Rohit Sharma Record: ২০২৫ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে (KKR) ৭ উইকেটে হারিয়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। তবে রবিবার (২২ মার্চ) এই টুর্নামেন্টের জোড়া হাইভোল্টেজ ম্যাচ আয়োজন করা হচ্ছে। প্রথমে বেলা সাড়ে তিনটে থেকে খেলতে নামবে রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদ। এরপর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) এবং মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। আর এই দ্বিতীয় ম্যাচে যে লড়াই কতখানি হাড্ডাহাড্ডি হবে, সেটা আপনাদের আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই।
এই ম্যাচে প্রত্যেকের চোখ মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এবং রোহিত শর্মার উপরেই থাকবে। আইপিএল কেরিয়ারে রোহিত শর্মা এই নিয়ে ২৫৮তম ম্যাচ খেলতে নামছেন। আর এই ম্যাচ শুরু হতে না হতেই, দীনেশ কার্তিকের রেকর্ড ভেঙে তিনি আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক ম্যাচ খেলার তালিকায় নাম লেখাবেন।
Rinku Singh Viral Video: কিং কোহলিকে ইগনোর করলেন রকেট রিঙ্কু? IPL-এর শুরুতেই দানা বাঁধল বিতর্ক, ভাইরাল ভিডিও
এই রেকর্ড গড়তে পারেন রোহিত শর্মা
আইপিএল ইতিহাসে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড আপাতত মহেন্দ্র সিং ধোনির দখলেই রয়েছে। এখনও পর্যন্ত তিনি ২৬৪ ম্যাচ খেলেছেন। এরপর রয়েছে দীনেশ কার্তিক এবং রোহিত শর্মার নাম। তাঁরা দুজনেই এখনও পর্যন্ত ২৫৭ ম্যাচ খেলেছেন। তবে আইপিএল টুর্নামেন্টে আর একটা ম্যাচ খেললেই রোহিত শর্মা দ্বিতীয় স্থানে উঠে আসতে পারবেন। আর সেইসঙ্গে ভেঙে ফেলবেন দীনেশ কার্তিকের রেকর্ডও।
Ajinkya Rahane: রাহানের ২ ভুলেই হারতে হল নাইটদের? আঙুল তুলছেন কেকেআর সমর্থকরা
IPL ইতিহাসে সর্বাধিক ম্যাচ খেলেছেন যাঁরা -
মহেন্দ্র সিং ধোনি - ২৬৪
দীনেশ কার্তিক - ২৫৭
রোহিত শর্মা - ২৫৭
বিরাট কোহলি - ২৫২
রবীন্দ্র জাদেজা - ২৪০
শিখর ধাওয়ান - ২২২
Sunil Narine Hit Wicket: হিট উইকেট হয়েছিলেন নারিন, তবুও আউট দিলেন না আম্পায়ার! কারণটা জানেন?
ঐতিহাসিক রেকর্ডের থেকে এক কদম দুরে রোহিত শর্মা
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামা মাত্রই রোহিত শর্মা আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করবেন। কিন্তু, আরও একটি বড় রেকর্ড তাঁকে হাতছানি দিচ্ছে। আর একটি বাউন্ডারি হাঁকালেই সেই রেকর্ড স্পর্শ করতে পারবেন হিটম্যান। চেন্নাইয়ের বিরুদ্ধে রোহিত শর্মা যদি একটি বাউন্ডারি হাঁকাতে পারেন, তাহলে আইপিএল ইতিহাসে ৬০০ চার মারার পরিসংখ্যানে চতুর্থ স্থান অর্জন করবেন তিনি।
RCB vs KKR: ১৭ বছর পর শাপমোচন, আইপিএল ওপেনারে বিরাট ব্যাটিংয়ে পরাস্ত কেকেআর
আইপিএল ইতিহাসে সর্বাধিক বাউন্ডারি হাঁকিয়েছেন যাঁরা -
শিখর ধাওয়ান - ৭৬৮
বিরাট কোহলি - ৭০৫
ডেভিড ওয়ার্নার - ৬৬৩
রোহিত শর্মা - ৫৯৯
সুরেশ রায়না - ৫০৬