RCB vs DC IPL 2025 Live Updates: নমস্কার! iebangla-র লাইভ ব্লগে আপনাকে স্বাগত। আজ IPL 2025-এর ২৪তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) মুখোমুখি হয় দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals)। দিল্লি টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে পর পর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বেঙ্গালুরু। শেষ পর্যন্ত টিম ডেভিড ধামাকা ব্যাটিং করে লড়াইয়ে রাখেন বেঙ্গালুরুকে। জেতার জন্য দিল্লির টার্গেট ছিল ১৬৪ রান।
দিল্লির কে এল রাহুল এবং ট্রিস্টন স্টাবসের ১০০ রানেরও বেশি অপরাজিত পার্টনারশিপের জোরে দিল্লি ক্যাপিটালস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে তাদের ঘরের মাঠে ৬ উইকেটে হারিয়েছে। বৃহস্পতিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টস হারার পরে প্রথমে ব্যাট করতে নেমে আরসিবি ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান করে।
জবাবে দিল্লি ১৭.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলে বিরাট জয় লাভ করে। অক্ষর প্যাটেলের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালসের এটা টানা চতুর্থ জয়, যেখানে আরসিবি তাদের পাঁচ ম্যাচের মধ্যে দ্বিতীয়বার হারল। এবারের আইপিএলে দিল্লিই একমাত্র দল যারা এখনও অপরাজিত।
-
Apr 10, 2025 23:01 IST
RCB vs DC IPL 2025 Live Updates: রাহুলের তুফানি ইনিংসে চিন্নাস্বামীতে বিরাট জয় দিল্লির
কে এল রাহুলের দুর্দান্ত ইনিংসে টানা চার ম্যাচ জিতল দিল্লি ক্যাপিটালস। ঘরের মাঠে বড় হার রয়্যাল চ্যালেঞ্জার্সের।
-
Apr 10, 2025 22:59 IST
RCB vs DC IPL 2025 Live Updates: ঝড়ের বেগে রান তাড়া রাহুলের, জয়ের দোরগোড়ায় দিল্লি
ঝড়ের বেগে রান তুলছেন কে এল রাহুল। তাঁকে যোগ্য সঙ্গত দিচ্ছেন স্টাবস। জয়ের একেবারে কাছাকাছি দিল্লি ক্যাপিটালস।
-
Apr 10, 2025 22:47 IST
RCB vs DC IPL 2025 Live Updates: বেঙ্গালুরুর নির্বিষ বোলিং নিয়ে ছেলেখেলা রাহুল-স্টাবসের
বলে ধার নেই আর বেঙ্গালুরুর বোলারদের। ধীরে ধীরে ম্যাচ থেকে হারিয়ে যাচ্ছেন কোহলিরা। অন্যদিকে, ব্যাটে চার-ছক্কার ফুলঝুরি কে এল রাহুল এবং স্টাবসের।
-
Apr 10, 2025 22:41 IST
RCB vs DC IPL 2025 Live Updates: রাহুলের ব্যাটে চিন্নাস্বামীতে বাউন্ডারির বন্যা
ঠান্ডা মাথায় দিল্লিকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন কে এল রাহুল। চ্যাম্পিয়ন্স ট্রফির ফর্মেই খেলছেন তারকা ব্যাটার।
