New Update
/indian-express-bangla/media/media_files/2025/04/12/dE79aSmsp0UYoHEhq7hG.jpg)
Daren Ganga Wife: কোভিডের সময় ড্যারেন গঙ্গার স্ত্রী প্রণিতা তিওয়ারি জুসের দোকান খোলার পরিকল্পনা করেছিলেন
Daren Ganga Wife: কোভিডের সময় ড্যারেন গঙ্গার স্ত্রী প্রণিতা তিওয়ারি জুসের দোকান খোলার পরিকল্পনা করেছিলেন
Former West Indies Cricketer Daren Ganga's Wife runs Juice Bar: ড্যারেন গঙ্গা ভারতীয় বংশোদ্ভূত এক ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের এই প্রাক্তন ব্যাটসম্যানের পূর্বপুরুষরা বহু বছর আগে ভারত থেকে ত্রিনিদাদ ও টোবাগোতে এসে বসবাস শুরু করেন। গঙ্গার জন্ম ত্রিনিদাদে হয়। তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে ক্রিকেট খেলেছেন। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে গঙ্গা ধারাভাষ্যকার হিসেবে নিজের পরিচিতি তৈরি করেছেন। বর্তমানে তিনি IPL 2025-এ ধারাভাষ্য দিচ্ছেন। গঙ্গাকে ওয়ার্ল্ড ফিডের ইংরেজি ধারাভাষ্য প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ড্যারেন গঙ্গার স্ত্রী প্রণিতা তিওয়ারিও ভারতের সঙ্গে সম্পর্ক রয়েছে। তিনি বেনারসের বাসিন্দা। প্রণিতা ত্রিনিদাদে একটি জুসের দোকান চালান। গত পাঁচ বছর ধরে তিনি ত্রিনিদাদে 'গঙ্গা জুস বার' নামে একটি দোকান চালাচ্ছেন। এর আগে প্রণিতা আমেরিকা ও অস্ট্রেলিয়াতে বিজ্ঞাপন এবং সেলস ফার্মে কাজ করেছেন।
আরও পড়ুন চ্যাপেলকে নিয়ে সাবধান করেন এই কিংবদন্তি ক্রিকেটার! না শোনাই কাল হয় সৌরভের?
কোভিডের সময় ড্যারেন গঙ্গার স্ত্রী প্রণিতা তিওয়ারি জুসের দোকান খোলার পরিকল্পনা করেছিলেন। প্রণিতার জন্ম অস্ট্রেলিয়ায় হয়েছিল। তিনি প্রায় পাঁচ বছর নিউ ইয়র্কে ছিলেন। তবে পরবর্তীতে তিনি তাঁর স্বামী ড্যারেন গঙ্গার সঙ্গে ত্রিনিদাদ ও টোবাগোতে বসবাস করার সিদ্ধান্ত নেন। প্রণিতার পরিবার বেনারস থেকে এসেছে। তাঁদের বাড়ি বেনারসের আস্সি ঘাটে। তিনি প্রায়শই তাঁর স্বামীর সঙ্গে সেখানে আসেন। প্রণিতা যদিও বিদেশে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই বেড়ে উঠেছেন, তাঁর হৃদয় কিন্তু ভারতের জন্যই স্পন্দিত হয়। তিনি ভারতীয় সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত।
ড্যারেন গঙ্গা যখনই বেনারস আসেন, তিনি গঙ্গায় পবিত্র ডুব দিতে ভোলেন না। প্রায় দুই বছর আগে তিনি আস্সি ঘাটে ডুব দিয়েছিলেন। অবসর সময়ে ড্যারেন গঙ্গা তাঁর স্ত্রীর জুসের দোকানে সাহায্য করেন। তাঁর জুসের দোকানে বিশ্বের অনেক বিখ্যাত ক্রিকেটার এসেছেন, যাঁদের মধ্যে কিংবদন্তি ব্রায়ান লারাও রয়েছেন। ২০১৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম সাক্ষাতের পর ড্যারেন গঙ্গা ও প্রণিতা দীর্ঘ সময় ধরে ডেটিং করেছিলেন। ২০২০ সালে তাঁরা বিয়ে করেন।
৪৬ বছর বয়সী ড্যারেন গঙ্গা ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪৮টি টেস্ট ম্যাচ খেলেছেন, যেখানে তিনি ২১৬০ রান করেছেন। এই সময়ে তিনি ৩টি শতরান ও ৯টি ফিফটি করেছেন। ৩৫টি ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচে গঙ্গা ৯টি হাফ সেঞ্চুরির সাহায্যে মোট ৮৪৩ রান করেছেন। ওয়ান ডে-তে তাঁর সেরা স্কোর ৭১ রান। ড্যারেন গঙ্গা একটি T20 আন্তর্জাতিক ম্যাচে ২৬ রান করেছিলেন। ১৭২টি ফার্স্ট ক্লাস ম্যাচে গঙ্গার নামে ১০,১৩৭ রান রয়েছে। তিনি প্রথম শ্রেণির ম্যাচে ২৩টি শতরান এবং ৪৮টি অর্ধশতক করেছেন।
আরও পড়ুন ১২৮ বছর পর ক্রিকেট ফিরল Olympics-এ, ক'টা দল খেলবে? কীভাবে হবে কোয়ালিফিকেশন জানুন