RCB vs PBKS IPL 2025 Final: পঞ্জাব না আরসিবি, কারা জিতবে আইপিএল ট্রফি? দেখে নিন পরিসংখ্য়ান

RCB vs PBKS Head To Head: লিগ পর্বের পয়েন্ট তালিকায় পঞ্জাব কিংস এবং আরসিবি যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় স্থানে ছিল। সেকারণে এই দুটো দলের মধ্য়ে প্রথম কোয়ালিফায়ার ম্য়াচ আয়োজন করা হয়। সেই ম্য়াচে আরসিবি পঞ্জাবের বিরুদ্ধে দাপুটে জয়লাভ করেছিল।

RCB vs PBKS Head To Head: লিগ পর্বের পয়েন্ট তালিকায় পঞ্জাব কিংস এবং আরসিবি যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় স্থানে ছিল। সেকারণে এই দুটো দলের মধ্য়ে প্রথম কোয়ালিফায়ার ম্য়াচ আয়োজন করা হয়। সেই ম্য়াচে আরসিবি পঞ্জাবের বিরুদ্ধে দাপুটে জয়লাভ করেছিল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli and Shreyas Iyer 3453

বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ার

IPL 2025 Final: যাবতীয় কাজকর্ম যতটা তাড়াতাড়ি সম্ভব সেরে ফেলুন। মঙ্গলবার (৩ মে) মহারণের আয়োজন করা হচ্ছে। ২০২৫ আইপিএল টুর্নামেন্টের ফাইনালে আরসিবি (Royal Challengers Bengaluru) এবং পঞ্জাব কিংস (Punjab Kings) একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজন করা হবে এই ফাইনাল ম্য়াচ।

Advertisment

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টাদশ মরশুমে দুর্দান্ত পারফরম্যান্স করেছিল আরসিবি। যদিও চলতি মরশুমে পঞ্জাব কিংসের পারফরম্য়ান্সও ছিল যথেষ্ট নজরকাড়া। টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ার ম্য়াচে বেঙ্গালুরু দল পঞ্জাবকে কার্যত একতরফাভাবে পরাস্ত করে। কিন্তু, দ্বিতীয় কোয়ালিফায়ারে শ্রেয়স আইয়ারের দল যে খেলাটা দেখিয়েছে, তারপর বিরাট কোহলিদের (Virat Kohli) নিশ্চয়ই রাতের ঘুম উড়ে গিয়েছে। আসুন জেনে নেওয়া যাক আইপিএল ইতিহাসে আরসিবি এবং পঞ্জাবের মধ্যে কোন দল বেশি শক্তিশালী।

PBKS vs MI: এক ম্যাচেই জোড়া অবিশ্বাস্য রেকর্ড! IPL-এ নয়া ইতিহাস লিখলেন সূর্যকুমার যাদব

Advertisment

একনজরে হেড টু হেড পরিসংখ্যান

আইপিএল ইতিহাসে আরসিবি এবং পঞ্জাব কিংস মোট ৩৬ বার একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে। এরমধ্য়ে বেঙ্গালুরু ১৮ ম্য়াচে জয়লাভ করেছে। একই সংখ্যক ম্যাচে জয়লাভ করেছে পঞ্জাবের 'শের'রাও। অর্থাৎ দুই দলের মধ্যেই এখনও পর্যন্ত 'কাঁটে কী টক্কর' দেখতে পাওয়া গিয়েছে।

Shreyas Iyer Angry: ফাইনালে উঠতেই মেজাজ সপ্তমে, শশাঙ্ককে 'দুচ্ছাই' করলেন শ্রেয়স! দেখুন ভিডিও

এই মরশুমে বেঙ্গালুরু এবং পঞ্জাব মোট ৩ বার একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে। প্রথম ম্য়াচে শ্রেয়স আইয়ারের দল ৫ উইকেটে জয়লাভ করেছিল। এরপর দুটো ম্য়াচে আরসিবি জয়লাভ করে। বেঙ্গালুরু দুটো ম্য়াচে যথাক্রমে ৭ উইকেট এবং ৮ উইকেটে জয়লাভ করেছে।

PBKs vs RCB: RCB-র কাছে লজ্জার হার, ভরাডুবির দিনেও ফিরে আসার অঙ্গীকার, কী বললেন শ্রেয়াস?

প্রথম কোয়ালিফায়ারে RCB-র দাপুটে পারফরম্য়ান্স

২০২৫ আইপিএল টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ার ম্য়াচে পঞ্জাব কিংসকে কার্যত উড়িয়ে দিয়েছিল আরসিবি। বেঙ্গালুরুর বোলারদের সামনে পঞ্জাবের ব্য়াটিং ডিপার্টমেন্ট কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ১৪.১ ওভারের মধ্যে পঞ্জাব কিংস ১০১ রানে অলআউট হয়ে গিয়েছিল।

PBKS vs RCB Qualifier 1: আর মাত্র একটা, বিরাটের এক ইশারাতেই পাগল অনুষ্কা! আনন্দে আত্মহারা বলিউড ডিভা

এই টার্গেট আরসিবি ১০ ওভার হাতে রেখেই অর্জন করে নেয়। ফিল সল্ট ২৭ বলে ৫৬ রান করেন। অন্যদিকে ব্যাট হাতে যোগ্য সঙ্গত দিয়েছিলেন রজত পতিদার এবং ময়াঙ্ক আগরওয়ালও।

Virat Kohli Punjab Kings Shreyas Iyer Royal Challengers Bengaluru IPL 2025