KL Rahul Net Worth: কেএল রাহুল (KL Rahul) গত ১০ এপ্রিল আরসিবির (RCB) বিরুদ্ধে একটি অসাধারণ ৯৩ রানের ইনিংস খেলেন। অনেক দিন পর তাঁর ব্যাট থেকে এই দুর্দান্ত পারফরম্যান্স দেখা যায়, যা দিল্লির আরসিবিকে হারানোর ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। ক্রিকেট ছাড়াও রাহুল তাঁর ব্যক্তিগত জীবনের জন্যও খবরে থাকেন। তিনি বলিউড অভিনেত্রী এবং কোটিপতি পরিবারের জামাই।
রাহুল বিয়ে করেছেন সুনীল শেট্টির মেয়ে এবং বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টিকে। তাঁরা ২৩ জানুয়ারি ২০২৩-এ খন্ডালার নিজস্ব বাংলোতে বিয়ে করেন। তাঁদের বিয়ে যথেষ্ট আলোচিত হয়েছিল। সম্প্রতি আথিয়া এবং রাহুল সন্তানের মা-বাবা হয়েছেন। আথিয়া গত মাসে একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। এই কারণে রাহুল আইপিএল থেকে ছুটি নিয়েছিলেন এবং দিল্লির জন্য প্রথম দিকের ম্যাচগুলো খেলেননি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স
কেএল রাহুল চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের জন্য ফিনিশারের ভূমিকা পালন করেন। কঠিন সময়ে তিনি ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেন এবং উইকেটের পিছনেও একাধিক অসাধারণ ক্যাচ নেন। ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর তাঁকে প্রথম পছন্দের উইকেটকিপার বলে উল্লেখ করেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁকে ঋষভ পন্তের উপর প্রাধান্য দিয়ে একাদশে নিয়মিত সুযোগ দেওয়া হয়, যা তিনি পুরোপুরি কাজে লাগান।
আরও পড়ুন 'ঘরের ছেলে' রাহুলের ধামাকা ব্যাটিং, চিন্নাস্বামীতে বেঙ্গালুরুকে উড়িয়ে দিল দিল্লি
কোটি টাকার সম্পত্তি
কেএল রাহুল তাঁর স্টাইলিংয়ের জন্যও বিখ্যাত। ক্রিকেট এবং বিজ্ঞাপন থেকে তাঁর মোট সম্পত্তিতে বিশাল বৃদ্ধি দেখা গেছে। রিপোর্ট অনুযায়ী, তাঁর মোট সম্পত্তি প্রায় ৯৯ কোটি টাকার। তিনি বহু সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর। তিনি বহু বছর ধরে ভারতের জাতীয় ক্রিকেট দল এবং আইপিএল–এ খেলছেন। গত বছর তিনি লখনউ সুপারজায়ান্টস দলের অংশ ছিলেন।