/indian-express-bangla/media/media_files/2025/04/28/DrIvgeN317Yj2R077ycD.jpg)
Kohli-Rahul controversy: ফের মাঠের মধ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি বিরাট-রাহুলের মধ্যে
Kohli Rahul heated exchange: IPL 2025-এ অসাধারণ ফর্মে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) আরও একটি জয় পেয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেছে। বিরাট কোহলি (Virat Kohli) এ মরশুমে তাঁর ৬ নম্বর হাফসেঞ্চুরি করে কমলা টুপির মালিক হয়েছেন। তবে, ম্যাচ চলাকালীন তাঁর দল সব দিক থেকে দুর্দান্ত পারফর্ম করলেও, প্রাক্তন অধিনায়ক মাঠেই ফের বিতর্কে জড়িয়েছেন। কোহলি এবং দিল্লি ক্যাপিটালসের উইকেটকিপার কেএল রাহুলের (KL Rahul) মধ্যে উত্তপ্ত তর্কাতর্কি একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে।
দিল্লিতে ১০ নম্বর ম্যাচে, আরসিবি হোম টিম দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals) ৬ উইকেটে হারিয়েছে। প্রথমে ব্যাট করে দিল্লি ৮ উইকেটে ১৬২ রান করেছিল। জবাবে, বিরাট কোহলির ফিফটি এবং ক্রুণাল পান্ডিয়ার ৭৩ রানের অপরাজিত ইনিংসের সৌজন্যে আরসিবি ১৮.৩ ওভারে ম্যাচ জিতে নেয়। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে, কোহলি এবং কেএল রাহুলের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়।
আরও পড়ুন ধার বাকি রাখলেন না কিং কোহলি, দিল্লির মাঠেই 'কান্তারা' স্টাইলে রাহুলকে পাল্টা বিরাটের, দেখুন Video
ম্যাচ চলাকালীন কেএল রাহুল কিছু মন্তব্য করেন যা কোহলির পছন্দ হয়নি। দুজনেই একে অপরের দিকে তেড়ে এসে বাকবিতণ্ডায় লিপ্ত হন। ফ্যানরা এই দৃশ্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এবং দ্রুত তা ভাইরাল হয়ে যায়।
Virat Kohli has got a problem with Every Indian Player
— Radha (@Radha4565) April 27, 2025
Why to show unwanted aggression to KL Rahul.#DCvsRCBpic.twitter.com/hjPQJLd16M
পয়েন্ট টেবিলের হালচাল
অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয় আরসিবিকে তাদের অ্যাওয়ে ম্যাচে অপরাজেয় রেকর্ড বজায় রাখতে সাহায্য করেছে। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে রজত পাটিদারের আরসিবি পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। গুজরাট টাইটান্স ৮ ম্যাচে ৬ জয়ের সঙ্গে দ্বিতীয় স্থানে। ১০ ম্যাচে ৬ জয়ের সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্স তৃতীয় স্থানে আছে। আরসিবির কাছে হারের পরও দিল্লি ক্যাপিটালস ৯ ম্যাচে ৬ জয়ের সঙ্গে চতুর্থ স্থানে রয়েছে।
আরও পড়ুন বিরাট রাজত্বে টলল দিল্লির মসনদ, পয়েন্ট টেবিলের শীর্ষে বেঙ্গালুরু