-
Apr 10, 2025 22:29 IST
RCB vs DC IPL 2025 Live Updates: ধীরে ধীরে হাত খুলছেন রাহুল
দিল্লির ইনিংসকে টানছেন কে এল রাহুল। চার-ছক্কায় জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দলকে।
-
Apr 10, 2025 22:12 IST
RCB vs DC IPL 2025 Live Updates: ইমপ্যাক্ট প্লেয়ার সুয়শের বলে আউট অক্ষর
ধীরে ধীরে দিল্লির ইনিংস টানছিলেন। কিন্তু ছন্দপতন চালিয়ে খেলতে গিয়ে। ইমপ্যাক্ট প্লেয়ার সুয়শ শর্মার বলে আউট অক্ষর প্যাটেল (১৫)। চতুর্থ উইকেট হারাল দিল্লি।
-
Apr 10, 2025 22:11 IST
RCB vs DC IPL 2025 Live Updates: শুরুর ধাক্কা সামলে দিল্লিকে টানছেন রাহুল-অক্ষর
প্রাথমিক ধাক্কা সামলে আবার ছন্দে ফিরছে দিল্লি। দলকে টানছেন কে এল রাহুল এবং অক্ষর প্যাটেল।
-
Apr 10, 2025 22:00 IST
RCB vs DC IPL 2025 Live Updates: পাওয়ার প্লে-র শেষে দিল্লির স্কোর ৩৯/৩
শেষ পাওয়ার প্লে। ৬ ওভারের শেষে দিল্লির স্কোর ৩৯/৩। ক্রিজে রয়েছেন অধিনায়ক অক্ষর প্যাটেল এবং কে এল রাহুল।
-
Apr 10, 2025 21:51 IST
RCB vs DC IPL 2025 Live Updates: গগনচুম্বী ক্যাচ দিয়ে ভুবনেশ্বর কুমারের শিকার পোড়েল
এবার আউট হলেন অভিষেক পোড়েল। আবার ভুবনেশ্বর কুমারের বলে ক্যাচ আউট। গগনচুম্বী ক্যাচ ধরলেন জিতেশ শর্মা। ৩ উইকেট হারাল দিল্লি।
-
Apr 10, 2025 21:46 IST
RCB vs DC IPL 2025 Live Updates: ক্যাচ পড়ল রাহুলের, চেষ্টা করেও মিস রজতের
আউট হতে হতে বাঁচলেন কে এল রাহুল। যশ দয়ালের বলে ক্যাচ ওঠে তাঁর। অনেকটা দৌড়ে অবিশ্বাস্য ক্যাচ ধরার চেষ্টা বিফলে গেল রজত পাটিদারের। জীবন পেলেন রাহুল।
-
Apr 10, 2025 21:44 IST
RCB vs DC IPL 2025 Live Updates: ৩ ওভার শেষে দুই উইকেট হারিয়ে দিল্লির স্কোর ২২
শুরুর ধাক্কা সামলে উঠছে দিল্লি। ৩ ওভারের পর তাদের স্কোর ২২। হারিয়েছে ২ উইকেট। ক্রিজে রয়েছেন কে এল রাহুল এবং ইমপ্যাক্ট প্লেয়ার অভিষেক পোড়েল।
-
Apr 10, 2025 21:37 IST
RCB vs DC IPL 2025 Live Updates: শুরুতেই সাফল্য বেঙ্গালুরুর, পর পর আউট ডু'প্লেসিস এবং ম্যাকগার্ক
দ্বিতীয় ওভারে যশ দয়ালের বলে আউট ডু'প্লেসিস। তার পরের ওভারেই আউট ফ্রেজার-ম্যাকগার্ক। জোড়া উইকেট হারিয়ে চাপে দিল্লি।
-
Apr 10, 2025 21:29 IST
RCB vs DC IPL 2025 Live Updates: ব্যাট করতে নামল দিল্লি
ব্যাটিং শুরু দিল্লি ক্যাপিটালসের। ওপেন করতে নেমেছেন ফ্রেজার-ম্যাকগার্ক এবং ডু প্লেসিস। দিল্লি কি পারবে ১৬৪ রান করে জিততে, নজর রাখুন লাইভ আপডেটে
-
