/indian-express-bangla/media/media_files/2025/05/26/T70uSmagCZbLqVXaYcdV.jpg)
Siraj Viral Video: টিমের সতীর্থের উপরই খেপে গেলেন মহম্মদ সিরাজ
IPL 2025 GT vs CSK Match Highlights: IPL 2025-এ চেন্নাই সুপার কিংসের সঙ্গে ম্যাচে টিমের সতীর্থের উপরই খেপে গেলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। রবিবার ডাবল হেডারের প্রথম ম্যাচ ছিল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। সেখানে চেন্নাই সুপার কিংসের (CSK) সঙ্গে খেলা ছিল গুজরাট টাইটান্সের (GT)। সেই ম্যাচেই সিরাজের ওভারে মিস ফিল্ড হয়। তাতে চেন্নাই ২টো অতিরিক্ত রান পায়। তার জন্যই খেপে যান সিরাজ।
পুরো ঘটনাটা কী?
টসে জিতে চেন্নাই সুপার কিংস প্রথম ব্যাট করে। ইনিংসের পঞ্চম ওভারে সিরাজ বল করতে আসেন। শেষ বলে চেন্নাইয়ের ব্যাটার উরভিল প্যাটেল লেংথ বলকে মিড-অফের দিকে ঠেলে দেন। আরামে সিঙ্গল রান নেন। কিন্তু ক্যাপ্টেন শুভমান গিল ব্যাটার ক্রিজে পৌঁছনোর পরও থ্রো করে স্টাম্প ভেঙে দেন। তার পর বল ছিটকে মিড উইকেটের দিকে চলে যায়। সেখানে কোনও ফিল্ডার ছিল না। যে কারণে চেন্নাই আরও এক রান পেয়ে যায়।
আরও পড়ুন জিতে এবারের মতো IPL-কে বিদায় ধোনির, ৮৩ রানে গুজরাটকে হারিয়ে বাজিমাত চেন্নাইয়ের
এই অতিরিক্ত রানের জন্য চরম খেপে যান সিরাজ। ওভার থ্রো হওয়ার পর সাই কিশোর স্কোয়ার লেগ থেকে দ্রুত দৌড়ে এসে বল ধরতে আসেন। কিন্তু সেই চেষ্টা করতে গিয়ে উল্টে তাঁর হাঁটুতে লেগে বল আরও দূরে চলে যায়। এতে আরও এক সিঙ্গল পেয়ে যায় চেন্নাই। সিরাজের দিকে বল ছোড়ার আগেই মাথা গরম করে ফেলেন ফাস্ট বোলার। সাই কিশোরের উপর চিৎকার করতে থাকেন সিরাজ। পরিস্থিতি সামলাতে ছুটে যান ক্যাপ্টেন শুভমান গিল। তিনি সিরাজকে শান্ত করতে যান।
— The Game Changer (@TheGame_26) May 25, 2025
সিরাজের কাণ্ডে রবি শাস্ত্রীর চিমটি
এরপর এই ঘটনা নিয়ে কমেন্ট্রি বক্সে হাসির রোল ওঠে। সাই কিশোরের ভুলে সিরাজের রেগে আগুন হয়ে যাওয়ার ঘটনায় কমেন্ট্রি বক্সে রবি শাস্ত্রী বলে ওঠেন, ‘কী হল মিয়াঁ’। তাতে সবাই হেসে ওঠেন।
৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন প্রথমে ব্যাট করে ২৩১ রান করে। জবাবে পুরো ২০ ওভার ব্যাট করতে পারেনি গুজরাট। ১৮.৩ ওভারে ১৪৭ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। গুজরাট তাদের আইপিএল ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে ম্যাচ হারল।