IPL 2025: শনিবার থেকে শুরু হচ্ছে ২০২৫ আইপিএল টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব। ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার (India Pakistan Tension) কারণে এই টুর্নামেন্ট এক সপ্তাহের জন্য স্থগিত করে দেওয়া হল। ইতিমধ্যে টুর্নামেন্টের নয়া সূচি সামনে এসেছে। সূচি অনুসারে, আগামী ৩ জুন এই টুর্নামেন্টের ফাইনাল ম্য়াচ আয়োজন করা হবে।
ইডেন থেকে সরতে পারে আইপিএল ফাইনাল
আগে ঠিক ছিল যে ২০২৫ আইপিএল টুর্নামেন্টের ফাইনাল ম্য়াচটা কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আয়োজন করা হবে। কিন্তু, এখন শোনা যাচ্ছে, ফাইনাল নাকি ইডেন গার্ডেন্স থেকে সরিয়ে নেওয়া হবে। আয়োজন করা হবে অহমেদাবাদের নরেন্দ্র মোদী (Narendra Modi) স্টেডিয়ামে। যদিও এখনও পর্যন্ত প্লে-অফের ভেন্যু ঘোষণা করা হয়নি। তবে শোনা যাচ্ছে, BCCI-এর যুক্তি যে আগামী ৩ জুন কলকাতায় ব্যাপক বৃষ্টিপাত হবে। সেকারণেই নাকি ম্য়াচ সরানোর চিন্তাভাবনা করা হচ্ছে।
Moeen Ali IPL 2025 exit: জোড়া দুঃসংবাদে ছারখার KKR শিবির! 'উইকেট' পড়ল দুই তারকা অলরাউন্ডারের
আইপিএল টুর্নামেন্টে এর আগেও একাধিক প্রতিবন্ধকতা এসেছিল। কখনও নির্বাচনের কারণে অন্য দেশে স্থানান্তর করতে হয়েছে। কখনও বা আবার করোনা অতিমারির কারণে টুর্নামেন্ট স্থগিত রাখতে হয়েছে। কিন্তু, ফাইনাল ম্য়াচের ভেন্যু বদল, এর আগে কখনও হয়নি। এই পরিস্থিতিতে অনেকেই মনে করছেন, ঝড়-বৃষ্টি নেহাতই অজুহাত মাত্র! আসলে রাজনৈতিক দ্বৈরথের কারণেই এই মেগা টুর্নামেন্টের ফাইনাল ম্য়াচ সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
IPL 2025: শিউরে ওঠা রাত ভুলতে পারছেন না স্ত্রী, IPL খেলতে ভারতে আসছেন না বিশ্বজয়ী তারকা, দুঃসংবাদে ছারখার DC
বঙ্গ ক্রিকেট সমর্থকদের একাংশের দাবি, গুজরাট হল নরেন্দ্র মোদী এবং অমিত শাহের 'হোমগ্রাউন্ড'। আবার আইসিসি-র শীর্ষ পদে রয়েছেন অমিত পুত্র জয় শাহ। অন্যদিকে, রাজনীতির টেস্ট উইকেটে মোদী-মমতার (Mamata Banerjee) সম্পর্কটা যে কোন জায়গায় অবস্থান করছে, তা কারোর কাছেই অজানা নয়। আর সেকারণেই নাকি ক্রিকেটের নন্দনকানন ছেড়ে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই টুর্নামেন্টের ফাইনাল আয়োজন করা হবে। যদিও পুরো বিষয়টাই জল্পনার উপরে দাঁড়িয়ে রয়েছে। এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
KKR IPL Playoff Scenario: শনিবারই প্লে-অফের লড়াই শেষ! ছিটকে যাবে কেকেআর? মাথায় হাত সমর্থকদের
সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট বোর্ড নাকি আশঙ্কা প্রকাশ করেছে যে ম্য়াচের দিন কলকাতায় ৬৫ শতাংশ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। কিন্তু, ১৭ দিন আগে কীভাবে সেই খবর পাওয়া গেল, তা নিয়েও একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ, কেন্দ্রীয় সরকারের ‘ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট’ মোটামুটি ৬ দিনের পূর্বাভাস দিতে পারে। তাহলে? মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি অ্যাপে নির্ভর করেই এই খবর দেওয়া হচ্ছে।
Mitchell Starc IPL 2025: বড় বিপদে মিচেল স্টার্ক! বৌয়ের কথায় 'হাপিশ' কোটি-কোটি টাকা
ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বললেন, 'আমরা জানতে পেরেছি যে এই বছর কেরালায় আগামী ২৭ মে বর্ষা আসবে। আর একথা সবাই জানে যে কেরালায় বর্ষা আসার ১৫ দিন পর তা বাংলায় পা রাখে। অর্থাৎ, ৩ জুন যে খুব বেশি বৃষ্টিপাত হবে, এমন আশা করা যায় না। আর এই সময়ে ভারতের প্রত্যেকটা রাজ্যেই কমবেশি বৃষ্টিপাত হচ্ছে।'
Mustafizur Rahman: মুস্তাফিজুরকে IPL খেলার সম্মতি দিল বাংলাদেশ, রয়েছে বিশেষ শর্ত
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'গত বছর ১১ জুন থেকে আমরা বেঙ্গল প্রিমিয়ার লিগ আয়োজন করেছিলেন। গোটা টুর্নামেন্টে ৬৩ ম্য়াচ আয়োজন করেছিলাম। কিন্তু, বৃষ্টির কারণে একটাই ম্য়াচ ভেস্তে গিয়েছিল। বাকি কোনও ম্য়াচ বৃষ্টির কারণে বন্ধ হয়নি।' সঙ্গে তিনি আশ্বস্ত করলেন যে আইপিএল ফাইনাল ম্য়াচ কলকাতাতেই আয়োজন করা সম্ভব হবে বলে তাঁর আশা। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে এই ব্যাপারে চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠির উত্তরের অপেক্ষা আপাতত করা হচ্ছে।