Apr 10, 2025 21:05 IST
RCB vs DC IPL 2025 Live Updates: স্লগ ওভারে ডেভিডের ব্যাটে ঝলকানি
স্লগ ওভারে ধামাকা ব্যাটিং টিম ডেভিডের। মুকেশ কুমারের শেষ ওভারে চার-ছক্কার বন্যা।
-
Apr 10, 2025 20:55 IST
RCB vs DC IPL 2025 Live Updates: আউট ক্রুণাল পান্ডিয়া, ৭ উইকেট হারাল বেঙ্গালুরু
আবার সেই বিপ্রজ নিগম। অনামী বোলারের বলে আউট ক্রুণাল পান্ডিয়া। ফিরলেন ১৮ রান করে। ৭ উইকেট হারিয়ে ধুঁকছে বেঙ্গালুরু।
-
Apr 10, 2025 20:45 IST
RCB vs DC IPL 2025 Live Updates: কুলদীপের বলে আউট রজত পাটিদার
কুলদীপের স্পিন বুঝতে না পেরে আউট রজত পাটিদার। প্যাভিলিয়নে ফিরলেন ২৫ রান করে। ষষ্ঠ উইকেটের পতন বেঙ্গালুরুর।
-
Apr 10, 2025 20:32 IST
RCB vs DC IPL 2025 Live Updates: কুলদীপ এসেই ফেরালেন জিতেশ শর্মাকে
প্রথম বল করতে এসেই দ্বিতীয় বলে জিতেশ শর্মাকে ফেরালেন কুলদীপ যাদব। ৫ উইকেট হারাল বেঙ্গালুরু।
-
Apr 10, 2025 20:27 IST
RCB vs DC IPL 2025 Live Updates: ১২ ওভারের মাথায় ১০০ সম্পূর্ণ বেঙ্গালুরুর
১১.৪ ওভারে ১০০ রান স্কোর বেঙ্গালুরুর। শুৎুর ধাক্কা সামলে ধীরে ধীরে দলকে টানছেন রজত পাটিদার এবং জিতেশ শর্মা।
-
Apr 10, 2025 20:16 IST
RCB vs DC IPL 2025 Live Updates: ৪ নম্বর উইকেটের পতন, এবার আউট লিভিংস্টোন
স্ট্র্যাটেজিক টাইম আউটের পর মোহিত শর্মার বলে ফিরলেন লিয়াম লিভিংস্টোন। ৪ নম্বর উইকেটের পতন বেঙ্গালুরুর।
-
Apr 10, 2025 20:13 IST
RCB vs DC IPL 2025 Live Updates: ৯ ওভারে বেঙ্গালুরুর স্কোর ৮৯/৩
পর পর সল্ট, পাডিক্কাল এবং বিরাটকে হারিয়ে ধুঁকছে বেঙ্গালুরু। কমেছে রানের গতি। ৯ ওভার শেষে বেঙ্গালুরুর স্কোর ৮৯/৩। ক্রিজে রয়েছেন ক্যাপ্টেন রজত পাটিদার এবং লিয়াম লিভিংস্টোন।
-
Apr 10, 2025 20:04 IST
RCB vs DC IPL 2025 Live Updates: আউট বিরাট কোহলি
অনামী বিপ্রজের বলে চালিয়ে খেলতে গিয়ে এবার আউট বিরাট কোহলি। ১৩ বলে ২২ রান করে আউট কোহলি।
-
Apr 10, 2025 19:58 IST
RCB vs DC IPL 2025 Live Updates: এবার ফিরলেন পাডিক্কাল
সল্ট আউট হওয়ার পর চাপ বাড়ছিল কোহলি এবং পাডিক্কালের উপর। কমে এসেছিল রানের গতি। চাপের মুখে দ্বিতীয় উইকেটের পতন বেঙ্গালুরুর। এবার ফিরলেন পাডিক্কাল।
-
Apr 10, 2025 19:54 IST
RCB vs DC IPL 2025 Live Updates: সল্ট ফিরতেই গতি কমল রানের
বিরাট কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফিরতে হয়েছে ফিল সল্টকে। ৩৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন ব্রিটিশ ক্রিকেটার। সল্ট আউট হতেই রানের গতি কমল বেঙ্গালুরুর।
