/indian-express-bangla/media/media_files/2025/06/04/7ma7gr5MYKFQDG0yDe8T.jpg)
Vijay Mallya RCB: ১৮ বছর আগে তরুণ বিরাট কোহলির উপর নিলামে বাজি ধরেছিলেন বিজয় মালিয়া
Vijay Mallya on RCB IPL win: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু IPL 2025 শিরোপা জিতে ইতিহাস গড়েছে। ১৮ বছর পর প্রথমবারের মতো এই ট্রফি জিতেছে আরসিবি (RCB)। দলের এই ঐতিহাসিক জয়ে খুশিতে আত্মহারা প্রাক্তন মালিক বিজয় মালিয়া (Vijay Mallya)। তিনি স্মৃতিচারণ করেন কীভাবে ১৮ বছর আগে তরুণ বিরাট কোহলির (Virat Kohli) উপর নিলামে বাজি ধরেছিলেন এবং বলেন, এই মহান ব্যাটার যেভাবে এত বছর ধরে দলের প্রতি অনুগত এবং নিষ্ঠাবান থেকেছেন, তা দেখে সত্যিই ভাল লেগেছে।
আরসিবি আহমেদাবাদে অনুষ্ঠিত ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে মঙ্গলবার গভীর রাতে প্রথমবার আইপিএল ট্রফি জিতে নেয়। বিজয় মালিয়া ‘এক্স’-এ (আগের টুইটার) লিখেছেন, ‘যখন আমি আরসিবি টিম তৈরি করেছিলাম, তখন আমার স্বপ্ন ছিল আইপিএল ট্রফি বেঙ্গালুরুতে আসুক। আমি সেই সময়ে তরুণ কিং কোহলিকে দলে নিই। এটা দেখে খুবই আনন্দ হচ্ছে যে সে ১৮ বছর ধরে একই দলের সঙ্গে থেকেছে।’
আরও পড়ুন বেঁকে বসল পুলিশ, আরসিবি ট্রফি জিতলেও মিলল না এই বিশেষ অনুমতি!
মালিয়া ২০০৮ সালে ১১১.৬ মিলিয়ন ডলারে (ভারতীয় মুদ্রায় প্রায় ৯৫৯.৯৪ কোটি টাকা) আরসিবি কিনেছিলেন। ওই বছর জানুয়ারিতে অনুষ্ঠিত প্রথম আইপিএল নিলামেই তিনি কোহলিকে দলে নেন এবং সেই থেকে কোহলি আরসিবির সঙ্গে রয়েছেন। ২০১৬ সালে ব্যাংক ঋণ পরিশোধ না করায় মালিয়া দলের মালিকানা হারান। বর্তমানে দলের মালিক ইউনাইটেড স্পিরিটস।
‘অবশেষে আইপিএল ট্রফি বেঙ্গালুরুতে এল’
মালিয়া লিখেছেন, ‘আমি ইউনিভার্স বস ক্রিস গেইল এবং মিস্টার ৩৬০ এবি ডিভিলিয়ার্সকেও দলে নিয়েছিলাম, যাঁরা আরসিবির ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। শেষ পর্যন্ত আইপিএল ট্রফি বেঙ্গালুরুতে এল। অভিনন্দন এবং আমার স্বপ্ন পূরণের জন্য সবাইকে ধন্যবাদ। আরসিবি-র সমর্থকেরা সবচেয়ে দুর্দান্ত, এবং এই জয়ের যোগ্যও।’ তিনি আরও লেখেন, ‘ই সালা কাপ বেঙ্গালুরু বারুথে।’
When I founded RCB it was my dream that the IPL trophy should come to Bengaluru. I had the privilege of picking the legendary King Kohli as a youngster and it is remarkable that he has stayed with RCB for 18 years. I also had the honour of picking Chris Gayle the Universe Boss…
— Vijay Mallya (@TheVijayMallya) June 3, 2025
ফাইনালে দলের পাশে ছিলেন গেইল ও ডিভিলিয়ার্স
পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ফাইনাল ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন গেইল ও ডিভিলিয়ার্স। একসময় আরসিবির জার্সিতে খেলা এই দুই কিংবদন্তি ফাইনালে প্রাক্তন সতীর্থ বিরাট কোহলিকে সমর্থন জানাতে মাঠে এসেছিলেন। শিরোপা জয়ের পর তাঁরা কোহলির সঙ্গে একসুরে বলেন, ‘ই সালা কাপ নমদু।’ যার অর্থ, ‘এই কাপ এখন আমাদের।’
আরও পড়ুন ১৮ বছর পর এসেছে সাফল্য, আইপিএল জিতেই অবসর নিচ্ছেন বিরাট কোহলি?