Vaibhav Suryavanshi-MS Dhoni: এই না হলে ভক্তি! ধোনির পা ছুঁয়ে প্রণাম বৈভবের, মন জিতলেন গোটা দেশের

MS Dhoni: ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক হলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর নেতৃত্বেই টিম ইন্ডিয়া তিনবার আইসিসি টুর্নামেন্টের খেতাব জয় করেছে। ভারতীয় ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেও, অবলীলায় তিনি আইপিএল খেলে যাচ্ছেন।

MS Dhoni: ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক হলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর নেতৃত্বেই টিম ইন্ডিয়া তিনবার আইসিসি টুর্নামেন্টের খেতাব জয় করেছে। ভারতীয় ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেও, অবলীলায় তিনি আইপিএল খেলে যাচ্ছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
MS Dhoni and Vaibhav Suryavanshi

মহেন্দ্র সিং ধোনির পা ছুঁয়ে প্রণাম করছেন বৈভব সূর্যবংশী

IPL 2025: ২০২৫ আইপিএল টুর্নামেন্টে মঙ্গলবার অর্থাৎ ২০ মে আয়োজিত ম্য়াচটি যে একপ্রকার ঐতিহাসিক ছিল, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। এই ম্যাচে জয়-পরাজয়ে হয়ত তেমন কোনও প্রভাব টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে পড়েনি, কিন্তু কোন দল লিগ তালিকায় সবার শেষে থাকবে, সেটা এই ম্য়াচের পর স্পষ্ট হয়ে গেল। এই ম্য়াচে বাজিমাত করেছে রাজস্থান, আর চেন্নাই শেষপর্যন্ত হেরে যায়।

Advertisment

ম্যাচ শেষ হতে না হতেই এমন একটি দৃশ্যের সাক্ষী থাকল গোটা ক্রিকেট বিশ্ব, যা বর্তমান সময়ে খুব একটা বেশি দেখতে পাওয়া যায় না। রাজস্থান রয়্যালসের তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) সুযোগ পেয়েই মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) পা ছুঁয়ে প্রণাম করেন। আর এই দৃশ্যটাই আপাতত ক্রিকেট বিশ্বের হৃদয় ছুঁয়ে গিয়েছে।

Vaibhav Suryavanshi: বৈভবের প্রশংসা মোদীর মুখে, প্রধানমন্ত্রীর কথা শুনলে গর্বিত হবেন আপনিও

ধোনির সঙ্গে হাত মেলানোর সময় পা স্পর্শ করেন বৈভব

Advertisment

মঙ্গলবার (২০ মে) চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) ৬ উইকেটে হারিয়ে দিয়েছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। ম্য়াচ শেষ হওয়ার পর যখন দুই দলের ক্রিকেটার একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছিলেন, সেই সময়ই বৈভব এবং ধোনি একে অপরের মুখোমুখি হন। ধোনির কাছাকাছি বৈভব আসতেই করমর্দন না করে সোজা পায়ে হাত দিয়ে প্রণাম করেন।

এরপর ধোনি অত্যন্ত স্নেহভরে বৈভবের দিকে তাকান। বৈভবের মুখেও দেখতে পাওয়া যায় একটি নিষ্পাপ হাসি। এমন দৃশ্য আধুনিক ক্রিকেটে একেবারেই বিরল। সকলের মুখে আপাতত একটাই কথা শোনা যাচ্ছে। বিহারের ছেলে বৈভবকে তাঁর বাবা-মা ছোটবেলা থেকে যে শিক্ষা দিয়েছেন, এই ম্য়াচে তারই প্রতিফলন দেখতে পাওয়া গেল।

Vaibhav Suryavanshi: ডেবিউ ম্যাচে আউট হয়ে কেঁদে-কেটে একসা! কী হয়েছিল সেদিন? ফাঁস করলেন বৈভব

এই ম্য়াচে সর্বকনিষ্ঠ বৈভব সূর্যবংশী খেলতে নেমেছিলেন চলতি আইপিএল টুর্নামেন্টে সবথেকে বেশি বয়সি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে। মঙ্গলবার যখন এই ম্য়াচটি খেলা হয়, সেইসময় ধোনির বয়স ছিল ৪৩ বছর ৩১৭ দিন। আর বৈভবের ১৪ বছর ৫৪ দিন। ফলে দুজনের মধ্যে বয়সের যে কতটা ব্যবধান রয়েছে, তা খুব সহজেই বুঝতে পারা যায়। মজার ব্যাপার এটাই যে ধোনিকে আজ সবাই ঝাড়খণ্ডের ক্রিকেটার বললেও একটা সময় তিনি বিহারের হয়ে প্রচুর ম্য়াচ খেলেছেন। তখন বিহার এবং ঝাড়খণ্ড একটাই রাজ্য ছিল। 

CSK vs RR Highlights, IPL Match Today: বৈভবের চোখধাঁধানো ফিফটি, চেন্নাইকে ৬ উইকেটে হারাল রাজস্থান

এই প্রসঙ্গে আরও একটি তথ্য আপনাদের জানিয়ে রাখি। ২০১১ সালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টিম ইন্ডিয়া ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের খেতাব জয় করেছিল। এই জয়ের মাত্র ৫ দিন আগে অর্থাৎ ২৭ মার্চ বৈভব সূর্যবংশী জন্মগ্রহণ করেন। তখন আর কে ভেবেছিলেন যে তিন আইসিসি খেতাবজয়ী অধিনায়ক এবং বৈভব সূর্যবংশী একদিন না একদিন একই ম্য়াচে খেলবেন! বৈভব যেভাবে ধোনিকে সম্মান জানালেন, তাতে তাঁর প্রতি দেশের সম্মান অনেকটাই বেড়ে গেল।

Rajasthan Royals Chennai Super Kings MS DHONI Vaibhav Suryavanshi IPL 2025