-
Apr 10, 2025 19:49 IST
RCB vs DC IPL 2025 Live Updates: বেঙ্গালুরুতে ছন্দপতন! রান আউট সল্ট
রান নিতে গিয়ে আউট হয়ে গেলেন ফিল সল্ট। বিধ্বংসী মেজাজে ছিলেন বেঙ্গালুরুর ওপেনার। বিরাট কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট। ৩৭ রান করে ফিরলেন প্যাভিলিয়নে। ক্রিজে এলেন দেবদত্ত পাডিক্কাল।
-
Apr 10, 2025 19:45 IST
RCB vs DC IPL 2025 Live Updates: থামানো যাচ্ছে না সল্টকে
থামানো যাচ্ছে না বেঙ্গালুরুর ওপেনার ফিল সল্টকে। দিল্লির মিচেল স্টার্ককে পিটিয়ে ছাতু করলেন ব্রিটিশ ক্রিকেটার। এক ওভারে ৩০ রান দিলেন স্টার্ক।
-
Apr 10, 2025 19:38 IST
RCB vs DC IPL 2025 Live Updates: কোহলি-সল্ট জুটি দারুণ ছন্দে
শুরুতেই রানের মধ্যে বেঙ্গালুরুর দুই ওপেনার বিরাট কোহলি এবং ফিল সল্ট। আগের ম্যাচগুলির মতোই দারুণ ছন্দে এই জুটি।
-
Apr 10, 2025 19:21 IST
RCB vs DC IPL 2025 Live Updates: দুই দলের ইমপ্যাক্ট প্লেয়ার্স দেখে নিন একনজরে
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু:
-
সুয়শ শর্মা
-
রসিক সালাম
-
মনোজ ভান্ডাগে
-
জ্যাকব বেটেল
-
স্বপ্নিল সিং
দিল্লি ক্যাপিটালস:
-
অভিষেক পোড়েল
-
দর্শন নলকণ্ডে
-
করুণ নায়ার
-
সমীর রিজভি
-
ডোনোভান ফেরেরা
-
Apr 10, 2025 19:08 IST
RCB vs DC IPL 2025 Live Updates: দুই দলের প্লেয়িং ইলেভেন
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু:
-
বিরাট কোহলি
-
ফিল সল্ট
-
দেবদত্ত পাডিক্কাল
-
রজত পাটিদার (অধিনায়ক)
-
লিয়াম লিভিংস্টোন
-
জিতেশ শর্মা (উইকেটকিপার)
-
টিম ডেভিড
-
ক্রুনাল পাণ্ডিয়া
-
ভুবনেশ্বর কুমার
-
জশ হ্যাজলউড
-
যশ দয়াল
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য প্লেয়িং ইলেভেন:
-
জেক ফ্রেজার-ম্যাকগার্ক
-
ফ্যাফ ডু প্লেসিস
-
কেএল রাহুল (উইকেটকিপার)
-
ট্রিস্টন স্টাবস
-
আশুতোষ শর্মা
-
অক্ষর প্যাটেল (অধিনায়ক)
-
বিপ্রজ নিগম
-
মিচেল স্টার্ক
-
কুলদীপ যাদব
-
মোহিত শর্মা
-
মুকেশ কুমার
-
Apr 10, 2025 19:02 IST
RCB vs DC IPL 2025 Live Updates: টসে জিতে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠালেন অক্ষর প্যাটেল
টসে জিতল দিল্লি ক্যাপিটালস। বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠালেন দিল্লির ক্যাপ্টেন অক্ষর প্যাটেল।
-
Apr 10, 2025 18:58 IST
RCB vs DC IPL 2025 Live Updates: বেঙ্গালুরু না দিল্লি, কোন দল এগিয়ে?
