Sourav Ganguly on MS Dhoni: 'ওঁকেই ক্যাপ্টেন করা উচিত!', ধোনিকে প্রশংসায় ভরিয়ে চেন্নাই শিবিরকে কী বার্তা সৌরভের?

Sourav Ganguly on MS Dhoni: সৌরভ মনে করেন, এখনও ক্রিকেট বাকি আছে ধোনির মধ্যে। তাই সৌরভের কথা কিছুটা হলেও আশা জাগাতে পারে চেন্নাই সমর্থকদের। 

Sourav Ganguly on MS Dhoni: সৌরভ মনে করেন, এখনও ক্রিকেট বাকি আছে ধোনির মধ্যে। তাই সৌরভের কথা কিছুটা হলেও আশা জাগাতে পারে চেন্নাই সমর্থকদের। 

author-image
Koushik Biswas
New Update
Sourav Ganguly on MS Dhoni: সৌরভ মনে করেন, এখনও ক্রিকেট বাকি আছে ধোনির মধ্যে

Sourav Ganguly on MS Dhoni: সৌরভ মনে করেন, এখনও ক্রিকেট বাকি আছে ধোনির মধ্যে

IPL 2025 Sourav Ganguly on MS Dhoni: IPL-এর চলতি মরশুমে সবচেয়ে আলোচিত ক্রিকেটার হলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। আর আলোচনার মূল বিষয়ও হল, তাঁর অবসর। জাতীয় ক্রিকেট দল থেকে অনেক আগেই অবসর নিলেও ৪৩ বছরের ধোনি এখনও চেন্নাই সুপার কিংসের (Chennai Super kings) হয়ে আইপিএল (IPL 2025) খেলে যাচ্ছেন। এখনও তাঁকে নিয়ে চেন্নাই সমর্থকদের মধ্যে আবেগ যথেষ্ট। কিন্তু সিএসকে-র চলতি মরশুমে ফর্ম খুব খারাপ। সেই সঙ্গে ফিনিশার হিসাবেও বার বার ব্যর্থ হচ্ছেন ধোনি। শেষদিকে রান তাড়া করতে নেমে ২-৩টে ছক্কা হাঁকালেও আগের মতো ম্যাচ ফিনিশিং দক্ষতা দেখা যাচ্ছে না। যা নিয়ে চিন্তায় চেন্নাই সমর্থকরা। তবে এখনও তাঁকে নিয়ে আশাবাদী আরেক ভারতীয় কিংবদন্তী। তিনি আর কেউ নন, ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

Advertisment

বৃহস্পতিবার কলকাতায় একটি অনুষ্ঠানে এসে প্রাক্তন সতীর্থ ধোনিকে নিয়ে বিরাট প্রশংসাবাণী শোনালেন সৌরভ। একসময়ে টিম ইন্ডিয়া থেকে সৌরভের বাদ পড়ার পিছনে ধোনিকে দোষী ধরা হত। নির্বাচকদের নাকি ধোনিই বলেছিলেন, সৌরভের মতো বেশ কয়েক জন সিনিয়রকে তিনি দলে চান না। সেসব এখন অতীত। পরবর্তীকালে যেকোনও জায়গায় ধোনিকে নিয়ে ভাল ভাল কথাই বলেছেন সৌরভ। আবার ধোনিও সৌরভকে সিনিয়র হিসাবে সম্মান দিয়েছেন বহুবার। এবার ধোনিকে নিয়ে যা বললেন সৌরভ তাতে, চেন্নাই শিবিরের চোখ কপালে উঠতে বাধ্য। 

কী বলেছেন সৌরভ?

সৌরভকে এদিন ধোনির পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হয়। তখন সৌরভ বলেন, ‘ধোনি এখনও ছক্কা মারতে পারে। ধোনির বয়স এখন ৪৩ বছর। তাই তাঁর কাছ থেকে ২০০৫ সালের পারফরম্যান্স আশা করতে পারেন না আপনারা। তবে IPL-টা ভাল বোঝে ধোনি। চেন্নাইয়ের ক্যাপ্টেন হওয়া উচিত ওঁরই।’ প্রসঙ্গত, ২০২৩ সালে চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন্সি ছাড়েন ধোনি। তাঁর জায়গায় ঋতুরাজ গায়কোয়াড়কে দলের অধিনায়ক বেছে নেওয়া হয়। 

Advertisment

আরও পড়ুন স্কুল তো নয়, যেন রাজপ্রাসাদ! ধোনির মেয়ের স্কুল ফি কত জানলে মাথা ঘুরবে

এবছর খুব একটা আহামরি পারফরম্যান্স নয় চেন্নাইয়ের পর পর ম্যাচ হেরে এখন লিগ টেবিলে ৯ নম্বরে রয়েছে তারা। ৫টা ম্যাচ খেলে জিতেছে মাত্র একটি। পর পর চারটি ম্যাচ হেরেছে। শেষ তিনটে ম্যাচে রান তাড়া করতে ব্যর্থ হয়েছে চেন্নাই। এবং ব্যর্থ হয়েছেন একদা বিশ্বসেরা ফিনিশার ধোনি। তাঁকে নিয়ে ধীরে ধীরে উদ্বেগ বাড়ছে চেন্নাই শিবিরেরও। কিন্তু সৌরভ মনে করেন, এখনও ক্রিকেট বাকি আছে ধোনির মধ্যে। তাই সৌরভের কথা কিছুটা হলেও আশা জাগাতে পারে চেন্নাই সমর্থকদের। 

আরও পড়ুন কলকাতায় দামি বাড়ি, লন্ডনে ফ্ল্যাট, বিলাসবহুল গাড়ি কী নেই! সৌরভের আয়ের উৎস জানলে চমকে যাবেন

Chennai Super Kings IPL 2025 MS DHONI Sourav Ganguly