Mohit Sharma Reveals MS Dhoni Abuse Instance: ২২ গজের দুনিয়ায় তিনি 'ক্যাপ্টেন কুল'। ঠান্ডা মাথায় ক্রিকেট দুনিয়া সামলান। এমনটাই এতদিন মহেন্দ্র সিং ধোনির ব্যাপারে সবাই জানতেন। কিন্তু, সেই ধোনিই নাকি ময়দানি গালাগালিতেও ওস্তাদ! সেটা অবশ্য অনেকেরই জানা ছিল না। কিন্তু, এবার হাটে হাঁড়ি ভেঙে দিলেন মোহিত শর্মা। আইপিএল দল চেন্নাই সুপার কিংসের প্রাক্তন পেসার মোহিতের দাবি, ধোনি এমনিতে শান্ত। কিন্তু, খেপলে ভয়ংকর। ধোনির অধিনায়কত্বে মোহিত দু'দফায় সিএসকেতে খেলেছেন। একবার ২০১৩ সালে অন্যবার ২০১৫ থেকে ২০১৯ অবধি। সিএসকের হয়ে মোট ৬৯ উইকেট নেওয়ায় দলের ছ'নম্বরি বোলারের তকমা জুটেছিল মোহিতের কপালে।
সেই মোহিতই বলেছেন, 'ধোনির থেকে আমি প্রচুর গালাগালি খেয়েছি। কিন্তু, ও মাঠের ব্যাপারটা মাঠেই মিটিয়ে নিত। পরে, বোঝাত কিন্তু, কিছু বলত না।' নিন্দুকদের দাবি, মোহিতের পর ধোনির গালিগালাজ সবচেয়ে বেশি শুনতে হয়েছে দীপক চাহারকে। আইপিএল ২০১৯-এ চাহার ২২ উইকেট নিয়েছিলেন। সেই চাহারকে যে ধোনি কড়া কিছু বলছেন, সেটা মাঠের বাইরে উপস্থিত ক্যামেরাপার্সনদেরও অনেক সময়ই নজর এড়ায়নি। তাঁরা সেই সব দৃশ্য ক্যামেরাবন্দিও করেছেন বিভিন্ন সময়।
এবার মোহিতই ফাঁস করলেন যে চাহারকে ধোনি কী বলতেন। তিনি বলেছেন, 'দীপক চাহারও প্রচুর গালাগালি খেয়েছে। ২০১৯-এ একটা ম্যাচে চেন্নাইতে হচ্ছিল। চাহার একটা বাউন্স দিয়েছিল। আর ব্যাটসম্যান সেটা চার বা ছয় মারে। জবাবে ধোনি এসে তাঁকে কিছু বলেন। জবাবে চাহার বলেছিল, ওকে মাহি ভাই। কিন্তু, পরের দুই-তিনটি বল করার পর চাহার ফের বাউন্স দেয়। বল, ব্যাটারের মাথার ওপর দিয়ে চলে যায়। এরপর মাহি ছুটে আসেন। দীপক চাহারের কাঁধে হাত দিয়ে কিছু বলেন।'
আরও পড়ুন- বড় বদল ভারতের ১১-য়! ভালো খেলেও বাংলাদেশের বিরুদ্ধে কানপুরে বাদ এই তারকা, চমক শুরুর একাদশে
সেই ঘটনা মনে করে মোহিত বলেন, 'ম্যাচের পর আমি চাহারকে জিজ্ঞাসা করেছিলাম, তোমাকে তখন কী বলল? চাহার বলেছিল, তুমি জান। আমি আবার জিজ্ঞাসা করলাম, গালাগালি দিল নাকি? তখন চাহার বলল, কাঁধে হাত দিয়ে বলল, তুই বুদ্ধু না। আমিই বুদ্ধু হয়ে গেলাম।' মোহিত জানিয়েছেন, সেসব কিন্তু কেবল মাঠের মধ্যেই ছিল। মাঠের বাইরে চাহারকে ধোনি খুবই ভালোবাসতেন। তবে, মাঠে ক্যাপ্টেন কুল বেশ আগ্রাসী ছিলেন। আর, সেই কারণেই তিনি ওরকম আচরণ করতেন। ধোনির নেতৃত্বে চেন্নাই পাঁচবার আইপিএল জিতেছে। এবারের আইপিএলেই ধোনিকে অধিনায়ক পদ থেকে সরিয়ে রুতুরাজ গায়কোয়াড়কে ক্যাপ্টেন করেছিল চেন্নাই।
ধোনি টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে তিনটি আইসিসি শিরোপাও জিতেছেন। ২০০৯-এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচে তিনি রান নেওয়ার সময় মিচেল জনসনকে ধাক্কা দিয়েছিলেন। বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে আবার ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছিলেন। নন স্ট্রাইকার এন্ড থেকে মণীশ পাণ্ডেকেও নানা উত্তপ্ত কথা বলেছিলেন। মোহিত যে ধোনির আচরণ সম্পর্কে মিথ্যে বলছেন না, ওই সব ঘটনাও তারই সাক্ষী বলেই ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মত।