IPL 2025 KKR: নারকেল ফাটিয়ে, স্টাম্প পুজো দিয়ে ইডেনের ২২ গজে প্র্যাকটিস শুরু নাইটদের

Kolkata Knight Riders (KKR) began their IPL 2025 practice at Eden Gardens with traditional coconut-breaking and stump puja. Read more about the team’s preparations. কেকেআর আইপিএল ২০২৫-এ ইডেন গার্ডেনে তাদের প্রস্তুতি শুরু করল ঐতিহ্যবাহী নারকেল ফাটানো ও স্টাম্প পুজোর মাধ্যমে। দলীয় প্রস্তুতি সম্পর্কে আরও জানুন।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
KKR-Kolkata Knight Riders: কেকেআরের অনুশীলনে কোচের সঙ্গে খেলোয়াড়রা

KKR-Kolkata Knight Riders: কেকেআরের অনুশীলনে কোচের সঙ্গে খেলোয়াড়রা। (ছবি- কেকেআর)

IPL 2025: KKR Kickstarts Practice at Eden with Coconut Breaking and Stump Puja: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গতবারের চ্যাম্পিয়ন কেকেআর তাদের অনুশীলন শুরু করল কলকাতার ইডেন গার্ডেনে।

Advertisment

২০১২ এবং ২০১৪ সালে আইপিএল জেতার পর ২০২৪ সালে ফের আইপিএল পেয়েছেন নাইটরা। দু'বার ক্যাপ্টেন হিসেবে যিনি কেকেআরকে চ্যাম্পিয়ন করেছিলেন, সেই গৌতম গম্ভীর ২০২৪ সালে মেন্টর হিসেবে ফিরে কেকেআরকে ট্রফি দিয়েছেন। তবে, এবার তিনি আর দলের সঙ্গে নেই। কারণ, গম্ভীর বর্তমানে ভারতীয় দলের কোচ।

Advertisment

গতবারের ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারও এবারের দলে নেই। তিনি বর্তমানে আছেন পঞ্জাব কিংসে। কেকেআরে বলতে গেলে তাই নতুন সেট আপ। সেই সেট আপের শুরুটাও হয়ে গেল এবার।

তবে, বড়সড় রদবদল ঘটালেও গতবারের কোর প্লেয়ারদের এবারও ধরে রাখার চেষ্টা করেছে কেকেআর। খেলোয়াড়রা এবারের আইপিএলের জন্য দু'দিন আগে থেকেই কলকাতায় আসা শুরু করে দিয়েছিলেন। বিদেশি ক্রিকেটার, মেন্টর ডোয়েন ব্র্যাভো, কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে, ভাইস ক্যাপ্টেন ভেঙ্কটেশ আইয়ার, রিংকু সিং, রমনদীপ সিংয়ের মত খেলোয়াড়রা চলে এসেছেন। অনুশীলনেও যোগ দিয়েছেন। প্রথা মেনে পুজো দিয়েই শুরু হয়েছে অনুশীলন।

তার মধ্যে দুই নাইট সুনীল নারিন ও আন্দ্রে রাসেল পৌঁছনোর পর একটি ভিডিও শেয়ার করেছে কেকেআর। যার ক্যাপশন রাখা হয়েছে- 'ডেঞ্জার-ডেঞ্জার-ডেঞ্জার'! এর মধ্যে রাসেলের ব্যাট চলা মানে বিপক্ষ শিবিরের ভয়ে থাকা। পাশাপাশি, বল হাতেও রাসেল দলকে গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু দেন।

একই কথা সুনীল নারিনের ক্ষেত্রেও প্রযোজ্য। মিডল অর্ডার থেকে ওপেনিং- সবেতেই নারিন দুর্দান্ত। গত মরশুমে ৫০০-র বেশি রান করেছেন। ব্যাটের পাশাপাশি বল হাতেও তাঁর পারফরম্যান্স অসাধারণ। কোনও ম্যাচে উইকেট না পেলেও দেখে গেছে যে প্রতিপক্ষের ওপর চাপ বাড়াতে নারিনের জুড়ি মেলা ভার। সেসব মাথায় রেখে কেকেআর এই মরশুমে দুই ক্যারিবিয়ান ক্রিকেটারকে রিটেন করেছিল।  

আরও পড়ুন- কিম গা ইউনের ক্রসকোর্ট ধাঁধায় বিভ্রান্ত পিভি সিন্ধু; ভালো শুরু সাত্বিক-চিরাগ, ত্রিসা-গায়ত্রীর 

এই দলে আছেন দুই চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী ক্রিকেটার। তাঁদের একজন হলেন স্পিনার বরুণ চক্রবর্তী। অপরজন পেসার হর্ষিত রানা। সব মিলিয়ে এঁদের সবাইকে নিয়ে কেকেআর এই মরশুমেও ভালো ফল করবে বলে আশাবাদী।    

KKR Kolkata Knight Riders Eden Gardens IPL Cricket News Indian Premier League (IPL)