/indian-express-bangla/media/media_files/2025/04/20/k27VfIF8moFN2VYQarnq.jpg)
Avesh Khan match-winning over: টিমের জয়ে খুশিতে আত্মহারা লখনউ টিমের মালিক সঞ্জীব গোয়েনকা
LSG win over Rajasthan: সঞ্জীব গোয়েনকার (Sanjiv Goenka) IPL 2025-এ সেই হাতে গোনা মালিকদের মধ্যে একজন, যিনি পূর্ণ উদ্দীপনার সঙ্গে তাঁর দলকে মাঠে সমর্থন করতে উপস্থিত থাকেন। প্রত্যেক উইকেটের সময় তাঁর প্রতিক্রিয়া বদলে যায়। চার-ছক্কা পড়লে তিনি খুশিতে নেচে ওঠেন। ম্যাচের পরে, প্রায়ই তাঁর অধিনায়কদের ক্লাস নেওয়ার জন্য কুখ্যাত লখনউ সুপারজায়ান্টসের (LSG) মালিকের একটি নতুন রূপ দেখা গেল।
১৯ এপ্রিল রাতে, জয়পুরে হোম টিম রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে লখনউ সুপারজায়ান্টস একটি রোমাঞ্চকর শেষ ওভারে জয় পায়। ২০তম ওভারে ম্যাজিক স্পেলে ৯ রান বাঁচানো আবেশ খান সেই জয়ের নায়ক হয়ে উঠলেন। ম্যাচ শেষে, লখনউয়ের কর্ণধান সঞ্জীব গোয়েনকা মাঠে এসে আবেশ খানের সঙ্গে লাফিয়ে লাফিয়ে গিয়ে মোলাকাত করেন। যা মন জিতে নিয়েছে ক্রীড়াপ্রেমীদের।
আরও পড়ুন ডেবিউ ম্য়াচের প্রথম বলেই 'রেকর্ড', এলিট তালিকায় নাম লেখালেন বৈভব! দেখুন ভিডিও
সঞ্জীব গোয়েনকা শুধুমাত্র তাঁর আনন্দ প্রকাশ করেননি বরং আবেশ খানের (Avesh Khan) প্রচুর প্রশংসা করেছেন। এই জয়ের পর, লখনউ সুপারজায়ান্টস ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে, যখন রাজস্থান রয়্যালস সমসংখ্যক ম্যাচে ৬ নম্বর হারল। রাজস্থান এখন ষষ্ঠ হারের পর অষ্টম স্থানে নেমে গেছে।
Heart-racing, nerve-wracking, and simply unforgettable! 🤯#LSG defy the odds and seal a 2-run victory over #RR after the most dramatic final moments 💪
— IndianPremierLeague (@IPL) April 19, 2025
Scorecard ▶️ https://t.co/02MS6ICvQl#TATAIPL | #RRvLSG | @LucknowIPLpic.twitter.com/l0XsCGGuPg
ম্যাচের প্রসঙ্গে বলা যায়, লখনউ সুপারজায়ান্টস টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে এডেন মার্করাম (৪৫ বলে ৬৬ রান), আয়ুষ বাদোনি (৫০ রান) এবং আবদুল সামাদ (১০ বলে অপরাজিত ৩০ রান)-এর দুর্দান্ত পারফরম্যান্সের উপর নির্ভর করে পাঁচ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে।
আরও পড়ুন আউট হতেই শিশুর মতো কান্না, 'দুঃখ পেও না' সান্ত্বনা নেটিজেনদের! দেখুন ভিডিও
জবাবে, রাজস্থানের ওপেনার যশস্বী জয়সোয়ালের ৫২ বলে ৭৪ রানের ইনিংসের সৌজন্যে রয়্যালসের দল এক সময় দুই উইকেটে ১৫৬ রান নিয়ে শক্তিশালী অবস্থানে ছিল। কিন্তু আবেশ খানের (৩৭ রানে তিন উইকেট) ধারালো বোলিংয়ের মুখে রয়্যালস পাঁচ উইকেটে ১৭৮ রানেই থেমে যায়। জয়সোয়াল প্রথম উইকেটে বৈভব সূর্যবংশীর (৩৪) সঙ্গে ৮৫ রান এবং অধিনায়ক রিয়ান পরাগের (২৬ বলে ৩৯ রান, তিনটি চার, দুটি ছক্কা) সঙ্গে তৃতীয় উইকেটে ৬২ রান জুড়েও দলকে জেতাতে পারেননি।