CSK vs GT Highlights: জিতে এবারের মতো IPL-কে বিদায় ধোনির, ৮৩ রানে গুজরাটকে হারিয়ে বাজিমাত চেন্নাইয়ের

IPL 2025 CSK vs GT Match Highlights: ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন প্রথমে ব্যাট করে ২৩১ রান করে। জবাবে পুরো ২০ ওভার ব্যাট করতে পারেনি গুজরাট। ১৮.৩ ওভারে ১৪৭ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।

IPL 2025 CSK vs GT Match Highlights: ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন প্রথমে ব্যাট করে ২৩১ রান করে। জবাবে পুরো ২০ ওভার ব্যাট করতে পারেনি গুজরাট। ১৮.৩ ওভারে ১৪৭ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।

author-image
IE Bangla Sports Desk
New Update
CSK vs GT 2025: গুজরাটকে মাটি ধরিয়ে বিরাট জয় চেন্নাইয়ের

CSK vs GT 2025: গুজরাটকে মাটি ধরিয়ে বিরাট জয় চেন্নাইয়ের

CSK vs GT IPL 2025: IPL 2025-এর ৬৭তম ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিরাট জয় পেল চেন্নাই সুপার কিংস। জিতেই এবারের মতো সিজন শেষ করল মহেন্দ্র সিং ধোনির সিএসকে (CSK)। গুজরাটকে (GT) রেকর্ড ৮৩ রানে হারাল চেন্নাই। পুরো মরশুম জঘন্য গেলেও শেষ ম্যাচে বিরাট জয় পেয়ে মুখে হাসি ফুটল চেন্নাই সমর্থকদের। ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন প্রথমে ব্যাট করে ২৩১ রান করে। জবাবে পুরো ২০ ওভার ব্যাট করতে পারেনি গুজরাট। ১৮.৩ ওভারে ১৪৭ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। গুজরাট তাদের আইপিএল ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে ম্যাচ হারল।

Advertisment

এত বড় ব্যবধানে হারলেও পয়েন্ট টেবিলে খুব একটা পরিবর্তন হয়নি। ১৪ ম্যাচে ৯ জিতের সঙ্গে এক নম্বরেই থাকল গুজরাট। অন্যদিকে, ১৪ ম্যাচের মধ্যে মাত্র ৪টি জিতে টেবিলের সবার নিচে শেষ করল চেন্নাই। যা আইপিএলের ইতিহাসে চেন্নাইয়ের জন্য সবচেয়ে লজ্জার।

চেন্নাই সুপার কিংসের জয়ের নায়ক কে?

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংসের হয়ে কিউই ওপেনার ডেভন কনওয়ে ৩৫ বলে ৫২ রান এবং ডেওয়াল্ড ব্রেভিস ২৩ বলে ঝড়ো ৫৭ রান করেন। এছাড়াও, আয়ুষ মহাত্রে এবং উরভিল প্যাটেলের ক্যামিও ইনিংসের দৌলতে চেন্নাই ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৩০ রান তোলে। বল হাতে নূর আহমেদ তিনটি উইকেট নিয়ে পার্পল ক্যাপ নিজের মাথায় তুলেছেন। অंशুল কম্বোজও তিনটি উইকেট নেন এবং রবীন্দ্র জাডেজা দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন।

Advertisment

আরও পড়ুন আজই অবসর নিচ্ছেন? ধোনি শোনালেন 'শেষ অধ্যায়'-এর গল্প

গুজরাট ব্যাটারদের আত্মসমর্পণ

২৩১ রানের বিশাল টার্গেট নিয়ে খেলতে নেমে গুজরাট টাইটান্সের শুরুটা একেবারেই হতাশাজনক ছিল। মাত্র পাঁচ ওভারের মধ্যেই তারা ৩০ রানের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলে। অধিনায়ক শুভমান গিল, জস বাটলার ও শেরফান রাদারফোর্ড যথাক্রমে ১৩, ৫ এবং ০ রান করে আউট হয়ে যান। এরপর সাই সুদর্শন ও শাহরুখ খানের মধ্যে কিছুটা জুটি গড়ে উঠলেও ১১তম ওভারে রবীন্দ্র জাডেজা দুজনকেই আউট করে গুজরাটকে চাপে ফেলে দেন। এরপর চেন্নাই পুরোপুরি ম্যাচে আধিপত্য বিস্তার করে। গুজরাটের হয়ে সাই সুদর্শন ৪১ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হন।

CSK GT IPL 2025