/indian-express-bangla/media/media_files/2025/06/03/XYNdk3BBMJxDRZHXzrdN.jpg)
শুরু হয়ে গিয়েছে ২০২৫ আইপিএল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান
IPL 2025: আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে অষ্টাদশ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল ম্য়াচ। অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত এই ম্য়াচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) এবং পঞ্জাব কিংস (Punjab Kings) খেলতে নামবে। তবে ফাইনাল ম্য়াচ শুরু হওয়ার আগে একটি সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হবে। জানা গিয়েছে, অপারেশন সিন্দুর থিমের উপরেই গোটা অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে। সেইকারণে এই সমাপনী অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে 'ট্রিবিউট সেরিমনি'। কারা-কারা এই অনুষ্ঠানে আসর মাতাবেন, আসুন সেই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
IPL 2025 Final RCB vs PBKS: IPL ফাইনালের আগেই মাথায় হাত কোহলিদের! তারকা বিদেশিকে ছাড়াই নামবে RCB
রজত পতিদারের নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথমবার আইপিএল খেতাব জিততে মাঠে নামছে। অন্যদিকে, পঞ্জাবও তাকিয়ে রয়েছে প্রথম ট্রফির দিকে। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে দলটা বেশ ভাল পারফরম্য়ান্স করছে। এই মাঠেই তারা দ্বিতীয় কোয়ালিফায়ার ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্সকে পরাস্ত করেছিল। যদিও প্রথম কোয়ালিফায়ার ম্যাচে তারা আরসিবি-র কাছে হেরে যায়। সেকারণে বেঙ্গালুরুর আত্মবিশ্বাসও আপাতত সপ্তম স্বর্গে রয়েছে। একটা কথা বলাই যায় যে ফাইনাল ম্য়াচে দুটো দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে।
IPL Trophy Details: আইপিএল ট্রফির গায়ে কী লেখা থাকে? জানলে আপনিও অবাক হবেন
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এই সমাপনী অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে 'ট্রিবিউট সেরিমনি'। কারণ অপারেশন সিন্দুর থিমের উপরেই গোটা অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে। গত ২২ এপ্রিল পহেলগাঁও হামলার জবাবে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের উপর এয়ারস্ট্রাইক করেছিল। এই অনুষ্ঠানের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানানো হবে।
The closing ceremony of the IPL 2️⃣0️⃣2️⃣5️⃣ begins at the Narendra Modi Stadium 🇮🇳🏏
— InsideSport (@InsideSportIND) June 3, 2025
The ceremony is dedicated to the determination and courage of the Indian Armed Forces 🫡
📷: JioStar #RCBvsPBKS#IPL2025#Finals#Ahmedabad#Insidesport#CricketTwitterpic.twitter.com/4zNuZQ1S10
কারা-কারা পারফরম্য়ান্স করছেন এই সমাপনী অনুষ্ঠানে
এই সমাপনী অনুষ্ঠানে পারফরম্য়ান্স করছেন জনপ্রিয় গায়ক শঙ্কর মহাদেবন। তিনি নিজের গানের মাধ্যমে ভারতীয় জওয়ান এবং পহেলগাঁও হামলায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। সঙ্গে তাঁর দুই ছেলে শিবম এবং সিদ্ধার্থ মহাদেবনও পারফরম্য়ান্স করবেন।
IPL Final 2025, RCB vs PBKS Live Score: বিরাটের স্বপ্ন না কি শ্রেয়াসের জেদ, আজ ফাইনালে জিতবে কে?
কখন থেকে শুরু হবে এই সমাপনী অনুষ্ঠান?
২০২৫ আইপিএল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান সন্ধ্যা ৬টা থেকে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হয়ে গিয়েছে। প্রায় একঘণ্টা ধরে চলবে এই অনুষ্ঠান। সন্ধ্যা ৭টায় দুই দলের অধিনায়ক টস করতে আসবেন। আর সাড়ে ৭টা থেকে শুরু হবে ফাইনাল ম্য়াচ। আপনারা স্টার স্পোর্টস নেটওয়ার্কে এই অনুষ্ঠানের সম্প্রচার দেখতে পাবেন। এছাড়া জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং দেখতে পাওয়া যাবে।