IPL 2025: আইপিএলে হিন্দি ধারাভাষ্যের মান নিয়ে বিতর্ক, ক্রীড়াপ্রেমীদের ক্ষোভ চরমে

IPL 2025 Hindi commentary is facing heavy criticism: আইপিএল ২০২৫-এ হিন্দি ধারাভাষ্যের মান নিয়ে ক্রিকেটপ্রেমীদের তীব্র সমালোচনা। সম্প্রচারকদের কাছে ক্ষোভ জানানোর পাশাপাশি প্রচারাভিযান।

IPL 2025 Hindi commentary is facing heavy criticism: আইপিএল ২০২৫-এ হিন্দি ধারাভাষ্যের মান নিয়ে ক্রিকেটপ্রেমীদের তীব্র সমালোচনা। সম্প্রচারকদের কাছে ক্ষোভ জানানোর পাশাপাশি প্রচারাভিযান।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sunrisers Hyderabad: আগের ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করার পর ঈশান কিষাণ

Sunrisers Hyderabad: আগের ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করার পর ঈশান কিষাণ। (ছবি- আইপিএল)

IPL 2025: Hindi Commentary Faces Criticism, Fans Demand Change: আইপিএল ২০২৫-এর হিন্দি কমেন্ট্রির মান নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। ভক্তরা খোলাখুলি অসন্তোষ প্রকাশ করছেন সোশ্যাল মিডিয়ায়। অনেকেই হিন্দি ধারাভাষ্যের গুণমান নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে, কিছু প্রাক্তন ক্রিকেটার খেলা চলাকালীন ধারাভাষ্য দেওয়ার সময় বারবার ছন্দ মেলানো কবিতা বলছেন। অতিরিক্ত গল্প বলছেন বলে অভিযোগ। এই সব প্রবণতা মেনে নিতে পারছেন না অনেক দর্শকই। 

Advertisment

এই ব্যাপারে একজন ভক্তের তৈরি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওয় দেখা গিয়েছে যে তিনি, আইপিএলের হিন্দি কমেন্ট্রির মানের অবনতি নিয়ে অভিযোগ করছেন। এই ভিডিওটি এতটাই ভাইরাল হয়েছে যে প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংও এতে প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি ব্যক্তিগতভাবে তাঁর ধারাভাষ্যের মানের উন্নতি করার আশ্বাস দিয়েছেন।  

ভক্তদের ক্ষোভ এবং সম্প্রচারকের ভূমিকা

সোশ্যাল মিডিয়ায় অনেকেই অভিযোগ করছেন যে, ইংরেজি ভাষার ধারাভাষ্যকাররা যখন ম্যাচের কৌশল ও ব্যাটসম্যানদের দুর্বলতা বিশ্লেষণ করেন পুঙ্খানুপুঙ্খ, তখন হিন্দি ভাষার ধারাভাষ্যকাররা অপ্রয়োজনীয় গল্প এবং কবিতা বলেন ধারাভাষ্য চলাকালীন। অনেকেই এব্যাপারে ৯০-এর দশকের দূরদর্শনের কমেন্ট্রির প্রশংসা করছেন। কারণ, সেখানে খেলার কৌশল বিশ্লেষণে বেশি গুরুত্ব দেওয়া হত।

Advertisment

বিশেষজ্ঞদের মতে, এই ব্যাপারে কেবলমাত্র ধারাভাষ্যকারদেরই দোষ দেওয়া উচিত নয়। সম্প্রচারকারী সংস্থারও একটি বড় ভূমিকা রয়েছে গোটা ঘটনায়। কারণ, তারা ধারাভাষ্যের ধরন এবং উপস্থাপনার জন্য নির্দিষ্ট নীতিমালা তৈরি করে। সেই নীতি অনুসরণ করেই ধারাভাষ্যকাররা ধারাভাষ্য দেন মাত্র। 

ভবিষ্যতে পরিবর্তনের সম্ভাবনা

হরভজন তাঁর নিজের কমেন্ট্রির উন্নতি ঘটানোর আশ্বাস দিয়েছেন। বাকিরা ধারাভাষ্যকাররা এখনও মুখ খোলেননি। প্রতিক্রিয়া জানায়নি সম্প্রচারকারী সংস্থাও। এই পরিস্থিতিতে ধারাভাষ্যের মানের উন্নতির জন্য অনুরাগীদের চাপ ক্রমাগত বেড়ে চলার সম্ভাবনা রয়েছে। এমনটাই মনে করেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁরা মনে করেন অনুরাগীদের আবেদনকে মর্যাদা দিয়ে সম্প্রচারকারীদের উচিত আইপিএলে হিন্দি ধারাভাষ্যের মান উন্নত করা। এজন্য চলতি আইপিএল থেকেই যাবতীয় ব্যবস্থা নেওয়া উচিত। দরকারে নীতিমালাও পরিবর্তন করা হোক। এমনটাই প্রস্তাব বিশেষজ্ঞদেরও।

আরও পড়ুন- সানরাইজার্স আর লখনউয়ের মধ্যে ধুন্ধুমার লড়াইয়ের অপেক্ষায় রাজীব গান্ধী স্টেডিয়াম, পিচের হাল কেমন, বৃষ্টি হবে?

আইপিএলকে বর্তমানে একটি জাতীয় উৎসব হিসেবে তুলে ধরার চেষ্টা হচ্ছে। সেকথা মাথায় রেখেই বিভিন্ন ভাষায় ধারাভাষ্যের ব্যবস্থা করা হয়েছে। আর, সেই উৎসবের মর্যাদাকে তুলে ধরতেই হিন্দি ধারাভাষ্যের মানও উন্নত করা উচিত। এমনটাই মনে করছেন অনুরাগীরা।

cricket Cricket News Lucknow Super Giants Sunrisers Hyderabad IPL