Sourav Ganguly Untold Stories: চ্যাপেলকে নিয়ে সাবধান করেন এই কিংবদন্তি ক্রিকেটার! না শোনাই কাল হয় সৌরভের?

Sourav Ganguly-Greg Chappell Controversy: গ্রেগ চ্যাপেল ভারতীয় ক্রিকেট দলের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত কোচ হিসেবে পরিচিত। ২০০৫ সালে তাঁকে দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে, ২০০৭ বিশ্বকাপে ভারতের লজ্জাজনক পারফরম্যান্সের পর তাঁকে কোচের পদ থেকে অপসারণ করা হয়।

Sourav Ganguly-Greg Chappell Controversy: গ্রেগ চ্যাপেল ভারতীয় ক্রিকেট দলের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত কোচ হিসেবে পরিচিত। ২০০৫ সালে তাঁকে দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে, ২০০৭ বিশ্বকাপে ভারতের লজ্জাজনক পারফরম্যান্সের পর তাঁকে কোচের পদ থেকে অপসারণ করা হয়।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sourav Ganguly: গ্রেগ চ্যাপেলকে কোচ করে আনাই কেরিয়ারের সবচেয়ে বড় ভুল, আত্মজীবনীতে স্বীকার করেন সৌরভ

Sourav Ganguly: গ্রেগ চ্যাপেলকে কোচ করে আনাই কেরিয়ারের সবচেয়ে বড় ভুল, আত্মজীবনীতে স্বীকার করেন সৌরভ

Sourav Ganguly-Greg Chappell Controversy: ভারতীয় ক্রিকেটের আইকন তিনি। দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক। তাঁর ক্যাপ্টেন্সিতে বহু জয়, বহু ট্রফি এসেছে ভারতের ঝুলিতে। তিনি হলেন বাঙালির গর্ব সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বেশ কয়েক বছর আগে নিজের আত্মজীবনী প্রকাশ করেন ভারতীয় ক্রিকেটের মহারাজ। তা নিয়ে কম বিতর্কের ঝড় বয়েনি। সেইরকমই বিতর্কিত অধ্যায় ছিল ভারতের কোচ গ্রেগ চ্যাপেলের (Greg Chappell)। যাঁর জন্য সৌরভের ক্রিকেট কেরিয়ারে আঁধার নেমে এসেছিল। কী লিখেছিলেন তাঁকে নিয়ে সৌরভ, আজ ফের একবার জেনে নিন।

Advertisment

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর আত্মজীবনী ‘এ সেনচুরি ইজ নট ইনাফ’-এ প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেলের প্রতি কড়া সমালোচনা করেছেন। এই বইয়ে সৌরভ উল্লেখ করেছেন যে গ্রেগ চ্যাপেলকে কোচ বানানো তাঁর জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। ২০০৫ সালে কোচ গ্রেগ চ্যাপেলের পরামর্শেই সৌরভকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

গ্রেগ চ্যাপেল ভারতীয় ক্রিকেট দলের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত কোচ হিসেবে পরিচিত। ২০০৫ সালে তাঁকে দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে, ২০০৭ বিশ্বকাপে ভারতের লজ্জাজনক পারফরম্যান্সের পর তাঁকে কোচের পদ থেকে অপসারণ করা হয়।

সৌরভ জানান, ২০০৪ সালে জন রাইট চলে যাওয়ার পর দল নতুন কোচের প্রয়োজন অনুভব করেছিল। তখন তিনি ডালমিয়াকে গ্রেগ চ্যাপেলের নাম প্রস্তাব করেছিলেন। যদিও সে সময় সুনীল গাভাসকর-সহ (Sunil Gavaskar) অনেক ক্রিকেট তারকা সৌরভকে এই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সতর্ক করেছিলেন।

Advertisment

আরও পড়ুন কলকাতায় দামি বাড়ি, লন্ডনে ফ্ল্যাট, বিলাসবহুল গাড়ি কী নেই! সৌরভের আয়ের উৎস জানলে চমকে যাবেন

সৌরভের মতে, সুনীল গাভাসকর তাঁকে বলেছিলেন, "গ্রেগ চ্যাপেলকে কোচ বানানোর আগে ভাল করে ভাবো। আমাদের কাছে গ্রেগ চ্যাপেলের ভাই ইয়ান চ্যাপেল একজন ভাল বিকল্প হতে পারে। তাছাড়া, গ্রেগ চ্যাপেলের কোচিং অভিজ্ঞতা খুব বেশি উল্লেখযোগ্য নয়। তাঁর সঙ্গে দল পরিচালনা করতে নানা সমস্যার সম্মুখীন হতে পারো।"

গ্রেগ চ্যাপেলের সঙ্গে কেরিয়ারের অশান্ত অধ্যায়

সৌরভ তাঁর বইয়ে লিখেছেন যে, ২০০৫ সালে গ্রেগ চ্যাপেলকে কোচ বানানো তাঁর জীবনের সবচেয়ে অশান্ত অধ্যায় ছিল। চ্যাপেলের কোচ হওয়ার পর শুধু তাঁর অধিনায়কত্ব হারিয়েছেন তাই নয়, ক্রমশ তাঁর প্লেয়িং ইলেভেন থেকেও বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল।

আরও পড়ুন বাইশ গজে 'দাদাগিরি', সৌরভের সেরার সেরা ৫ ইনিংস যা কোনওদিন ভোলার নয়

সৌরভের এই বই ভারতীয় ক্রিকেট ইতিহাসের একটি উল্লেখযোগ্য অধ্যায় তা বলাই বাহুল্য।

Sourav Ganguly Greg Chappell Sunil Gavaskar