IPL 2025: চিদাম্বরম স্টেডিয়ামে আজই চেন্নাই মুখোমুখি মুম্বইয়ের, কেমন কারসাজি করে বানানো হয়েছে পিচ, ঝড়-বৃষ্টি হবে?

IPL 2025 match between Chennai Super Kings and Mumbai Indians at MA Chidambaram Stadium: চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ২০২৫ আইপিএল ম্যাচ, জেনে নিন বিস্তারিত।

IPL 2025 match between Chennai Super Kings and Mumbai Indians at MA Chidambaram Stadium: চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ২০২৫ আইপিএল ম্যাচ, জেনে নিন বিস্তারিত।

author-image
IE Bangla Sports Desk
New Update
CSK vs MI: চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স

CSK vs MI: চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স। (ছবি- আইপিএল)

IPL 2025: Chennai Super Kings vs Mumbai Indians at MA Chidambaram Stadium - Pitch Report and Weather Forecast: আজ, ২৩ মার্চ ২০২৫, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এ চেন্নাই সুপার কিংস (সিএসকে) এমএ চিদাম্বরম স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স (এমআই)-এর মুখোমুখি হবে। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭:৩০টায়। 

Advertisment

পিচ রিপোর্ট: চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়াম ঐতিহ্যগতভাবে তার স্পিন-বান্ধব পিচের জন্য পরিচিত। খেলার অগ্রগতির সঙ্গে সঙ্গে এখানকার পিচ ধীর হয়ে যায়, যা স্পিনারদের সহায়ক। তবে, ২০২৪ মরশুমে এই পিচে প্রচুর রান উঠেছে। যা ব্যাটসম্যানদের জন্য সহায়ক ছিল। সিএসকে তাদের স্কোয়াডে ভালো মানের স্পিনারদের যুক্ত করেছে। তার ফলে এই ম্যাচে স্পিন-বান্ধব পিচের সম্ভাবনাও বেড়েছে। 

আবহাওয়া পূর্বাভাস: চেন্নাইয়ে আজকের আবহাওয়া সম্পর্কে পূর্বাভাস অনুযায়ী, দিনের বেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে। তবে ম্যাচের সময় আবহাওয়া পরিষ্কার থাকবে বলে আশা করা হচ্ছে। তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস থাকবে। তবে, ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ শুরু হতে বিলম্ব হতে পারে। তবে, সম্পূর্ণ ম্যাচ বাতিল হওয়ার সম্ভাবনা কম।

Advertisment

দুই দলের সম্ভাব্য একাদশ:

চেন্নাই সুপার কিংস:

  • রাচিন রবীন্দ্র​

  • রুতুরাজ গায়কোয়াড় (ক্যাপ্টেন)​

  • রাহুল ত্রিপাঠি​

  • শিভম দুবে​

  • স্যাম কারান​

  • রবীন্দ্র জাদেজা​

  • এমএস ধোনি (উইকেটকিপার)​

  • আর অশ্বিন​

  • নূর আহমদ​

  • মাথিশা পাথিরানা​

  • খলিল আহমদ​

মুম্বাই ইন্ডিয়ান্স:

  • রোহিত শর্মা​

  • রায়ান রিকেলটন (উইকেটকিপার)​

  • উইল জ্যাকস​

  • সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন)​

  • তিলক ভার্মা​

  • নামান ধীর​

  • রবিন মিনজ​

  • মিচেল স্যান্টনার​

  • দীপক চাহার​

  • ট্রেন্ট বোল্ট​

  • কার্ন শর্মা

আরও পড়ুন- ধোনিদের বিরুদ্ধে 'বড় ধামাকা', মহা রেকর্ডের অপেক্ষায় রোহিত শর্মা

এই ম্যাচটি সরাসরি স্টার স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচারিত হবে। আর অনলাইন স্ট্রিমিং দেখা যাবে জিওহটস্টারে। সিএসকে এবং এমআই-এর মধ্যে এই উত্তেজনাপূর্ণ ম্যাচটি ক্রিকেট প্রেমীদের জন্য বিশেষ আকর্ষণীয়। বিশেষজ্ঞদেরও নজর থাকবে এই ম্যাচের দিকে। দুটো দলই পরিসংখ্যানের বিচারে আইপিএলের সবচেয়ে ভালো দলগুলোর অন্যতম। দুই দলই পাঁচবার করে আইপিএল জিতেছে। যার নজির অন্য কোনও দলের নেই। আর, দুই দলের মধ্য়ে আরেকটা বড় মিল হল, তাদের অধিনায়ক যাঁরা এই পাঁচটি আইপিএল জিতিয়েছেন, সেই অধিনায়কদের গতবছরই অপসারণ করা হয়েছে। গতবছর থেকে এই দুই দল নতুন অধিনায়কদের নেতৃত্বে খেলছে।    

IPL Cricket News Indian Premier League (IPL) Chennai Super Kings Mumbai Indians