/indian-express-bangla/media/media_files/2025/04/20/yhqqNjC6wJfMeztgghRR.jpg)
DC vs GT match highlights: ইশান্ত-আশুতোষের তুমুল ঝামেলায় গরম হল দিল্লি বনাম গুজরাটের ম্যাচ
Ishant Sharma vs Ashutosh Sharma: গুজরাট টাইটান্স (Gujarat Titans) এবং দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) মধ্যে ম্যাচে নাটকের শেষ নেই।। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে, গুজরাট টাইটান্সের বোলার ইশান্ত শর্মা দিল্লি ক্যাপিটালসের ব্যাটসম্যান আশুতোষ শর্মার সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। লাইভ ম্যাচ চলাকালীন ইশান্ত ফিনিশার আশুতোষকে তেড়ে এসে মাঠের মধ্যে কিছু বলতে থাকেন। এমনকি ইশান্ত পরে ডাগআউটে ফিরে গিয়ে মাথা ধরে বসে পড়েন। ইশান্ত ভেবেছিলেন আশুতোষ আউট এবং মিথ্যা বলছেন। এরপর আশুতোষ ইশান্তকে সত্যটা জানান, কিন্তু ইশান্ত তা মানতে চাননি। দীর্ঘাদেহী ইশান্ত প্রতিপক্ষ আশুতোষকে আঙুল উঁচিয়ে শাসান। তবে পরে এই বিতর্ক আম্পায়ার মিটিয়ে দেন।
এই ঘটনাটি দিল্লি ক্যাপিটালসের ইনিংসের ১৯তম ওভারের শেষ বলে ঘটে। ফাস্ট বোলার ইশান্ত শর্মা একটি জোরালো বাউন্সার ছোঁড়েন, যা আশুতোষ শর্মার পাশ দিয়ে উইকেটকিপার জস বাটলারের দিকে চলে যায়। গুজরাট টাইটান্স এই বাউন্সারে আউটের জন্য আবেদন জানায়। তারা মনে করেছিল বল ব্যাট বা গ্লাভসে লেগেছে। কিন্তু অন-ফিল্ড আম্পায়ার ইঙ্গিত দেন যে বলটি শুধু ব্যাটসম্যানের কাঁধে লেগেছে। আশুতোষ সঙ্গে সঙ্গে তাঁর কাঁধে ইঙ্গিত করেন এবং জার্সি কাঁধের উপরে তুলে দেখান, কোথায় বল লেগেছে। এতে ইশান্ত ক্ষুব্ধ হয়ে যান। দুই জনের মধ্যে ঝগড়া হয়। গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিলও এতে জড়িয়ে পড়েন এবং আম্পায়ারদের সঙ্গে তর্ক শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় ইশান্তকে নিয়ে ট্রোলও শুরু হয়। একজন নেটিজেন ইশান্তের ছবি শেয়ার করে লেখেন, তিনি আশুতোষকে বলছেন, "মায়ের দিব্য়ি খেয়ে বল যে তুই আউট ছিলি না।"
আরও পড়ুন লখনউ জিততেই নেচে-কুঁদে অস্থির গোয়েনকা! জয়পুরের মাঠে ছুটে এসে আবেশ খানকে....
Battle b/w ishant sharma vs ashutosh Sharma 🤣 pic.twitter.com/EMd12Z2o7V
— Daigo18 (@daigo2637391027) April 19, 2025
ইশান্ত-আশুতোষের বিতর্ক ম্যাচে নতুন উদ্দীপনা এনেছিল। এই ঘটনাটি ম্যাচে উত্তেজনা যোগ করেছিল। আশুতোষ শর্মা তখন ১৯ বলে ৩৭ রান করে খেলছিলেন। তবে তিনি পরের বলেই সাই কিশোরের শিকার হয়ে যান। ইশান্ত শর্মা বোলিংয়েও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। তিনি তিন ওভারে ১৯ রান দিয়ে এক উইকেট নিয়েছেন। ইশান্ত খুবই অভিজ্ঞ বোলার, যিনি আইপিএলে (IPL 2025) একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন।
আরও পড়ুন শুরু হল পঞ্জাবের ব্যাটিং, শুরু থেকেই উঠল রানের ঝড়
ম্যাচের ক্ষেত্রে, দিল্লি ক্যাপিটালস ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৩ রান করেছে। কেএল রাহুল ২৮ রান করে আউট হন, অন্যদিকে ওপেনিংয়ে নামা ফাফ ডু প্লেসির পরিবর্তে করুণ নায়ার ৩১ রান যোগ করেন। অধিনায়ক অক্ষর প্যাটেল ৩৯ রান করে আউট হন। আশুতোষের দারুণ ইনিংস দিল্লির স্কোরকে আরও শক্তিশালী করেছে।