দিল্লি এখনও পর্যন্ত তাদের তিনটি ম্যাচ জিতেছে, আর আরসিবি চারটি ম্যাচের মধ্যে তিনটি জয় লাভ করেছে। দুই দলই পয়েন্ট টেবিলে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে।
-
Apr 10, 2025 18:49 IST
RCB vs DC IPL 2025 Live Updates: একনজরে দুই দলের সম্ভাব্য প্লেয়িং ইলেভেন
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB):
-
ফিল সল্ট
-
বিরাট কোহলি
-
দেবদত্ত পাডিক্কাল
-
রজত পাটিদার (অধিনায়ক)
-
লিয়াম লিভিংস্টোন
-
জিতেশ শর্মা (উইকেটকিপার)
-
টিম ডেভিড
-
ক্রুনাল পাণ্ডিয়া
-
ভুবনেশ্বর কুমার
-
জশ হ্যাজলউড
-
যশ দয়াল
দিল্লি ক্যাপিটালস (DC):
-
জেক ফ্রেজার-ম্যাকগার্ক
-
কেএল রাহুল (উইকেটকিপার)
-
অভিষেক পোড়েল
-
অক্ষর প্যাটেল (অধিনায়ক)
-
সমীর রিজভি
-
ট্রিস্টন স্টাবস
-
আশুতোষ শর্মা
-
বিপ্রজ निगम
-
মিচেল স্টার্ক
-
কুলদীপ যাদব
-
মোহিত শর্মা
RCB vs DC Highlights, IPL 2025: 'ঘরের ছেলে' রাহুলের ধামাকা ব্যাটিং, চিন্নাস্বামীতে বেঙ্গালুরুকে উড়িয়ে দিল দিল্লি
RCB vs DC Highlights, Royal Challengers Bengaluru vs Delhi Capitals IPL 2025: দিল্লির কে এল রাহুল এবং ট্রিস্টন স্টাবসের ১০০ রানেরও বেশি অপরাজিত পার্টনারশিপের জোরে দিল্লি ক্যাপিটালস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে তাদের ঘরের মাঠে ৬ উইকেটে হারিয়েছে।
RCB vs DC Highlights, Royal Challengers Bengaluru vs Delhi Capitals IPL 2025: দিল্লির কে এল রাহুল এবং ট্রিস্টন স্টাবসের ১০০ রানেরও বেশি অপরাজিত পার্টনারশিপের জোরে দিল্লি ক্যাপিটালস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে তাদের ঘরের মাঠে ৬ উইকেটে হারিয়েছে।
K L Rahul Delhi Capitals: রাহুলের দুরন্ত ব্যাটিংয়ে বিরাট জয় দিল্লির
RCB vs DC IPL 2025 Live Updates: নমস্কার! iebangla-র লাইভ ব্লগে আপনাকে স্বাগত। আজ IPL 2025-এর ২৪তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) মুখোমুখি হয় দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals)। দিল্লি টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে পর পর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বেঙ্গালুরু। শেষ পর্যন্ত টিম ডেভিড ধামাকা ব্যাটিং করে লড়াইয়ে রাখেন বেঙ্গালুরুকে। জেতার জন্য দিল্লির টার্গেট ছিল ১৬৪ রান।
দিল্লির কে এল রাহুল এবং ট্রিস্টন স্টাবসের ১০০ রানেরও বেশি অপরাজিত পার্টনারশিপের জোরে দিল্লি ক্যাপিটালস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে তাদের ঘরের মাঠে ৬ উইকেটে হারিয়েছে। বৃহস্পতিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টস হারার পরে প্রথমে ব্যাট করতে নেমে আরসিবি ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান করে।
