/indian-express-bangla/media/media_files/2025/04/14/tSlcUywRkyM8GGB5sG0y.jpg)
IPL 2025 DC vs MI: বুমরাহের সঙ্গে ধাক্কা লাগার পরই করুণের সঙ্গে তর্কাতর্কি
IPL 2025 Karun Nair vs Jasprit Bumrah: মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) বিরুদ্ধে ম্যাচে দিল্লি ক্যাপিটালসের (DC) তারকা ব্যাটসম্যান করুণ নায়ার (Karun Nair) অসাধারণ পারফরম্যান্স ব্যাটিং করেছেন। তিনি জসপ্রিত বুমরাহকে (Jasprit Bumrah) টার্গেট এক ওভারে ১৮ রান তোলেন এবং হাফসেঞ্চুরি পূর্ণ করলেন। এই ম্যাচে ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান তাঁর আইপিএল কেরিয়ারের ১১তম ফিফটি ২২ বলেই পূর্ণ করেন। ম্যাচ চলাকালীন বুমরাহ এবং নায়ারের মধ্যে সংঘর্ষ বাধে, যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
বুমরাহ এবং নায়ারের মধ্যে তর্কাতর্কি
এই ঘটনাটি পাওয়ার প্লে-র পরেই ঘটে। ষষ্ঠ ওভার জসপ্রিত বুমরাহ করেন। এই ওভারে করুণ নায়ার দুটি ছয়, একটি চার এবং দুটি রানের মাধ্যমে ১৮ রান সংগ্রহ করেন। সেই সঙ্গে নায়ার ২২ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। এই ওভারের শেষে স্ট্র্যাটেজিক টাইমআউট হয় এবং বুমরাহকে করুণ নায়ারকে কিছু বলতে শোনা যায়। আসলে, যখন নায়ার শেষ দুই রানের জন্য দৌড়াচ্ছিলেন, তখন তিনি বুমরাহর সঙ্গে তাঁর ধাক্কা লাগে। এই ঘটনা বিশ্বের একনম্বর পেসার বুমরাহর মোটেই ভাল লাগেনি।
আরও পড়ুন এভাবেও ফিরে আসা যায়! IPL-এ নবজন্ম করুণ নায়ারের, ৭ বছর পর চোখধাঁধানো ফিফটি
বুমরাহ তাঁকে বলেন যে, ‘যে জায়গায় তুমি দৌড়ে এসেছিলে, সেটা আমার জায়গা ছিল।’ করুণ নায়ারও তাঁর জবাব দেন। তবে, হার্দিক পান্ডিয়া পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন এবং দুজনকে আলাদা করেন। অন্যদিকে, রোহিত শর্মা করুণ নায়ারের সঙ্গে ইশারায় মজা করেন। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
The average Delhi vs Mumbai debate in comments section 🫣
— Star Sports (@StarSportsIndia) April 13, 2025
Don't miss @ImRo45 's reaction at the end 😁
Watch the LIVE action ➡ https://t.co/QAuja88phU#IPLonJioStar 👉 #DCvMI | LIVE NOW on Star Sports Network & JioHotstar! pic.twitter.com/FPt0XeYaqS
বুমরাহর বিরুদ্ধে নায়ারের দুর্ধর্ষ পারফরম্যান্স
মুম্বাইয়ের বিরুদ্ধে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে এসে করুণ নায়ার তাঁর ঘরোয়া ক্রিকেটের ফর্ম বজায় রেখেছেন। তিনি গত ঘরোয়া মরশুমে ৯টি শতরান করেছিলেন। এই ম্যাচে নায়ার বুমরাহর বিরুদ্ধে দারুণ রান সংগ্রহ করেন। তিনি বুমরাহের বিরুদ্ধে মোট ৯টি বল খেলেন এবং ২৬ রান সংগ্রহ করেন। সেই সঙ্গে তিনি আইপিএলে বুমরাহর বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করা দ্বিতীয় ব্যাটসম্যান হয়ে যান। ২০১৬ সালে শিখর ধাওয়ান ১৬ বলে বুমরাহর বিরুদ্ধে ২৭ রান করেছিলেন।
আরও পড়ুন শেষলগ্নে ৩টে রান আউটই টার্নিং পয়েন্ট, ঘরের মাঠে বিজয়রথ থামল দিল্লির