Shubman Gill Run Out: আইপিএল টুর্নামেন্টে (IPL 2025) শুক্রবার অর্থাৎ ২ মে গুজরাট টাইটান্স এবং সানরাইজার্স হায়দরাবাদের (Gujarat Titans vs Sunrisers Hyderabad) মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। শেষপর্যন্ত অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত এই ম্য়াচে ৩৮ রানে জয়লাভ করে গুজরাট। এই ম্য়াচে দুর্দান্ত ব্যাটিং করেন শুভমান গিল। মাঠের প্রত্যেক প্রান্তে বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। কার্যত গিলের ব্যাটে ভর করেই গুজরাট টাইটান্স ২২৪ রান করেছিল। হায়দরাবাদের বিরুদ্ধে তিনি মাত্র ৩৮ বলে ৭৬ রান করেছিলেন। এরমধ্যে ১০ বাউন্ডারি এবং জোড়া ছক্কা ছিল।
ক্রিজে পৌঁছতে পারেননি শুভমান গিল
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৩ ওভারে বল করতে এসেছিলেন জিশান আনসারি। এই ওভারের শেষ বলটা খেলেন জস বাটলার। গুজরাটের এই ব্রিটিশ ব্যাটার লেগ সাইডে ঠেলে দিয়েই এক রানের জন্য দৌড়তে শুরু করেন। ইতিমধ্যে নন স্ট্রাইকার এন্ড থেকে দৌড়তে থাকেন শুভমানও। কিন্তু, শুভমান ক্রিজে পৌঁছনোর আগেই ঘটে যায় দুর্ঘটনা।
Shubman Gill Marriage: বিয়ে করতে চলেছেন শুভমান, টসের আগে কেন এই প্রশ্ন করা হল গুজরাট ক্যাপ্টেনকে?
ব্যাটারকে দেওয়া হয়নি বেনিফিট অফ ডাউট
সেইসময় ফিল্ডার হর্ষল প্যাটেল হায়দরাবাদের উইকেটকিপার হেনরিক ক্লাসেনের দিকে বলটা থ্রো করেন। কিন্তু, বলটার পরিবর্তে উইকেট কিপারের গ্লাভসটা প্রথমে স্টাম্পে আঘাত করে এবং আলো জ্বলে ওঠে। এরপর বলটাও অবশ্য স্টাম্পে লাগে। তখনও পর্যন্ত অবশ্য শুভমান ক্রিজে আসতে পারেননি। এই পরিস্থিতিতে বোঝা যাচ্ছিল না যে বলটা আগে স্টাম্পে লেগেছে না উইকেট কিপারের গ্লাভস।
দেখে নিন ভিডিও:
এই পরিস্থিতিতে অনেকেই বলছেন যে আম্পায়ারের উচিত ছিল ব্যাটারের পক্ষে বেনিফিট অফ ডাউট দেওয়া। নিয়ম অনুসারেস যদি উইকেটকিপারের গ্লাভসের ছোঁয়ায় স্টাম্পের আলো জ্বলে ওঠে, তাহলে ব্যাটারকে নট আউট দেওয়া হয়।
Shubman on Vaibhav Century: বৈভবের সাফল্যে হিংসায় জ্বলছেন শুভমান! গুজরাট ক্যাপ্টেনকে তেড়ে আক্রমণ জাডেজার
আম্পায়ারের সঙ্গে ঝামেলা করলেন শুভমান
আম্পায়ার আউট দেওয়ার পর রীতিমতো হতাশ হয়ে পড়েন গুজরাট টাইটান্স দলের অধিনায়ক শুভমান গিল। তিনি প্যাভিলিয়নের দিকে হাঁটা শুরু করেন। যখন ফিরে যাচ্ছিলেন, সেই সময় ম্যাচে তৃতীয় আম্পায়ারের সঙ্গে মুখোমুখি হন তিনি। এরপর তৃতীয় আম্পায়ারের সঙ্গে শুভমানের প্রচন্ড কথা কাটাকাটি হয়। ভিডিও দেখে অনুমান করা হচ্ছে যে শুভমান বোঝাতে চাইছেন, তিনি আউট ছিলেন না। রাগে ফেটে পড়ছিলেন তিনি। এই হাইভোল্টেজ ঝামেলার ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়ে গিয়েছে।