Royal Challengers Bangalore vs Delhi Capitals Match Highlights: অ্যাওয়ে ম্য়াচে জয়ের ধারাবাহিকতা বজায় রাখল রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। রবিবার (২৭ এপ্রিল) চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2025) তারা দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নেমেছিল। অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজিত এই ম্য়াচে আরসিবি ৬ উইকেটে জয়লাভ করেছে। আর সেইসঙ্গে টানা ৬ অ্যাওয়ে ম্য়াচে জয়লাভ করল রজতবাহিনী। সহজেই তারা ১৬৩ রানের টার্গেট হাসিল করে নেয়।
আইপিএল ইতিহাসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথম দল যারা টানা ৬ অ্যাওয়ে ম্য়াচে জয়লাভ করল। আর সেইসঙ্গে তারা এক লাফে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে। চলতি মরশুমে এখনও পর্যন্ত আরসিবি ১০ ম্যাচের মধ্যে সাতটা পকেটে পুরে ফেলেছে।
Virat Kohli: মহিলা ফ্যানের চিঠি পেয়ে বুক কেঁপে ওঠে বিরাটের, আতঙ্কের কথা আজও ভোলেননি মহাতারকা?
কোহলি-পান্ডিয়ার সেরা যুগলবন্দি
রবিবাসরীয় রাতের উজ্জ্বলতম নক্ষত্র অবশ্যই ক্রুনাল পান্ডিয়া। প্রথম ইনিংসে লেফট-আর্ম স্পিনে দিল্লিকে কাবু করেন তিনি। এরপর ৪৭ বলে ৭৩ রানের একটা ধামাকাদার ইনিংস তিনি উপহার দেন। ২০১৬ সালে আইপিএল অভিষেকের পর এই প্রথমবার ক্রুনাল ৫০+ স্কোর করলেন। পাশাপাশি জ্বলে উঠেছিলেন 'চেজ মাস্টার' বিরাট কোহলি (Virat Kohli)। ৪৭ বলে ৫১ রান করেন তিনি। চলতি মরশুমে রান তাড়া করতে নেমে এই নিয়ে বিরাট চতুর্থবার হাফসেঞ্চুরি করলেন।
Virat Kohli on Pahalgam Terror Attack: 'কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই...'. পাহেলগাঁও নারকীয় হত্যাকাণ্ডে ক্ষুব্ধ বিরাট
যদিও এই ম্য়াচে আরসিবি জয়ের নায়ক আরও বেশ কয়েকজন রয়েছেন। সেই তালিকায় শীর্ষস্থানে থাকবেন ভুবনেশ্বর কুমার। তিনি বল হাতে একাই তিনটে উইকেট শিকার করেন। এছাড়া জস হ্যাজেলউড এবং স্পিনার সূয়শ শর্মা যথেষ্ট গুরুত্বপূর্ণ স্পেল করেন। আর সেকারণেই দিল্লিকে ২০ ওভারে ১৬২ রানের (৮ উইকেট) আটকে রাখা সম্ভব হয়।