MS Dhoni: চলতি আইপিএল (IPL 2025) টুর্নামেন্টে রবিবারই (২৫ মে) অভিযান শেষ করছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে লিগ পর্যায়ের শেষ ম্য়াচটা তারা খেলতে নেমেছে। অনেকেই আশঙ্কা করছিলেন যে সম্মানরক্ষার এই ম্য়াচে হয়ত মহেন্দ্র সিং ধোনি খেলতে নামবেন না। কিন্তু, শেষপর্যন্ত তিনি টস করতে এলেন। ইতিমধ্যে টস প্রেজেন্টার রবি শাস্ত্রী তাঁকে প্রশ্ন করেন, 'গত ১৮ বছর ধরে তুমি আইপিএল খেলছ। এখনও কীভাবে তোমার শরীরকে খাপ খাওয়াচ্ছ?' জবাবে ধোনি যা বললেন, তা শুনে ভারতীয় ক্রিকেটাররা বিস্মিত হয়েছেন।
Vaibhav Suryavanshi-MS Dhoni: এই না হলে ভক্তি! ধোনির পা ছুঁয়ে প্রণাম বৈভবের, মন জিতলেন গোটা দেশের
ক্যাপ্টেন কুল বললেন, 'এখনও তো বেঁচে আছি। আইপিএল টুর্নামেন্টের প্রত্যেকটা মরশুমই আমাক কাছে যথেষ্ট চ্যালেঞ্জিং। এটাই আমার কেরিয়ারের শেষ অধ্যায়। ফলে নিজের শরীরের দেখভাল তো করতেই হবে। এটা যথেষ্ট রক্ষণাবেক্ষণ করতে হয়। এজন্য দলের সাপোর্ট স্টাফদের আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই।'
দেখে নিন সেই ভিডিও:
গত কয়েকবছর ধরে একটা ছবি বারংবার দেখতে পাওয়া যাচ্ছে। লিগ পর্যায়ে চেন্নাই সুপার কিংস দলের শেষ ম্য়াচে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করে। আগামী মরশুমে মহেন্দ্র সিং ধোনি খেলবেন তো? ২০২৩ এবং ২০২৪ সালে ভারতীয় ক্রিকেট সমর্থকরা মনে করেছিলেন যে ধোনি হয়ত এবার আইপিএল ক্রিকেটকে বিদায় জানাতে পারে। কিন্তু, তেমনটা হয়নি। তবে এবার মনে হচ্ছে, ২০২৫ আইপিএল (IPL 2025) টুর্নামেন্টের পরই ধোনি অবসরের কথা ঘোষণা করবেন।
MS Dhoni Retirement: আজই অবসর নেবেন ধোনি! উপসংহার লিখবেন নিজের IPL কেরিয়ারে?
টস করতে এসে ধোনি আরও যোগ করেন, 'তবে সত্যি কথা বলতে কী, শরীরটা এখনও সঙ্গ দিচ্ছে। ঈশ্বরের অশেষ কৃপা যে এখন আর আমি আন্তর্জাতিক ক্রিকেট খেলছি না। সেকারণে কিছুটা হলেও শরীরকে সময় দেওয়া সম্ভব হচ্ছে।' প্রসঙ্গত, টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ২০২০ সালের ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিল। তবে এখনও পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলে যাচ্ছেন তিনি। এই পরিস্থিতিতে রবিবারই তিনি আইপিএল কেরিয়ারের শেষ ম্য়াচ খেলেন কি না, সেটাই আপাতত দেখার।