনাল ম্য়াচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) এবং পঞ্জাব কিংস (Punjab Kings) খেলতে নেমেছিল। এই ম্য়াচে পঞ্জাব কিংস টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। আরসিবি প্রথমে ব্যাট করতে নেমে বিরাট কোহলির ৪৩ রানের দৌলতে ২০ ওভারে ১৯০ রান করে।
জবাবে পঞ্জাব কিংস নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে ১৮৪ রান করেছে। আর সেইসঙ্গে আরসিবি এই ম্য়াচটা ৬ রানে জিতে যায়। সেইসঙ্গে প্রথমবার জয় করে আইপিএল খেতাব। ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে কার্যত টাকার বৃষ্টি দেখা যায়।
IPL Trophy Details: আইপিএল ট্রফির গায়ে কী লেখা থাকে? জানলে আপনিও অবাক হবেন
বিজয়ী দলের উপর টাকার বৃষ্টি
প্রত্যেকবারের মতোই এবারও IPL জয়ী দলের বিরুদ্ধে থলি উপুড় করে টাকা ঢেলে দেওয়া হয়। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ২০ কোটি টাকা আর্থিক পুরস্কার দিয়েছে। এছাড়া রানার্স আপ পঞ্জাব কিংস পেয়েছে ১২.৫ কোটি টাকার আর্থিক পুরস্কার। পঞ্জাবের কোচ এবং সাপোর্ট স্টাফদের হাতে রানার্স আপের শিল্ড এবং IPL লিমিটেড এডিশন ওয়াচ তুলে দেওয়া হয়েছে।
স্থান | দল | পুরস্কার মূল্য |
বিজয়ী দল | রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | ২০ কোটি |
রানার্স আপ | পঞ্জাব কিংস | ১২.৫ কোটি |
RCB vs PBKS Highlights: ১৮ বছর পর শাপমোচন, স্বপ্নপূরণ বিরাটের! অবশেষে আইপিএল জিতল আরসিবি
আইপিএল টুর্নামেন্টে খরচ হওয়া আর্থিক অঙ্ক সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। আর্থিক পুরস্কারের পাশাপাশি দুই দলকে একাধিক অ্যাওয়ার্ডও দেওয়া হয়ে থাকে। সেই তালিকায় রয়েছে অরেঞ্জ ক্যাপ, পার্পল ক্যাপ, ফেয়ার প্লে অ্যাওয়ার্ডের মতো পুরস্কারও। আসুন দেখে নেওয়া যাক, কে কোন পুরস্কার পেলেন। সেই পুরস্কারের আর্থিক অঙ্কই বা কত?
আইপিএল অরেঞ্জ ক্যাপ (IPL ORANGE CAP): গোটা আইপিএল মরশুমে যে ব্যাটার সবথেকে বেশি রান করেন, তাঁকে এই পুরস্কার দেওয়া হয়।
ফেয়ার প্লে অ্যাওয়ার্ড (FAIR PLAY AWARD): গোটা টুর্নামেন্টে যে দল সবথেকে বেশি শৃঙ্খলাবদ্ধ আচরণ করে, তাদের এই পুরস্কার দেওয়া হয়।
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার: গোটা আইপিএল টুর্নামেন্টে ব্যাট এবং বল হাতে যে ক্রিকেটার সবথেকে ভাল পারফরম্য়ান্স করেন, তাঁকেই এই পুরস্কার দেওয়া হয়।
Virat Kohli: আরসিবি জিততেই কেঁদে ফেললেন বিরাট, ম্যাচের শেষে বললেন...
আইপিএল পার্পল ক্যাপ (IPL PURPLE CAP): গোটা আইপিএল মরশুমে যে বোলার সবথেকে বেশি উইকেট শিকার করেন, তাঁকে এই পুরস্কার দেওয়া হয়।
ইমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন (EMERGING PLAYER OF THE SEASON): কোনও উদীয়মান ক্রিকেটারের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার মূল্য হিসেবে দেওয়া হয় ১০ লাখ টাকা।