IPL Dhoni: ফের কি ধোনিই অধিনায়ক? দিল্লির বিরুদ্ধে ম্যাচের আগে চেন্নাই শিবিরে নেতৃত্ব নিয়ে তীব্র ডামাডোল!

With Ruturaj Gaikwad’s fitness in doubt, Chennai Super Kings may see MS Dhoni return as captain ahead of their crucial IPL 2025 clash against Delhi Capitals. গায়কোয়াড়ের চোটের জন্য দিল্লির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাইয়ের নেতৃত্বে আবার ফিরতে পারেন মহেন্দ্র সিং ধোনি।

With Ruturaj Gaikwad’s fitness in doubt, Chennai Super Kings may see MS Dhoni return as captain ahead of their crucial IPL 2025 clash against Delhi Capitals. গায়কোয়াড়ের চোটের জন্য দিল্লির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাইয়ের নেতৃত্বে আবার ফিরতে পারেন মহেন্দ্র সিং ধোনি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mahendra Singh Dhoni: মহেন্দ্র সিং ধোনি

Mahendra Singh Dhoni: মহেন্দ্র সিং ধোনি। (ছবি- আইপিএল)

Captaincy Dilemma for CSK Ahead of DC Clash: Will Dhoni Step Up Again? আইপিএলে প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারালেও পরের দুটি ম্যাচে হারের মুখে পড়েছে চেন্নাই সুপার কিংস। বর্তমানে তারা রয়েছে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে। গত ম্যাচেই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৬ রানে হেরে গিয়েছে সিএসকে।

Advertisment

ওই ম্যাচেই চোট পান চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। যদিও তিনি অনুশীলনে অংশ নিয়েছেন, তবে এখনও সম্পূর্ণ ফিট কি না, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। যদি তিনি না খেলেন, তাহলে কে অধিনায়কত্ব করবেন চেন্নাইয়ের হয়ে?

জল্পনা চলছে, তাহলে কি আবার চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে? পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ক ধোনির নেতৃত্বে দল বহু সাফল্য পেয়েছে। যদিও বিকল্প হিসেবে রবীন্দ্র জাডেজার কথাও ভাবা হতে পারে, তবে সবচেয়ে সম্ভাব্য নাম ধোনিরই।

ইতিমধ্যে ধোনির অবসর নিয়ে জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছিল যে তিনি নাকি এই আইপিএল খেলেই অবসর নিতে পারেন। তবে, ধোনি নিজে জানিয়েছেন যে চেন্নাইয়ের কর্তারাই বলে দিয়েছেন তিনি যতদিন খেলতে চান খেলতে পারেন। তবে, চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং আবার দাবি করেছেন, ধোনি আর আগের মত সচল নন। তাঁর রিফ্লেক্সও আর আগের মত নেই। এমনকী ধোনির ছেলেবেলার কোচ কেশব বন্দ্য়োপাধ্যায়ও একই কথা বলেছেন। আর, তাতেই উসকে উঠেছে 'থালা' ধোনির অবসরের জল্পনা। 

Advertisment

আর, সেই জল্পনার মধ্যেই ধোনিকে আজকের ম্যাচে ফের চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে দেখার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। এমনিতে ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস পাঁচবার আইপিএল জিতেছে। যা চেন্নাই এবং আইপিএলের রেকর্ড। গতবছরই ধোনির বদলে চেন্নাই অধিনায়ক করেছে ঋতুরাজ গায়কোয়াড়কে। সেই ঋতুরাজ খেলতে না পারলে আজ কাদের দেখা যেতে পারে সিএসকের একাদশে? কিউই ওপেনার ডেভন কনওয়ে এক্ষেত্রে হতে পারেন সেরা বিকল্প। এছাড়াও নতুন কাউকে মিডল অর্ডারে সুযোগ দেওয়ার কথাও ভাবছে সিএসকে ম্যানেজমেন্ট।

আরও পড়ুন- মোহনবাগান হারলেও, জিতেছে লখনউ! মুখে হাসি সঞ্জীব গোয়েঙ্কার

ডিসি (দিল্লি ক্যাপিটালস)-এর বিরুদ্ধে সিএসকে সম্ভাব্য খেলা একাদশ
ডেভন কনওয়ে, রাহুল ত্রিপাঠি, বিজয় শঙ্কর, রচিন রবীন্দ্র, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (অধিনায়ক এবং উইকেটরক্ষক), আর অশ্বিন, নুর আহমেদ, খলিল আহমেদ, মাথিশা পাথিরানা

Mahendra Sing Dhoni delhi CSK Indian Premier League (IPL) IPL