জবাবে দিল্লি ১৭.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলে বিরাট জয় লাভ করে। অক্ষর প্যাটেলের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালসের এটা টানা চতুর্থ জয়, যেখানে আরসিবি তাদের পাঁচ ম্যাচের মধ্যে দ্বিতীয়বার হারল। এবারের আইপিএলে দিল্লিই একমাত্র দল যারা এখনও অপরাজিত।
RCB vs DC IPL 2025 Live Updates: রাহুলের তুফানি ইনিংসে চিন্নাস্বামীতে বিরাট জয় দিল্লির
কে এল রাহুলের দুর্দান্ত ইনিংসে টানা চার ম্যাচ জিতল দিল্লি ক্যাপিটালস। ঘরের মাঠে বড় হার রয়্যাল চ্যালেঞ্জার্সের।
RCB vs DC IPL 2025 Live Updates: ঝড়ের বেগে রান তাড়া রাহুলের, জয়ের দোরগোড়ায় দিল্লি
ঝড়ের বেগে রান তুলছেন কে এল রাহুল। তাঁকে যোগ্য সঙ্গত দিচ্ছেন স্টাবস। জয়ের একেবারে কাছাকাছি দিল্লি ক্যাপিটালস।
RCB vs DC IPL 2025 Live Updates: বেঙ্গালুরুর নির্বিষ বোলিং নিয়ে ছেলেখেলা রাহুল-স্টাবসের
বলে ধার নেই আর বেঙ্গালুরুর বোলারদের। ধীরে ধীরে ম্যাচ থেকে হারিয়ে যাচ্ছেন কোহলিরা। অন্যদিকে, ব্যাটে চার-ছক্কার ফুলঝুরি কে এল রাহুল এবং স্টাবসের।
RCB vs DC IPL 2025 Live Updates: রাহুলের ব্যাটে চিন্নাস্বামীতে বাউন্ডারির বন্যা
ঠান্ডা মাথায় দিল্লিকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন কে এল রাহুল। চ্যাম্পিয়ন্স ট্রফির ফর্মেই খেলছেন তারকা ব্যাটার।
RCB vs DC IPL 2025 Live Updates: ধীরে ধীরে হাত খুলছেন রাহুল
দিল্লির ইনিংসকে টানছেন কে এল রাহুল। চার-ছক্কায় জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দলকে।
RCB vs DC IPL 2025 Live Updates: ইমপ্যাক্ট প্লেয়ার সুয়শের বলে আউট অক্ষর
ধীরে ধীরে দিল্লির ইনিংস টানছিলেন। কিন্তু ছন্দপতন চালিয়ে খেলতে গিয়ে। ইমপ্যাক্ট প্লেয়ার সুয়শ শর্মার বলে আউট অক্ষর প্যাটেল (১৫)। চতুর্থ উইকেট হারাল দিল্লি।
RCB vs DC IPL 2025 Live Updates: শুরুর ধাক্কা সামলে দিল্লিকে টানছেন রাহুল-অক্ষর
প্রাথমিক ধাক্কা সামলে আবার ছন্দে ফিরছে দিল্লি। দলকে টানছেন কে এল রাহুল এবং অক্ষর প্যাটেল।
RCB vs DC IPL 2025 Live Updates: পাওয়ার প্লে-র শেষে দিল্লির স্কোর ৩৯/৩
শেষ পাওয়ার প্লে। ৬ ওভারের শেষে দিল্লির স্কোর ৩৯/৩। ক্রিজে রয়েছেন অধিনায়ক অক্ষর প্যাটেল এবং কে এল রাহুল।
RCB vs DC IPL 2025 Live Updates: গগনচুম্বী ক্যাচ দিয়ে ভুবনেশ্বর কুমারের শিকার পোড়েল
এবার আউট হলেন অভিষেক পোড়েল। আবার ভুবনেশ্বর কুমারের বলে ক্যাচ আউট। গগনচুম্বী ক্যাচ ধরলেন জিতেশ শর্মা। ৩ উইকেট হারাল দিল্লি।
RCB vs DC IPL 2025 Live Updates: ক্যাচ পড়ল রাহুলের, চেষ্টা করেও মিস রজতের
আউট হতে হতে বাঁচলেন কে এল রাহুল। যশ দয়ালের বলে ক্যাচ ওঠে তাঁর। অনেকটা দৌড়ে অবিশ্বাস্য ক্যাচ ধরার চেষ্টা বিফলে গেল রজত পাটিদারের। জীবন পেলেন রাহুল।
RCB vs DC IPL 2025 Live Updates: ৩ ওভার শেষে দুই উইকেট হারিয়ে দিল্লির স্কোর ২২
শুরুর ধাক্কা সামলে উঠছে দিল্লি। ৩ ওভারের পর তাদের স্কোর ২২। হারিয়েছে ২ উইকেট। ক্রিজে রয়েছেন কে এল রাহুল এবং ইমপ্যাক্ট প্লেয়ার অভিষেক পোড়েল।
