PBKs vs RCB: RCB-র কাছে লজ্জার হার, ভরাডুবির দিনেও ফিরে আসার অঙ্গীকার, কী বললেন শ্রেয়াস?

IPL Qualifier 1 PBKS vs RCB: এবার আইপিএল ফাইনালে যাওয়ার অন্যতম দাবিদার পাঞ্জাব কিংস ঘরের মাঠে এইভাবে আরসিবির কাছে অসহায় আত্মসমর্পণ করবে তা বোধহয় অতি বড় ক্রিকেট বিশেষজ্ঞও আশা করেননি।

IPL Qualifier 1 PBKS vs RCB: এবার আইপিএল ফাইনালে যাওয়ার অন্যতম দাবিদার পাঞ্জাব কিংস ঘরের মাঠে এইভাবে আরসিবির কাছে অসহায় আত্মসমর্পণ করবে তা বোধহয় অতি বড় ক্রিকেট বিশেষজ্ঞও আশা করেননি।

author-image
Subhamay Mandal
New Update
Shreyas Iyer PBKS: এই হারের পরও দমেননি অধিনায়ক শ্রেয়াস আইয়ার

Shreyas Iyer PBKS: এই হারের পরও দমেননি অধিনায়ক শ্রেয়াস আইয়ার

Shreyas Iyer on PBKS Defeat: IPL 2025 কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) কাছে ভয়ঙ্কর হারের পর চুরমার হয়ে গিয়েছে পাঞ্জাব কিংসের (PBKS) মনোবল। বৃহস্পতিবার মুল্লাঁপুরে ঘরের মাঠে আরসিবির কাছে এমন লজ্জার হার পাঞ্জাবের ফ্যানদেরও ভিতর থেকে ভেঙেচুরে দিয়েছে। কিন্তু এই হারের পরও দমেননি অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। ম্যাচের শেষে পাঞ্জাব কিংস শিবির এবং ফ্যানদের মনোবল বাড়াতে দিয়ে গেলেন ফিরে আসার অঙ্গীকার।

Advertisment

এবার আইপিএল ফাইনালে যাওয়ার অন্যতম দাবিদার পাঞ্জাব কিংস ঘরের মাঠে এইভাবে আরসিবির কাছে অসহায় আত্মসমর্পণ করবে তা বোধহয় অতি বড় ক্রিকেট বিশেষজ্ঞও আশা করেননি। ১৫ ওভারও ব্যাট করতে পারেননি শ্রেয়াসরা। টিমের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন মার্কাস স্টোইনিস। উল্টোদিকে, টার্গেট তাড়া করতে নেমে ৬০ বলেই ১০২ রানের লক্ষ্য হাসিল করে নেন ফিল সল্ট-রজত পাতিদাররা। এমন হারের পরে যে কোনও টিমের ক্যাপ্টেনেরই মনোবল ভেঙে যাওয়া স্বাভাবিক। তবে ব্যতিক্রম শ্রেয়াস আইয়ার।

হারের পর শরীরী ভাষায় কোনও পরিবর্তন আসেনি শ্রেয়াসের। ম্যাচের শেষে সাফ জানিয়ে দেন, লড়াইটা হেরেছি, যুদ্ধ এখনও অনেক বাকি। তিনি বলেন, 'এটা ভোলার দিন নয়। বরং আমাদের আবার নতুন করে প্ল্যানিং করতে হবে। আমরা অনেক উইকেট হারিয়েছি। অনেক কিছু ফিরে গিয়ে মন দিয়ে ভাবতে হবে। আমার নিজের সিদ্ধান্তে সন্দেহ নেই। সততার সঙ্গেই বলছি, যা যা আমরা মাঠের বাইরে প্ল্যান করেছি এবং ভিতরে করেছি আমার মনে হয় সবই সঠিক ছিল। শুধু আমরা মাঠে সেগুলো প্রয়োগ করতে পারেনি।'

Advertisment

আরও পড়ুন আর মাত্র একটা, বিরাটের এক ইশারাতেই পাগল অনুষ্কা! আনন্দে আত্মহারা বলিউড ডিভা

এই হারের জন্য বোলারদের দোষ দেননি শ্রেয়াস। তবে ব্যাটিং তাঁকে নিরাশ করেছে। তিনি জোর দিয়েছেন, ব্যাটিং লাইন আপ নিয়ে ভাবনাচিন্তা করতে হবে আর সেই অনুযায়ী খেলতে হবে। টিমের ব্যাটিংয়ের উপর যথেষ্ট ভরসা রয়েছে শ্রেয়াসের। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ফিরে আসার বিষয়ে আশাবাদী তিনি। আগে বলেছেন, 'বোলারদের দোষ দিতে পারব না কারণ এত কম রান রক্ষা করা মুশকিল। আমাদের ব্যাটিং  নিয়ে কাজ করতে হবে। বিশেষ করে পিচ অনুযায়ী খেলার বিষয়ে। এই পিচে সব ম্যাচেই বাউন্স সমস্যা হয়েছে। তবে আমরা পেশাদার হিসাবে এই কারণ দিতে পারি না। পরিস্থিতি অনুযায়ী আমাদের ব্যাট করতে হবে এবং চ্যালেঞ্জকে ফেস করতে হবে। আমরা লড়াই হেরেছি, কিন্তু যুদ্ধ নয়।'

আরও পড়ুন প্লে-অফের ইতিহাস বদলে দিল RCB, এই হার ভুলতে পারবে না পঞ্জাব কিংস!

RCB Shreyas Iyer PBKS IPL 2025