IPL CSK: চিদাম্বরমই ঠিক করে দেবে রং, ম্যাচের আগে চরম আশায় 'ক্যাপ্টেন কুল'-এর সমর্থকরা

Chennai Super Kings face Delhi Capitals at Chepauk amid leadership uncertainty and possible rain. Check pitch and weather forecast for the IPL 2025 match. চিপকে মুখোমুখি সিএসকে এবং দিল্লি। জেনে নিন পিচের অবস্থা, আবহাওয়ার পরিস্থিতি, দুই দলের স্কোয়াড আর সম্ভাব্য একাদশ।

Chennai Super Kings face Delhi Capitals at Chepauk amid leadership uncertainty and possible rain. Check pitch and weather forecast for the IPL 2025 match. চিপকে মুখোমুখি সিএসকে এবং দিল্লি। জেনে নিন পিচের অবস্থা, আবহাওয়ার পরিস্থিতি, দুই দলের স্কোয়াড আর সম্ভাব্য একাদশ।

author-image
IE Bangla Sports Desk
New Update
CSK vs DC: বদলে যেতে পারে চেন্নাইয়ের আবহাওয়া

CSK vs DC: বদলে যেতে পারে চেন্নাইয়ের আবহাওয়া। (ছবি- আইপিএল)

CSK vs DC, IPL 2025: Chepauk Pitch and Chennai Weather Update for the Crucial Clash: ঘরের মাঠে ম্যাচ। আর, সেজন্য 'থালা' যদি আজকের ম্যাচে ক্যাপ্টেনসি করেন, তবে 'ক্যাপ্টেন কুল' (ধোনির অপর নাম)-এর সৌজন্যে চেন্নাই সুপার কিংস ম্যাচটা জিততেও পারে। চেন্নাইয়ানরা যখন এই আশায় বুক বাঁধছেন, তখন কি বাধ সাধতে পারে ঘরের মাঠের পিচ? বাধ সাধতে পারে চেন্নাইয়ের আবহাওয়া? চলুন দেখে নেওয়া যাক, কেমন থাকতে চলেছে আজ দুপুরের চিপক!

Advertisment

শনিবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে এই ম্যাচে মহেন্দ্র সিং ধোনি ৪৩ বছর বয়সেও ফের সিএসকের নেতৃত্ব দিতে পারেন বলে জল্পনা তুঙ্গে। আর, সেক্ষেত্রে চিপকের পিচে নজর থাকবে সকলেরই। বরাবরই এই পিচ ধীর গতি ও স্পিন সহায়ক। দুপুরে ম্যাচ হওয়ায় পিচ আরও শুকনো হয়ে যাবে। টার্নিংটাও ভালো হতে পারে। আগের দুটি ম্যাচে দেখা গিয়েছে, শুরুতে পেসারদের জন্য কিছুটা বাউন্স থাকলেও স্পিনাররাই শেষপর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রক হয়ে উঠেছেন।

আবহাওযার পরিস্থিতি

কিন্তু, আজকে গোটা পরিস্থিতিটা বদলে যেতে পারে। কারণ, চেন্নাইয়ের আবহাওয়া নিয়ে উদ্বেগ রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুর ৩টে নাগাদ, অর্থাৎ টসের সময়, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা আছে প্রায় ৭ শতাংশ। অঞ্চলভিত্তিক ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। ম্যাচে তার প্রভাব পড়তে পারে। তবে, তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। আর্দ্রতার মাত্রাও থাকবে ৬০ শতাংশের ওপরে। যা খেলোয়াড়দের কাছে যথেষ্ট চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে।

Advertisment

সব মিলিয়ে, সিএসকের নেতৃত্বে ধোনির প্রত্যাবর্তনই হোক বা না হোক, চেন্নাইয়ে আজকের ম্যাচে উত্তেজনার পারদ চড়বেই। আর যদি বৃষ্টি বাধা না হয়, তাহলে দর্শকরা পেতে পারেন এক হাইভোল্টেজ ম্যাচ।

সিএসকে বনাম দিল্লি ক্যাপিটালস, আইপিএল ২০২৫: সম্ভাব্য একাদশ

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ

  • রাচিন রবীন্দ্র

  • ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক)

  • শিভম দুবে

  • দীপক হুডা / বিজয় শঙ্কর

  • স্যাম কারেন

  • রবীন্দ্র জাদেজা

  • মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার)

  • রবিচন্দ্রন অশ্বিন

  • নূর আহমদ

  • মাথিশা পাথিরানা

  • খালিল আহমেদ

  • ইমপ্যাক্ট সাব: জেমি ওভারটন

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ

  • জেক ফ্রেজার-ম্যাকগার্ক

  • ফ্যাফ ডু প্লেসি

  • অভিষেক পোরেল

  • কেএল রাহুল (উইকেটকিপার)

  • অক্ষর প্যাটেল (অধিনায়ক)

  • ট্রিস্টান স্টাবস

  • বিপ্রাজ নিগম

  • মিচেল স্টার্ক

  • কুলদীপ যাদব

  • মোহিত শর্মা

  • মুকেশ কুমার

  • ইমপ্যাক্ট সাব: অশ্বতোষ শর্মা

আরও পড়ুন- ফের কি ধোনিই অধিনায়ক? দিল্লির বিরুদ্ধে ম্যাচের আগে চেন্নাই শিবিরে নেতৃত্ব নিয়ে তীব্র ডামাডোল!

চেন্নাই সুপার কিংস স্কোয়াড (CSK Squad):

রাচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠী, ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), দীপক হুডা, স্যাম কারেন, শিভম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, নুর আহমদ, মাথিশা পাথিরানা, খালিল আহমেদ, কমলেশ নাগারকোটি, বিজয় শংকর, জেমি ওভারটন, শেখ রশিদ, শ্রেয়স গোপাল, ডেভন কনওয়ে, মুকেশ চৌধুরি, অঞ্জুল কাম্বোজ, নাথান এলিস, গুরজপনীত সিং, রামকৃষ্ণ ঘোষ, আন্দ্রে সিদ্ধার্থ সি, বংশ বেদী।

দিল্লি ক্যাপিটালস স্কোয়াড (DC Squad):

জেক ফ্রেজার-ম্যাকগার্ক, ফ্যাফ ডু প্লেসি, অভিষেক পোরেল (উইকেটকিপার), সমীর রিজভি, অক্ষর প্যাটেল (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, অশ্বতোষ শর্মা, বিপ্রজ নিগম, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, মোহিত শর্মা, মুকেশ কুমার, করুণ নায়ার, ডোনোভান ফেরেইরা, ত্রিপুরানা বিজয়, দর্শন নালকাণ্ডে, দুষ্মন্ত চামিরা, কেএল রাহুল, টি নাটরাজন, অজয় যাদব মণ্ডল, মানবন্ত কুমার এল, মাধব তিওয়ারি।

cricket Cricket News Indian Premier League (IPL) delhi CSK