RCB vs DC IPL 2025 Live Updates: শুরুতেই সাফল্য বেঙ্গালুরুর, পর পর আউট ডু'প্লেসিস এবং ম্যাকগার্ক
দ্বিতীয় ওভারে যশ দয়ালের বলে আউট ডু'প্লেসিস। তার পরের ওভারেই আউট ফ্রেজার-ম্যাকগার্ক। জোড়া উইকেট হারিয়ে চাপে দিল্লি।
RCB vs DC IPL 2025 Live Updates: ব্যাট করতে নামল দিল্লি
ব্যাটিং শুরু দিল্লি ক্যাপিটালসের। ওপেন করতে নেমেছেন ফ্রেজার-ম্যাকগার্ক এবং ডু প্লেসিস। দিল্লি কি পারবে ১৬৪ রান করে জিততে, নজর রাখুন লাইভ আপডেটে
RCB vs DC IPL 2025 Live Updates: স্লগ ওভারে ডেভিডের ব্যাটে ঝলকানি
স্লগ ওভারে ধামাকা ব্যাটিং টিম ডেভিডের। মুকেশ কুমারের শেষ ওভারে চার-ছক্কার বন্যা।
RCB vs DC IPL 2025 Live Updates: আউট ক্রুণাল পান্ডিয়া, ৭ উইকেট হারাল বেঙ্গালুরু
আবার সেই বিপ্রজ নিগম। অনামী বোলারের বলে আউট ক্রুণাল পান্ডিয়া। ফিরলেন ১৮ রান করে। ৭ উইকেট হারিয়ে ধুঁকছে বেঙ্গালুরু।
RCB vs DC IPL 2025 Live Updates: কুলদীপের বলে আউট রজত পাটিদার
কুলদীপের স্পিন বুঝতে না পেরে আউট রজত পাটিদার। প্যাভিলিয়নে ফিরলেন ২৫ রান করে। ষষ্ঠ উইকেটের পতন বেঙ্গালুরুর।
RCB vs DC IPL 2025 Live Updates: কুলদীপ এসেই ফেরালেন জিতেশ শর্মাকে
প্রথম বল করতে এসেই দ্বিতীয় বলে জিতেশ শর্মাকে ফেরালেন কুলদীপ যাদব। ৫ উইকেট হারাল বেঙ্গালুরু।
RCB vs DC IPL 2025 Live Updates: ১২ ওভারের মাথায় ১০০ সম্পূর্ণ বেঙ্গালুরুর
১১.৪ ওভারে ১০০ রান স্কোর বেঙ্গালুরুর। শুৎুর ধাক্কা সামলে ধীরে ধীরে দলকে টানছেন রজত পাটিদার এবং জিতেশ শর্মা।
RCB vs DC IPL 2025 Live Updates: ৪ নম্বর উইকেটের পতন, এবার আউট লিভিংস্টোন
স্ট্র্যাটেজিক টাইম আউটের পর মোহিত শর্মার বলে ফিরলেন লিয়াম লিভিংস্টোন। ৪ নম্বর উইকেটের পতন বেঙ্গালুরুর।
RCB vs DC IPL 2025 Live Updates: ৯ ওভারে বেঙ্গালুরুর স্কোর ৮৯/৩
পর পর সল্ট, পাডিক্কাল এবং বিরাটকে হারিয়ে ধুঁকছে বেঙ্গালুরু। কমেছে রানের গতি। ৯ ওভার শেষে বেঙ্গালুরুর স্কোর ৮৯/৩। ক্রিজে রয়েছেন ক্যাপ্টেন রজত পাটিদার এবং লিয়াম লিভিংস্টোন।
RCB vs DC IPL 2025 Live Updates: আউট বিরাট কোহলি
অনামী বিপ্রজের বলে চালিয়ে খেলতে গিয়ে এবার আউট বিরাট কোহলি। ১৩ বলে ২২ রান করে আউট কোহলি।
RCB vs DC IPL 2025 Live Updates: এবার ফিরলেন পাডিক্কাল
সল্ট আউট হওয়ার পর চাপ বাড়ছিল কোহলি এবং পাডিক্কালের উপর। কমে এসেছিল রানের গতি। চাপের মুখে দ্বিতীয় উইকেটের পতন বেঙ্গালুরুর। এবার ফিরলেন পাডিক্কাল।
RCB vs DC IPL 2025 Live Updates: সল্ট ফিরতেই গতি কমল রানের
বিরাট কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফিরতে হয়েছে ফিল সল্টকে। ৩৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন ব্রিটিশ ক্রিকেটার। সল্ট আউট হতেই রানের গতি কমল বেঙ্গালুরুর।
RCB vs DC IPL 2025 Live Updates: বেঙ্গালুরুতে ছন্দপতন! রান আউট সল্ট
