IPL 2025: প্রথম ম্যাচে ধাক্কা খেয়েই দোষারোপ শুরু? কাঠগড়ায় কাউকে তুলতে চান না বলেই, জল্পনা জাগালেন কেকেআর অধিনায়ক

IPL 2025: 'I Don't Want to Blame Anyone,' Says KKR Captain After First Match Setback: কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্কা রাহানে দলের ভুল থেকে শিক্ষা নিয়ে পরবর্তী ম্যাচগুলিতে উন্নতির প্রতিশ্রুতি দিয়েছেন।

IPL 2025: 'I Don't Want to Blame Anyone,' Says KKR Captain After First Match Setback: কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্কা রাহানে দলের ভুল থেকে শিক্ষা নিয়ে পরবর্তী ম্যাচগুলিতে উন্নতির প্রতিশ্রুতি দিয়েছেন।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
KKR-Shah Rukh Khan: কেকেআরের ম্যাচ দেখতে উপস্থিত দলের জার্সিতে শাহরুখ খান

KKR-Shah Rukh Khan: কেকেআরের ম্যাচ দেখতে উপস্থিত দলের জার্সিতে শাহরুখ খান। (ছবি- আইপিএল)

KKR Captain Ajinkya Rahane Reflects on Opening Match Defeat, Emphasizes Learning from Mistakes: আইপিএল ২০২৫-এর প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) কাছে সাত উইকেটে পরাজিত হয়েছে। ম্যাচের পর কেকেআরের নতুন অধিনায়ক অজিঙ্কা রাহানে দলের পারফরম্যান্স নিয়ে খোলামেলা আলোচনা করতে গিয়ে দোষারোপ না করেও যেন অনেক কিছু বলেন দিলেন, অন্তর্দ্বন্দ্ব নিয়ে জল্পনা বাড়ালেন।

Advertisment

রাহানে বলেন, 'আমাদেরকে আমাদের ভুল থেকে শিক্ষা নিতে হবে। আমাদের দলে যেটুকু ব্যাটিং শক্তি রয়েছে, তা দিয়েই আমরা নিজেদেরকে মেলে ধরতে পারি। আমরা আমাদের সবরকম চেষ্টা করেছি। কিন্তু, আজ সেটা কাজে লাগানো যায়নি। আমরা ভেবেছিলাম এই পিচে ২১০-২২০ রান করা সম্ভব। কিন্তু, মধ্যে দুই থেকে তিনটি উইকেট পড়ে যাওয়ায় ম্যাচের গতি বদলে যায়।'

ম্যাচে কেকেআর প্রথমে ব্যাট করে ১৭৪ রানে আটকে যায়। দলের অধিনায়ক রাহানে ৩১ বলে ৫৬ রান করেন এবং সুনীল নারিন ৪৪ রান করেন। তবে, আরসিবির বোলার ক্রুনাল পান্ডিয়া ৩ উইকেট নিয়ে কেকেআরের রানের গতি কমিয়ে দেন। জবাবে, আরসিবি ১৬.২ ওভারে ১৭৫ রান করে জয় নিশ্চিত করে। দলের হয়ে বিরাট কোহলি অপরাজিত ৫৯ রান করেন এবং ফিল সল্ট ৫৬ রান করেন। তাদের ৯৫ রানের পার্টনারশিপ আরসিবির জয়ের ভিত্তি গড়ে দেয়। 

এতেই না থেমে রাহানে আরও বলেন, 'কাউকে দোষারোপ করতে চাই না। আমরা একটি দল হিসেবে খেলেছি এবং এই পরাজয় থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাব। আমাদের পরবর্তী ম্যাচগুলিতে ভুলগুলি সংশোধন করে ভালো পারফরম্যান্স করতে হবে।'

Advertisment

আর, কেকেআর অধিনায়কের এই কথাটাকেই অনেকে গুরুত্ব দিচ্ছেন। কারণ, রাহানে বলেছেন যে তিনি কাউকে দোষারোপ করতে চান না। তার মানে কি কাউকে দোষারোপ করা যেত? যেটা তিনি যে কোনও কারণেই হোক আপাতত করছেন না? কেকেআর সমর্থকরা অবশ্য রাহানের সিদ্ধান্তকেও দলের হারের অন্যতম কারণ বলে মনে করছেন। 

আরও পড়ুন- পরের ম্যাচে রিঙ্কু সিংয়ের ব্যাটিং অর্ডার কী হবে, ইঙ্গিতে জল্পনা বাড়ালেন কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে

যাইহোক, রাহানে কারও নাম করেননি। এই বিষয়টা আপাতত হলেও তাই চাপা পড়ে যেতে বাধ্য। এখন কেকেআর পরবর্তী ম্যাচে কীভাবে নিজেদের মেলে ধরে, তা দেখার জন্য সমর্থকরা অপেক্ষা করছেন। দলের এই মনোভাব তাদের ভবিষ্যতের পারফরম্যান্সে কেমন প্রভাব ফেলবে, এখন সেটা দেখার অপেক্ষায় সমর্থকরা। 

IPL Ajinkya Rahane KKR Indian Premier League (IPL) Royal Challengers Bengaluru