/indian-express-bangla/media/media_files/2025/05/31/axNRRJRfL1VP1W4zgM6X.png)
২০২৫ আইপিএল ফাইনালে রিজার্ভ ডে রাখা হয়েছে
IPL 2025: চলতি আইপিএল টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ার ম্য়াচে পঞ্জাব কিংসকে (Punjab Kings) হারিয়ে ফাইনালের টিকিট ইতিমধ্যে কনফার্ম করে ফেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। দ্বিতীয় ফাইনালিস্ট কারা হবে, সেটা আগামী ১ জুন জানা যাবে। কারণ, দ্বিতীয় কোয়ালিফায়ার ম্য়াচে খেলতে নামবে পঞ্জাব কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। সূচি অনুসারে, ২০২৫ আইপিএল টুর্নামেন্টের ফাইনাল ম্য়াচ আগামী ৩ জুন অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) আয়োজন করা হবে।
৩ নয়, ৪ জুন আয়োজন করা হতে পারে আইপিএল ফাইনাল, কিন্তু কীভাবে?
এই টুর্নামেন্টের মূল সূচি অনুসারে ২০২৫ আইপিএল টুর্নামেন্টের ফাইনাল ম্য়াচ আগামী ৩ জুন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজন করা হবে। যদি বৃষ্টি কিংবা অন্য কোনও কারণে এই ম্য়াচ স্থগিত হয়ে যায়, সেক্ষেত্রে টুর্নামেন্টের অন্তিম ম্য়াচটি ৪ জুন আয়োজন করা হবে। এর কারণ হল, নিয়মানুসারে ৪ জুন ফাইনাল ম্য়াচের রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে।
GT vs MI Highlights, IPL Match Today: লজ্জার হার গুজরাটের, দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বই বনাম পঞ্জাব
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, কয়েকদিন আগেই এই টুর্নামেন্টে প্লে-অফ ম্য়াচের জন্য নতুন নিয়ম জারি করা হয়েছে। যদি বৃষ্টি কিংবা অন্য কোনও কারণে নির্দিষ্ট সময় প্লে-অফের ম্য়াচ আয়োজন করা সম্ভব না হয়, সেক্ষেত্রে অতিরিক্ত সময় হিসেবে ১২০ মিনিট পর্যন্ত দেওয়া হবে। অর্থাৎ যে ম্য়াচটা ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হওয়ার কথা, সেটা রাত সাড়ে ৯টাতেও শুরু হতে পারে। সেক্ষেত্রে কোনও ওভার সংখ্যা কমানো হবে না। অর্থাৎ সাড়ে ৯টা থেকে ম্যাচ শুরু হলেও দুটো দলই ২০ ওভার করে খেলতে পারবে।
আরসিবি এবং পঞ্জাব, একবারও জেতেনি আইপিএল খেতাব
আপাতত ২০২৫ আইপিএল টুর্নামেন্টে খেতাব জয়ের লড়াইয়ে তিনটে দল টিকে রয়েছে। এরমধ্যে দুটো দল তো এখনও পর্যন্ত একবারও ট্রফি জিততে পারেনি। মুম্বই ইন্ডিয়ান্স এখনও পর্যন্ত পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। তবে গত ৪ বছর ধরে তারাও ট্রফির জন্য অপেক্ষা করছে। ২০২০ সালে শেষবার মুম্বই IPL খেতাব জয় করেছিল। সেইবছর দিল্লি ক্যাপিটালসকে তারা ৫ উইকেটে পরাস্ত করে। এছাড়া গত ৪ মরশুমে মুম্বই একবারও ফাইনালে উঠতে পারেনি।