IPL 2025 Final: বিজেপির কলকাঠিতেই ইডেন থেকে সরেছে IPL Final! বিস্ফোরক বাংলার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

IPL 2025 Final shifted from Eden Gardens: ইডেন গার্ডেন্স থেকে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল-সহ দুটি নকআউট ম্যাচ সরানোর নেপথ্যে রাজনীতিই, বলে দিলেন অরূপ বিশ্বাস।

IPL 2025 Final shifted from Eden Gardens: ইডেন গার্ডেন্স থেকে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল-সহ দুটি নকআউট ম্যাচ সরানোর নেপথ্যে রাজনীতিই, বলে দিলেন অরূপ বিশ্বাস।

author-image
IE Bangla Sports Desk
New Update
Eden Gardens-Arup Biswas: ক্রীড়ামন্ত্রী সরাসরি কেন্দ্র এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তুলেছেন

Eden Gardens-Arup Biswas: ক্রীড়ামন্ত্রী সরাসরি কেন্দ্র এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তুলেছেন

Arup Biswas questions IPL 2025 Final shifted from Eden Gardens: রাজনীতির জন্যই ইডেন (Eden Gardens) থেকে সরেছে আইপিএলের কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচ? কয়েকদিন ধরে ঘুরপাক খাওয়া এই প্রশ্নেই সিলমোহর দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। বৃহস্পতিবার কলকাতা পুলিশের সিপি মনোজ ভার্মাকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজনীতি করার জন্যই রাজ্যের ক্রিকেটপ্রেমীদের বঞ্চিত করা হয়েছে। ইডেন গার্ডেন্স থেকে আহমেদাবাদের নরেন্দ্র মোদী (Narendra Modi Stadium) স্টেডিয়ামে ফাইনাল-সহ দুটি নকআউট ম্যাচ সরানোর নেপথ্যে রাজনীতিই, বলে দিলেন অরূপ বিশ্বাস।

Advertisment

এদিন মনোজ ভার্মাকে পাশে বসিয়ে ক্রীড়ামন্ত্রী সরাসরি কেন্দ্র এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তুলেছেন। তার ব্যাখ্যা দিতে গিয়ে কয়েকটি উদাহরণ দিয়েছেন অরূপ। বুধবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে দাবি করেন, আইনশৃঙ্খলা এবং নিরাপত্তার কারণেই ম্যাচ ইডেন থেকে সরানো হয়েছে। কিন্তু রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বিসিসিআইয়ের একটি বিবৃতি তুলে ধরে তার জবাব দেন। যেখানে বোর্ড স্পষ্ট জানিয়েছে, খেলা সরানোর কারণ আবহাওয়া, এতে বাংলার সরকারের কোনও ভূমিকা নেই। কিন্তু বিষয়টি নিয়ে অযথা রাজনীতি করছেন সুকান্ত।

এদিন অরূপ বলেন, 'রাজনৈতিক কারণে আইপিএলের প্লে-অফ এবং ফাইনাল ইডেন থেকে সরানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজনীতি করছেন করুন, কিন্তু বাংলার ক্রীড়াপ্রেমীদের বঞ্চিত করা হয়েছে। সুকান্তবাবু বলছেন, আইনশৃঙ্খলা-নিরাপত্তার কারণে ম্যাচ সরানো হয়েছে। উনি সম্পূর্ণ মিথ্য়া কথা বলছেন। কারণ বিসিসিআই বলছে আবহাওয়ার কারণে খেলা সরানো হয়েছে।'
 
ক্রিকেটপ্রেমীদের সঙ্গে বঞ্চনাকে ১০০ দিনের কাজ, আবাস যোজনা, সড়ক যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে জুড়েছেন ক্রীড়ামন্ত্রী। তাঁর অভিযোগ, 'সবক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বঞ্চিত করা হচ্ছে। ১০০ দিনের কাজ, আবাস যোজনা, অন্যান্য বিভিন্ন খাতের ন্যায্য বকেয়া আটকে রেখেছে কেন্দ্র। ১ লক্ষ ৮৭ কোটি টাকা কেন্দ্র আটকে রেখেছে। সব জায়গায় রাজনীতি হচ্ছে। এবার ক্রিকেটপ্রেমীদের বঞ্চিত করা হল।'

আরও পড়ুন মোদী-মমতা দ্বৈরথেই ইডেন থেকে সরছে ফাইনাল! রাজনীতির রং এবার আইপিএলেও?

Advertisment

অরূপ বিশ্বাস বলেন, 'ইডেনে আইপিএলের গ্রুপ পর্বের সাতটি ম্যাচ হয়েছে। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রতিটা ম্যাচে গড়ে ৬০-৬৫ হাজার দর্শক মাঠে খেলা দেখেছেন। তাহলে আইনশৃঙ্খলার সমস্যার প্রশ্ন উঠছে কেন?' মন্ত্রীর কথার রেশ ধরেই সিপি মনোজ ভার্মা বলেন, 'ইডেনে ৭টা ম্যাচ হয়েছে। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সবাই ভালভাবে খেলা দেখেছেন। শুধু রামনবমীর দিন নিরাপত্তার কারণে একটা ম্যাচ নিয়ে সমস্যা হয়েছিল। সেটাও কলকাতাতেই হয়েছে। কেউ নিরাপত্তা নিয়ে প্রশ্ন করেনি। সাতটা ম্যাচ ভালভাবেই হয়েছে।'

Eden Gardens IPL 2025 Arup Biswas