Rohit Sharma Rises in IE 100 Power List 2025; Kohli, Bumrah Featured: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা ২০২৫ সালের 'IE 100' তালিকায় ৪৮ নম্বরে উঠে এলেন। যা গত বছরের তুলনায় ২০ ধাপ ওপরে। ভারতের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিদের তালিকায় এবার অন্তর্ভুক্ত হয়েছেন বিরাট কোহলি ও জসপ্রিত বুমরাহও।
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে হতাশাজনক পরাজয়ের পর, রোহিত ২০২৪ সালের জুন থেকে দুটি আইসিসি ট্রফি এনে দিয়েছেন ভারতকে। আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে যৌথভাবে আয়োজিত টি-২০ বিশ্বকাপে তিনি ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। ১৭ বছর পর দেশকে শিরোপা এনে দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে জয়ের পর রোহিত টি-২০ ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছেন।
২০২৪ সালের শেষের দিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে হারের পাশাপাশি অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকার ট্রফিতে লজ্জাজনক পারফরম্যান্সের পর তাঁর কেরিয়ার নিয়ে প্রশ্ন উঠলেও, রোহিত জানুয়ারি ২০২৫-এ দুবাইয়ে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে শিরোপা এনে দিয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে ৭৬ রানের ঝড়ো ইনিংস খেলে ‘ফাইনালের সেরা খেলোয়াড়’ নির্বাচিত হয়েছেন তিনি।
তবে, তালিকায় রোহিত শীর্ষে উঠলেও, কোহলি ৩৪ ধাপ নীচে নেমে ৭২তম স্থানে রয়েছেন। তার মধ্যেও কিন্তু কোহলি এখনও বড় মাইলফলক গড়ে যাচ্ছেন। পাকিস্তানের বিরুদ্ধে ৫১তম আন্তর্জাতিক শতক এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে কোহলির ৮৪ রানের ঝলমলে ইনিংস দেখে অনুরাগীরা রীতিমতো মুগ্ধ।
তালিকায় আছেন ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহও। তিনি অবশ্য প্রথমবার IE 100 তালিকায় ঢুকলেন। টি-২০ বিশ্বকাপ এবং বর্ডার-গাভাসকার ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি রোহিতের অনুপস্থিতিতে দুই টেস্টে নেতৃত্বও দিয়েছেন বুমরাহ। তার মধ্যে অস্ট্রেলিয়ায় পার্থ টেস্টে তাঁর নেতৃত্বে ঐতিহাসিক পারফরম্যান্স করে ভারত জয়ী হয়েছে।
আরও পড়ুন- বাতিল বোলার থেকে পার্পল ক্যাপজয়ী! শার্দুল ঠাকুরই রুখে দিলেন হায়দরাবাদের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে
তবে, রোহিতের ব্যাপারটা অন্যদের চেয়ে আলাদা। ভারতীয় দলের অধিনায়কদের মধ্যে ধোনি এবং কপিলদেব ছাড়া রোহিতের মত সাফল্য আর কারও নেই। সাম্প্রতিক অতীতে ধোনি ছাড়া তো নেই-ই। রোহিতের নেতত্বে ভারত ২০২৩ সালে একদিনের বিশ্বকাপ জিতেও যেতে পারত। ওই টুর্নামেন্টে টিম ইন্ডিয়া অপরাজিত থেকে ফাইনালে উঠেছিল। আর, সেই পথে দুর্দান্ত পারফরম্যান্সও করেছিল টিম ইন্ডিয়া। তবে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে চূড়ান্তভাবে পরাজিত হয় ভারত।