রান নিতে গিয়ে আউট হয়ে গেলেন ফিল সল্ট। বিধ্বংসী মেজাজে ছিলেন বেঙ্গালুরুর ওপেনার। বিরাট কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট। ৩৭ রান করে ফিরলেন প্যাভিলিয়নে। ক্রিজে এলেন দেবদত্ত পাডিক্কাল।
RCB vs DC IPL 2025 Live Updates: থামানো যাচ্ছে না সল্টকে
থামানো যাচ্ছে না বেঙ্গালুরুর ওপেনার ফিল সল্টকে। দিল্লির মিচেল স্টার্ককে পিটিয়ে ছাতু করলেন ব্রিটিশ ক্রিকেটার। এক ওভারে ৩০ রান দিলেন স্টার্ক।
RCB vs DC IPL 2025 Live Updates: কোহলি-সল্ট জুটি দারুণ ছন্দে
শুরুতেই রানের মধ্যে বেঙ্গালুরুর দুই ওপেনার বিরাট কোহলি এবং ফিল সল্ট। আগের ম্যাচগুলির মতোই দারুণ ছন্দে এই জুটি।
RCB vs DC IPL 2025 Live Updates: দুই দলের ইমপ্যাক্ট প্লেয়ার্স দেখে নিন একনজরে
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু:
সুয়শ শর্মা
রসিক সালাম
মনোজ ভান্ডাগে
জ্যাকব বেটেল
স্বপ্নিল সিং
দিল্লি ক্যাপিটালস:
অভিষেক পোড়েল
দর্শন নলকণ্ডে
করুণ নায়ার
সমীর রিজভি
ডোনোভান ফেরেরা
RCB vs DC IPL 2025 Live Updates: দুই দলের প্লেয়িং ইলেভেন
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু:
বিরাট কোহলি
ফিল সল্ট
দেবদত্ত পাডিক্কাল
রজত পাটিদার (অধিনায়ক)
লিয়াম লিভিংস্টোন
জিতেশ শর্মা (উইকেটকিপার)
টিম ডেভিড
ক্রুনাল পাণ্ডিয়া
ভুবনেশ্বর কুমার
জশ হ্যাজলউড
যশ দয়াল
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য প্লেয়িং ইলেভেন:
জেক ফ্রেজার-ম্যাকগার্ক
ফ্যাফ ডু প্লেসিস
কেএল রাহুল (উইকেটকিপার)
ট্রিস্টন স্টাবস
আশুতোষ শর্মা
অক্ষর প্যাটেল (অধিনায়ক)
বিপ্রজ নিগম
মিচেল স্টার্ক
কুলদীপ যাদব
মোহিত শর্মা
মুকেশ কুমার
RCB vs DC IPL 2025 Live Updates: টসে জিতে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠালেন অক্ষর প্যাটেল
টসে জিতল দিল্লি ক্যাপিটালস। বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠালেন দিল্লির ক্যাপ্টেন অক্ষর প্যাটেল।
RCB vs DC IPL 2025 Live Updates: বেঙ্গালুরু না দিল্লি, কোন দল এগিয়ে?
দিল্লি এখনও পর্যন্ত তাদের তিনটি ম্যাচ জিতেছে, আর আরসিবি চারটি ম্যাচের মধ্যে তিনটি জয় লাভ করেছে। দুই দলই পয়েন্ট টেবিলে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে।
RCB vs DC IPL 2025 Live Updates: একনজরে দুই দলের সম্ভাব্য প্লেয়িং ইলেভেন
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB):
ফিল সল্ট
বিরাট কোহলি
দেবদত্ত পাডিক্কাল
রজত পাটিদার (অধিনায়ক)
লিয়াম লিভিংস্টোন
জিতেশ শর্মা (উইকেটকিপার)
টিম ডেভিড
ক্রুনাল পাণ্ডিয়া
ভুবনেশ্বর কুমার
জশ হ্যাজলউড
যশ দয়াল
দিল্লি ক্যাপিটালস (DC):
জেক ফ্রেজার-ম্যাকগার্ক
কেএল রাহুল (উইকেটকিপার)
অভিষেক পোড়েল
অক্ষর প্যাটেল (অধিনায়ক)
সমীর রিজভি
ট্রিস্টন স্টাবস
আশুতোষ শর্মা
বিপ্রজ निगम
মিচেল স্টার্ক
কুলদীপ যাদব
মোহিত শর্মা