Shubman Gill Marriage: বিয়ে করতে চলেছেন শুভমান, টসের আগে কেন এই প্রশ্ন করা হল গুজরাট ক্যাপ্টেনকে?

Shubman Gill Marriage News: এরপর আইপিএল টস প্রেজেন্টর ড্যানি মরিস শুভমান গিলকে একটি মারাত্মক প্রশ্ন করলেন। গুজরাট টাইটান্স অধিনায়ককে তিনি জিজ্ঞাসা করেন, 'তুমি কি বিয়ে করতে চলেছ?' গিলের জবাব ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে চলেছে।

Shubman Gill Marriage News: এরপর আইপিএল টস প্রেজেন্টর ড্যানি মরিস শুভমান গিলকে একটি মারাত্মক প্রশ্ন করলেন। গুজরাট টাইটান্স অধিনায়ককে তিনি জিজ্ঞাসা করেন, 'তুমি কি বিয়ে করতে চলেছ?' গিলের জবাব ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে চলেছে।

author-image
Koushik Biswas
New Update
Shubman Gill Marriage

শুভমান গিলকে বিয়ে নিয়ে প্রশ্ন করলেন ড্যানি মরিসন

Shubman Gill Relationship News: সোমবার অর্থাৎ ২১ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) বনাম গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এই ম্য়াচে টস জিতে কেকেআর প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। এরপর আইপিএল টস প্রেজেন্টর ড্যানি মরিস শুভমান গিলকে একটি মারাত্মক প্রশ্ন করলেন। গুজরাট টাইটান্স অধিনায়ককে তিনি জিজ্ঞাসা করেন, 'তুমি কি বিয়ে করতে চলেছ?' এই প্রশ্ন শুনেই শুভমান হাসতে শুরু করেন। গিলের জবাব ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে চলেছে।

Advertisment

বিয়ে করতে চলেছেন শুভমান?

ড্যানি মরিসন হামেশাই অধিনায়কদের সঙ্গে হাসি-ঠাট্টা করে থাকেন। কেকেআর বনাম জিটি ম্য়াচে টসের সময়ও সেই একই দৃশ্য দেখতে পাওয়া গেল। প্রথমে অজিঙ্কা রাহানের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন মরিসন। এরপর গুজরাট টাইটান্স অধিনায়কের মুখোমুখি হন তিনি।

Shubman Gill dropped: বক্সিং ডে টেস্টে টিম ইন্ডিয়ায় বাতিল শুভমান গিল! কেন, রহস্য ফাঁস ভারতীয় কোচের

Advertisment

ইতিমধ্যে ড্যানি মরিসন গিলকে মজার ছলে এমন একটি প্রশ্ন করে বসেন, যা শুনে শুভমান প্রথমে খানিকটা ঘাবড়ে যান। ড্যানি মরিসন ইতিমধ্যে শুভমানকে জিজ্ঞাসা করেন, 'আপনাকে দেখে তো বেশ ফুরফুরে মনে হচ্ছে। বিয়ে-টিয়ে করছেন নাকি? খুব তাড়াতাড়িই বিয়ের পিঁড়িতে বসবেন?' ড্যানির এই প্রশ্ন শুনে শুভমান প্রথমে মুচকি হাসেন। তারপর বলেন, 'না এই মুহূর্তে তেমন কোনও পরিকল্পনা আমার নেই।'

Valentine's Day-Shubman Gill: ভ্যালেন্টাইন্স ডে উইকের উপহার, গিলের সেঞ্চুরি?

দেখে নিন সেই ভিডিও:

৯০ রান করলেন শুভমান গিল

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ব্য়াট হাতে কার্যত জ্বলে উঠলেন শুভমান গিল। একটা সময় যে কেকেআর দলের হয়ে খেলতেন, আজ সেই প্রাক্তন দলের বিরুদ্ধেই রণংদেহি মেজাজ দেখালেন। মাত্র ৫৫ বলে তাঁর ব্যাট থেকে ৯০ রানের একটি ঝকঝকে ইনিংস দেখতে পাওয়া যায়। ইতিমধ্যে তিনি ১০ বাউন্ডারি এবং ৩ ছক্কা হাঁকিয়েছেন।

Shubman Gill Record: মেঘে ঢাকা পড়ল সূর্য, শুভমানের দাপটে চুরমার রেকর্ড

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আইপিএল টুর্নামেন্টে প্রত্যেকটা দলের বিরুদ্ধে শুভমান হাফসেঞ্চুরি করলেও, কেকেআর ব্রিগেডের বিরুদ্ধে তাঁর কোনও ৫০+ রান ছিল না। কিন্তু, সোমবার সেই অভাবটাও পূরণ হয়ে গেল। আর শুভমানের এই অধিনায়কোচিত ইনিংসে ভর দিয়েই গুজরাট টাইটান্স ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৮ রান তোলে।

Shubman Gill Record: ইতিহাস লিখলেন শুভমান, গুজরাটের প্রথম ব্যাটার হিসেবে গড়লেন এই কৃতিত্ব

শুভমানের দুর্দান্ত অধিনায়কত্ব

২০২৫ আইপিএল (IPL 2025) টুর্নামেন্টে শুভমান গিলের নেতৃত্বে গুজরাট টাইটান্স এখনও পর্যন্ত যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছে। এই দলটি ৭ ম্য়াচের মধ্যে পাঁচটায় জয়লাভ করেছে। আর সেইসঙ্গে পয়েন্ট তালিকায় তারা শীর্ষস্থানে দাঁড়িয়ে রয়েছে। গুজরাটের ঝুলিতে আপাতত ১০ পয়েন্ট রয়েছে। এই ম্য়াচে শেষ পর্যন্ত তারা জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারে কি না, সেটাই আপাতত দেখার।

IPL 2025 Kolkata Knight Riders Gujarat Titans Shubman Gill