Rohit Sharma: ক্রিকেট বিশ্বের তারকা ব্যাটারদের মধ্যে অন্যতম নাম হল রোহিত শর্মা। কিন্তু, চলতি আইপিএল টুর্নামেন্টে এখনও পর্যন্ত ব্যাটিং বিস্ফোরণ দেখতে পাওয়া যায়নি। এই বছর রোহিত ৬ ম্য়াচ খেলেও ১০০ রানের চৌকাঠ স্পর্শ করতে পারেননি। গত কয়েক বছরের পরিসংখ্যানে যদি চোখ বোলানো যায়, তাহলে দেখা যাবে যে হিটম্য়ানের পারফরম্য়ান্স ক্রমশ নিম্নমুখী হচ্ছে।
কিন্তু, তা সত্ত্বেও মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি তাঁকে শুধুমাত্র মোটা অঙ্কের টাকা দিয়ে রিটেনই করেনি, প্রত্যেকটা ম্য়াচেও নিয়ম করে খেলাচ্ছে। অন্য কোনও ক্রিকেটার যদি এই পারফরম্য়ান্স করতেন, তাহলে কি এতগুলো সুযোগ দেওয়া হত? বোধহয় না।
Rohit Sharma: কোচের পর এবার রোহিতের উপরেও খাঁড়া? BCCI-এর অ্যাকশন মোডে তুলকালাম
প্রথম ৬ ম্যাচে মাত্র ৮২ রান করেছেন রোহিত
এই বছর মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হয়ে রোহিত শর্মা এখনও পর্যন্ত ৬ ম্য়াচ খেলেছেন। কিন্তু, তিনি এখনও পর্যন্ত মাত্র ৮২ রানই করতে পেরেছেন। ব্যাটিং গড় মাত্র ১৩.৬৬। সবথেকে মজার ব্যাটার, তিনি সর্বাধিক ২৬ রান করেছেন। গত ম্য়াচেই এই রানটা করেন তিনি।
Rohit Sharma and Sanjiv Goenka: 'আপনার আর চিন্তা কী!' সঞ্জীব গোয়েঙ্কাকে কেন একথা বললেন রোহিত? দেখুন ভিডিও
২০২৪ আইপিএল টুর্নামেন্টে রোহিত ১৪ ম্য়াচে ৪১৭ রান করেছিলেন। তাঁর ব্য়াটিং গড় ছিল ৩২.০৭। গত মরশুমে তিনি একটি শতরানও করেছিলেন। সেকারণে এই পরিসংখ্যান কিছুটা হলেও বেশ ভাল দেখাচ্ছে। নাহলে পরিস্থিতি আরও খারাপ থেকে খারাপতর হত। এছাড়া ২০২৩ সালে রোহিত ১৬ ম্য়াচে মোট ৩৩২ রান করেছিলেন। ওই বছর তাঁর ব্যাটিং গড় ছিল ২০.৭৫।
Rohit Sharma Injury Update: চোট সারিয়ে কবে দলে ফিরবেন রোহিত? মুম্বই কোচের কথায় বাড়ল অনিশ্চয়তা
ফিল্ডিং করেন না, শুধুমাত্র সামান্য সময়ের জন্য ব্যাটিং
চলতি বছর (IPL 2025) রোহিত শর্মা একটাই ম্য়াচ মিস করেছেন। বাকি প্রত্যেকটা ম্য়াচে তিনি খেলতে নেমেছেন। কিন্তু, কেন রোহিত শর্মাকে প্রত্যেকটা ম্য়াচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামানো হচ্ছে, সেটা মস্ত বড় প্রশ্ন হয়ে উঠছে। ওঁর ফিটনেস নিয়ে আদৌ কোনও সমস্যা রয়েছে, না অন্য কোনও কারণ? তা নিয়ে ক্রমশ ধোঁয়াশা বাড়ছে।
Rohit Sharma Injury: আদৌ চোট না পাকাপাকি বাদ? রোহিতের অনুপস্থিতি নিয়ে বাড়ছে ধোঁয়াশা
ফিল্ডিং করতে নামছেন না তিনি। শুধুমাত্র কিছুক্ষণের জন্য ব্যাট করতে আসছেন, তারপরই গল্প শেষ। এরথেকে বেশি সময় তো মহেন্দ্র সিং ধোনিকে মাঠে দেখতে পাওয়া যায়। এখন তো নয় মহেন্দ্র সিং ধোনি অধিনায়ক। কিন্তু, যখন ক্যাপ্টেন ছিলেন না, তখনও তাকে কখনও ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে দেখা যায়নি। পুরো ২০ ওভার কিপিং করার পাশাপাশি ব্যাট করতেও তাঁকে দেখা যায়।
মুম্বইয়ের এই পরিস্থিতির জন্য় রোহিতই দায়ী?
মুম্বই ইন্ডিয়ান্স গত মরশুমের মতো এই বছরও আইপিএল টুর্নামেন্টে জঘন্য পারফরম্য়ান্স করছে। এই দুর্দশার পিছনে কিছুটা হলেও দায় রয়েছে রোহিত শর্মারও। তিনি রান করতে পারছেন না। শুধুমাত্র আইপিএল টুর্নামেন্টই নয়, টিম ইন্ডিয়ার হয়েও রোহিত একেবারে ভাল পারফরম্য়ান্স করতে পারছেন না।
Michael Vaughan Slams Rohit Sharma: 'নামের জোরেই কাটছে, না-হলে কবে বাদ পড়ে যেত,' রোহিতকে তীব্র কটাক্ষ বিশ্বখ্যাত তারকার
আর সেকারণে নিজের বিপদ নিজেই ডেকে আনছেন। আইপিএল টুর্নামেন্ট শেষ হলেই টিম ইন্ডিয়া ইংল্যান্ড সফরে যাবে। সেই সফরে ভারতীয় ক্রিকেট স্কোয়াডে রোহিত শর্মাকে রাখা হবে কি না, তা নিয়ে এখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই টুর্নামেন্টে মুম্বই ইন্ডিয়ান্সকে এখনও সাতটা ম্য়াচ খেলতে হবে। যদি রোহিত ব্যাট গর্জন করে না ওঠে, তাহলে অবশ্যই তাঁর পারফরম্য়ান্স নিয়ে প্রশ্ন উঠতে শুরু করবে।